kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

ব হু নি র্বা চ নী প্র শ্ন

একাদশ-দ্বাদশ শ্রেণি : ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৬ মিনিটেএকাদশ-দ্বাদশ শ্রেণি : ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

প্রথম অধ্যায় (দ্বিতীয় ভাগ)

ঘটনা ও লেনদেন

১।    কোনটি লেনদেনের আবশ্যকীয় বৈশিষ্ট্য নয়?

     ক) দৃশ্যমানতা

     খ) অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা

     গ) দ্বৈতসত্তা  

     ঘ) আর্থিক অবস্থার পরিবর্তন

২।    নগদে পণ্য ক্রয়-বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি?

     ক) চালান   

     খ) ডেবিট নোট

     গ) ক্রেডিট নোট

     ঘ) ক্যাশ মেমো

৩।    আধুনিক হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কোনটি?

     ক) লেনদেন  

     খ) একতরফা দাখিলা পদ্ধতি

     গ) দুই তরফা দাখিলা পদ্ধতি   

     ঘ) ঘটনা

৪।    লেনদেনের উৎস কী?

     ক) ব্যবসায় প্রতিষ্ঠান   খ) নগদ টাকা

     গ) ব্যবসায়ের মালিক   ঘ) ব্যবসায়ে সংঘটিত ঘটনা

৫।    হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কী?        

     ক) লেনদেন   খ) জাবেদা   গ) খতিয়ান   ঘ) ঘটনা

৬।    দ্বৈতসত্তা বলতে কোনটিকে বোঝায়?

     ক) জাবেদায় লিপিবদ্ধকরণ

     খ) খতিয়ানে স্থানান্তকরণ

     গ) লেনদেনের দুটি দিক লিপিবদ্ধকরণ

     ঘ) প্রতিটি লেনদেন জাবেদায় লিপিবদ্ধকরণ

৭।    নিচের কোন লেনদেনের ফলে স্বত্বাধিকার বাড়বে এবং দায় হ্রাস পাবে? 

     ক) পাওনাদারকে পরিশোধ করা হলে

     খ) কারবারে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করা হলে

     গ) অনুপার্জিত আয় উপার্জিত হলে

     ঘ) ধারে পণ্য বিক্রয় করা হলে

৮।    কারবারি লেনদেন নয় কোনটি?  

     ক) ক্রয়ফেরত

     খ) অবচয়

     গ) কারবারে একজন হিসাবরক্ষক নিয়োগ

     ঘ) ইজারা সম্পত্তির অবলোপন

৯।    যে ঘটনার দ্বারা দুটি পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে কী বলে?    

     ক) লেনদেন   খ) হিসাব    গ) খতিয়ান  

     ঘ) রেওয়ামিল

১০।   চালান কে তৈরি করেন? 

     ক) ক্রেতা    খ) বিক্রেতা

     গ) মধ্যস্থতাকারী    

     ঘ) দেনাদার

১১।   নিচের কোন অবস্থাটি লেনদেন দ্বারা ঘটতে পারে?  

     ক) সম্পদ হ্রাস, ব্যয় হ্রাস     খ) আয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি

     গ) ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি ঘ) সম্পদ বৃদ্ধি, আয় হ্রাস

১২।   নিচের কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ?   

     ক) সম্পদ ক্রয়

     খ) দায় পরিশোধ

     গ) সেবা প্রদান

     ঘ) মনিহারি দ্রব্য ব্যবহার

১৩।   হিসাবরক্ষণের মূল ভিত্তি কী?    

     ক) ঘটনা    খ) লেনদেন   গ) হিসাব    ঘ) জাবেদা

১৪।   সব লেনদেন ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়—উক্তিটি কার বৈশিষ্ট্য প্রকাশ করে?   

     ক) জাবেদার 

     খ) খতিয়ানের 

     গ) লেনদেনের

     ঘ) ঘটনার

১৫।   হিসাববিজ্ঞানের কাঁচামাল কী?   

     ক) ঘটনা    খ) লেনদেন   গ) হিসাব    ঘ) জাবেদা

১৬।   কোনটি অনগদ লেনদেন?

     ক) ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় 

     খ) চেকের মাধ্যমে ক্রয়

     গ) চেকে আসবাবপত্র ক্রয়     ঘ) সুনামের অবলোপন

১৭।   কোনটি অনগদ লেনদেন?

     ক) ধারে ক্রয় 

     খ) অবচয়

     গ) বিলের মাধ্যমে বিক্রয় ঘ) চেকে ক্রয়

১৮।   লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?   

     ক) স্মারকলিপি

     খ) পরিমেল নিয়মাবলি

     গ) ভাউচার  

     ঘ) বিবরণ পত্র

১৯।   ডেবিট নোট কে তৈরি করে?    

     ক) ক্রেতা   

     খ) সরবরাহকারী

     গ) উৎপাদক 

     ঘ) বিক্রেতা

২০।   হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কী?   

     ক) লেনদেন   খ) জাবেদা   গ) চালান    ঘ) ক্যাশ মেমো

২১।   নিচের কোনটি অনগদ লেনদেন? 

