kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

নবম-দশম শ্রেণি ♦ বিজ্ঞান

আবু জাফর সৈকত, সহকারী শিক্ষক, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ

২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজ্ঞা ন মূ ল ক  প্র শ্ন

নবম অধ্যায়

দুর্যোগের সাথে বসবাস

[পূর্ব প্রকাশের পর]

১৪। নদী প্রশিক্ষণ কী?

     উত্তর : নদী প্রশিক্ষণ হলো নদীর পারে পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্তা, কাঠ ও বাঁশের ঢিবি ইত্যাদির মাধ্যমে বন্যা প্রতিরোধ করা।

১৫। বনায়ন কাকে বলে?

     উত্তর : পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অধিক পরিমাণে বৃক্ষ রোপণ করাকে বনায়ন বলে।

১৬। পূর্বপ্রস্তুতি কী?

     উত্তর : দুর্যোগ-পূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাগুলোকে পূর্বপ্রস্তুতি বলে।

১৭। দুর্যোগ কী?

     উত্তর : দুর্যোগ হচ্ছে এরূপ একটি ঘটনা, যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে।

১৮। জলবায়ু কী?

     উত্তর : জলবায়ু হলো কোনো নির্দিষ্ট স্থানের ২০-৩০ বছরের আবহাওয়ার বিভিন্ন অবস্থার গড় হিসাব।

১৯। জনসংখ্যার ঘনত্ব কী?

     উত্তর : একটি দেশের প্রতি বর্গকিলোমিটারে যতজন লোক বাস করে তাকে ওই দেশের জনসংখ্যার ঘনত্ব বলে।

২০। এসিড বৃষ্টি কী?

     উত্তর : বৃষ্টিতে অনেক বেশি পরিমাণে এসিড বিদ্যমান থাকলে তাকে বলা হয় এসিড বৃষ্টি।

২১। টর্নেডো কী?

     উত্তর : টর্নেডো হলো সাইক্লোনের মতো প্রচণ্ড বেগে বাতাস ঘূর্ণির আকারে প্রবাহিত হওয়ার ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ।

২২। হ্যারিকেন কী?

     উত্তর : আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন।

মন্তব্য