পঞ্চম অধ্যায়
যৌথ মূলধনী কম্পানির আর্থিক বিবরণী
[গতকালের পর]
৩১। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়?
ক) হিসাবকাল ধারণা খ) আর্থিক মূল্য ধারণা
গ) চলমান প্রতিষ্ঠান ধারণা ঘ) ঐতিহাসিক মূল্য ধারণা
৩২। নিচের কোনটি দীর্ঘমেয়াদি দায়?
ক) সঞ্চিতি তহবিল খ) শেয়ার অধিহার
গ) বন্ধকী ঋণ
ঘ) দাবিযুক্ত লভ্যাংশ
৩৩। ‘XYZ’ লিমিটেডের পণ্য ক্রয় ২৬,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য ৩,০০০ টাকা, ক্রয় পরিবহন ১,৫০০ টাকা, ক্রয়ফেরত ৫০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ৫,০০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত?
ক) ৩১,০০০ টাকা খ) ২৮,৫০০ টাকা
গ) ২৫,০০০ টাকা ঘ) ২৪,৫০০ টাকা
৩৪। সাদিক লিমিটেডের পণ্য ক্রয় ২২,০০০ টাকা, পণ্য বিক্রয় ৩৩,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৫,০০০ টাকা এবং বিক্রীত পণ্যের ব্যয় ২১,০০০ টাকা হলে মোট লাভ কত?
ক) ৬,০০০ টাকা খ) ১১,০০০ টাকা
গ) ১২,০০০ টাকা ঘ) ১৬,০০০ টাকা
৩৫। ঘোষিত লভ্যাংশ একটি—
ক) দীর্ঘমেয়াদি দায় খ) স্থায়ী সম্পদ
গ) চলতি সম্পদ ঘ) চলতি দায়
৩৬। নিচের কোনটি সংরক্ষিত আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না?
ক) শেয়ার অধিহার
খ) অন্তর্বর্তীকালীন লভ্যাংশ
গ) সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর
ঘ) অদাবীকৃত লভ্যাংশ অবলোপন
৩৭। চলতি বছরে ভাড়া বাবদ প্রদান ১৮,০০০ টাকা। চলতি বছরের ভাড়া অংশ অপ্রদত্ত থাকলে ভাড়া খরচের পরিমাণ কত?
ক) ৪,৫০০ টাকা খ) ১৮,০০০ টাকা
গ) ২২,৫০০ টাকা ঘ) ২৭,০০০ টাকা
৩৮। কম্পানি আইন অনুযায়ী আর্থিক বিবরণীর উপাদান কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
৩৯। কম্পানির নামের শেষে লিমিটেড শব্দটি লেখার অর্থ কী?
ক) কম্পানির শেয়ার মালিকদের দায় সীমিত
খ) পরিচালকদের দায় সীমিত
গ) কম্পানির মূলধন সীমিত
ঘ) কম্পানির কার্যক্ষেত্র সীমিত
৪০। আয় বিবরণী থেকে সর্বশেষ প্রাপ্ত ফলাফল কোনটি?
ক) মোট আয়
খ) নিট লাভ বা ক্ষতি
গ) মোট লাভ
ঘ) মোট লাভ বা ক্ষতি
৪১। কোনটি আর্থিক বিবরণীর অংশ?
ক) আয় বিবরণী খ) নগদান হিসাব
গ) ক্রয় হিসাব
ঘ) ব্যাংক সমন্বয় বিবরণী
৪২। প্রারম্ভিক মজুদ পণ্য ২৫,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১৫,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ৬০,০০০ টাকা। ক্রয়ের পরিমাণ কত?
ক) ৩৫,০০০ টাকা খ) ৪৫,০০০ টাকা
গ) ৫০,০০০ টাকা ঘ) ৭০,০০০ টাকা
৪৩। নিচের কোনটির মাধ্যমে প্রকৃত আয় জানা যায়?
ক) আয় বিবরণীর মাধ্যমে
খ) রক্ষিত আয় বিবরণীর মাধ্যমে
গ) নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে
ঘ) আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে
৪৪। নিচের কোন দফাটি মূলধন সঞ্চিতি হিসাবে স্থানান্তর করা হয়?
ক) নিবন্ধন-পূর্ব মুনাফা খ) নিট লাভ
গ) সাধারণ সঞ্চিতি ঘ) আয়কর সঞ্চিতি
৪৫। কোনো প্রতিষ্ঠানের আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়—
ক) হিসাবকালের যেকোনো তারিখে
খ) হিসাবকালের শেষ তারিখে
গ) নির্দিষ্ট হিসাবকালের জন্য
ঘ) যেকোনো হিসাবকাল ধরে
৪৬। প্রাপ্য হিসাব থেকে অর্থপ্রাপ্তির সময় বিক্রেতা কিছু টাকা ছাড় দিলে তাকে কী বলা হয়?
ক) ক্রয় বাট্টা
খ) বিক্রয় বাট্টা
গ) নগদ বাট্টা
ঘ) পরিমাণ বাট্টা
৪৭। পরিচালন ব্যয় কী?
ক) সর্বপ্রকার প্রত্যক্ষ ব্যয়
খ) সর্বপ্রকার পরোক্ষ ব্যয়
গ) তহবিল সংগ্রহের ব্যয়
ঘ) পণ্য উৎপাদনসংক্রান্ত যাবতীয় ব্যয়
৪৮। স্থায়ী সম্পত্তির ওপর অবচয় ধার্যের ফলে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়ে?
ক) ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি খ) ব্যয় বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস
গ) ব্যয় বৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি ঘ) আয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
৪৯। মোট লাভ ১,৫০,০০০ টাকা, নিট লাভ ৮০,০০০ টাকা এবং বিপণন ব্যয় ৩০,০০০ টাকা হলে প্রশাসনিক ব্যয়ের পরিমাণ কত?
ক) ৪০,০০০ টাকা খ) ৫০,০০০ টাকা
গ) ৭০,০০০ টাকা ঘ) ১,২০,০০০ টাকা
৫০। চলতি দায় হলেও মালিকানাস্বত্বের অন্তর্ভুক্ত করা হয় কোনটি?
ক) আয়কর সঞ্চিতি খ) অগ্রিম প্রাপ্তিসমূহ
গ) অদাবীকৃত লভ্যাংশ ঘ) কল্যাণ তহবিল
৫১। আয়কর যদি বাধ্যতামূলক দিতে হয় তাহলে এটি হবে কম্পানির—
ক) প্রত্যক্ষ খরচ খ) পরোক্ষ খরচ
গ) অপরিচালন খরচ ঘ) বিলম্বিত খরচ
৫২। প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য অপেক্ষা সমাপনী মজুদ পণ্যের মূল্য বেশি হলে—
ক) মুনাফা বৃদ্ধি পায় খ) মুনাফা হ্রাস পায়
গ) বিক্রয় ব্যয় বৃদ্ধি পায় ঘ) প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পায়
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ৩১. ক ৩২. গ ৩৩. গ ৩৪. গ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. গ ৩৮. ঘ ৩৯. ক ৪০. খ ৪১. ক ৪২. গ ৪৩. ক ৪৪. ক ৪৫. গ ৪৬. গ ৪৭. ঘ ৪৮. খ ৪৯. ক ৫০. গ ৫১. গ ৫২. ক।
মন্তব্য