     ক) স্থায়ী সম্পত্তির অবলোপন

     খ) অনাদায়ী পাওনা পুনরুদ্ধার

     গ) অগ্রিম সেবা আয়   ঘ) অগ্রিম খরচ

২২। লেনদেন সম্পর্কে নিচের কোনটি সঠিক?

     ক) সম্ভাব্য ঘটনা    

     খ) ঐতিহাসিক ঘটনা

     গ) নির্ভরশীল ঘটনা    ঘ) শর্তসাপেক্ষ ঘটনা

২৩। নিচের কোন লেনদেনটি মালিকানাস্বত্ব বৃদ্ধি করে?

     ক) বেতন প্রদান ৫,০০০ টাকা

     খ) আসবাবপত্রের অবচয় ৪,০০০ টাকা

     গ) বিনিয়োগের সুদ ১,০০০ টাকা

     ঘ) ঋণের সুদ ২,০০০ টাকা

২৪। লেনদেন শব্দটির অভিধানিক অর্থ কী? 

     ক) গ্রহণ-বর্জন

     খ) দেনা-পাওনা

     গ) আদান-প্রদান    

     ঘ) দেওয়া-নেওয়া

২৫।   লেনদেনে কতটি পক্ষ জড়িত থাকে?

     ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি

২৬। লেনদেনে সুবিধা গ্রহণকারী পক্ষকে কী বলা হয়?

     ক) দাতা    

     খ) গ্রহীতা

     গ) মালিক   

     ঘ) বিনিয়োগকারী

২৭। লেনদেন পরিমাপের একক কী?         

     ক) কিলোগ্রাম       খ) লিটার    গ) আর্থিক মূল্য ঘ) মিটার

২৮।   লেনদেন শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

     ক) বাংলা    খ) হিন্দি     গ) উর্দু ঘ) ফরাসি

২৯।   কোনটি লেনদেনের আবশ্যকীয় বৈশিষ্ট্য নয়?

     ক) অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য

     খ) দুটি পক্ষ

     গ) আর্থিক অবস্থার পরিবর্তন

     ঘ) দৃশ্যমানতা

৩০।   কর্মচারী শাওনকে বেতন প্রদান ৫,০০০ টাকা। এখানে একটি পক্ষ বেতন হিসাব এবং অপরপক্ষ নগদান হিসাব। এ পক্ষদ্বয় লেনদেনের কোন বৈশিষ্ট্যের প্রকাশক?

     ক) দ্বৈতসত্তা  

     খ) অদৃশ্যমানতা

     গ) স্বাতন্ত্র্যতা 

     ঘ) বিচ্ছিন্নতা

৩১।   হিসাববিজ্ঞানে লেনদেনের উৎস হলো—

     ক) চালান    খ) ভাউচার

     গ) মাল বিক্রয়

     ঘ) ফরমায়েশ গ্রহণ

৩২।   জামশেদ সাহেবের ব্যক্তিগত অর্থ থেকে ৫,০০০ টাকা হারিয়ে যায়। এ নিয়ে স্ত্রী জামশেদ সাহেবের সঙ্গে ঝগড়াঝাঁটি করে। হিসাববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে উক্ত ঘটনাটি—

     ক) অর্থের অঙ্কে পরিমাপযোগ্য

     খ) লেনদেনের বৈশিষ্ট্য বহির্ভূত

     গ) হিসাব সমীকরণে প্রভাব বিস্তারকারী

     ঘ) কারবারের মোট ক্ষতি সাধনকারী

৩৩।   হিসাববিজ্ঞানের প্রতিটি ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এ প্রেক্ষিতে কোন ঘটনাটি লেনদেন নয়?

     ক) আর্থিক সেবা

     খ) মানবীয় অনুভূতি

     গ) ধারে ক্রয় 

     ঘ) নগদে বিক্রয়

 

৩৪।   চালান বইতে কার স্বাক্ষর দেওয়া হয়?

     ক) ক্রেতার  

     খ) বিক্রেতার

     গ) মালিকের 

     ঘ) ক্রেতা ও বিক্রেতা উভয়ের

৩৫।   বিক্রয়ফেরত পণ্যের ওপর কোন প্রামাণ্য দলিলটি প্রস্তুত করা হয়?

     ক) চালান   

     খ) ক্যাশ মেমো

     গ) ক্রেডিট নোট

     ঘ) ডেবিট ভাউচার

৩৬।   হিসাববিজ্ঞানের গাণিতিক সূত্র : অ = খ + ঙঊ। এখানে অ ও খ-এর মধ্যস্থিত চিহ্নটি দ্বারা কী বোঝানো হয়?

     ক) হিসাবের ডান ও বাঁ দিক   

     খ) উভয় পার্শ্ব সমান

     গ) আর্থিক ঘটনা ও লেনদেন   

     ঘ) হিসাবের শ্রেণিবিন্যাসকরণ

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. ক ২. ঘ    ৩. ক ৪. ঘ    ৫. ক ৬. গ ৭. গ ৮. গ ৯. ক ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. ক ২১. ক ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. খ ২৯. ঘ ৩০. ক ৩১. গ ৩২. খ ৩৩. খ ।

মন্তব্য