kalerkantho

বুধবার । ১৮ ফাল্গুন ১৪২৭। ৩ মার্চ ২০২১। ১৮ রজব ১৪৪২

এসএসসি প্রস্তুতি ♦ হিসাববিজ্ঞান

মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৬ মিনিটেএসএসসি প্রস্তুতি ♦ হিসাববিজ্ঞান

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

তৃতীয় অধ্যায়

দুই তরফা দাখিলা পদ্ধতি

১।   হিসাব সংরক্ষণের ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?

     ক) হিসাব মূল্যায়ন         খ) হিসাব ব্যবস্থা

     গ) হিসাব বিশ্লেষণ               ঘ) হিসাবচক্র  

২।   ঋণ পরিশোধের ফলে নিচের কোনটি ঘটে?

     ক) আয় হ্রাস খ) ব্যয় হ্রাস

     গ) দায় হ্রাস             ঘ) মালিকানস্বত্ব হ্রাস 

৩।  ঋণ গ্রহণ করার ফলে নিচের কোনটি ঘটে?

            i. সম্পদ বাড়বে

            ii. আয় বাড়বে

            iii. দায় বাড়বে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                       খ) i ও iii           গ) ii ও iii     ঘ) i, ii ও iii  

৪।   নিচের কোনটি দুই তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য?

     ক) পরিপূর্ণ হিসাব সংরক্ষণ    খ) গাণিতিক শুদ্ধতা যাচাই

     গ) সামগ্রিক ফলাফল নির্ণয়  ঘ) ব্যয় নিয়ন্ত্রণ 

৫।   দুই তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি?

     ক) পূর্ণাঙ্গ হিসাব          খ) সঞ্চয় প্রবণতা

     গ) আর্থিক সচ্ছলতা              ঘ) ব্যয় নিয়ন্ত্রণ   

৬।   কোনটি স্বত্বাধিকার বৃদ্ধি ঘটায়?

     ক) লাভ     খ) ক্ষতি

     গ) ব্যয়     ঘ) উত্তোলন 

৭।   ব্যবসায়ে কয় ধরনের হিসাব দেখতে পাওয়া যায়?

     ক) ৪ খ) ৫  

     গ) ৬ ঘ) ৭

৮।   দুই তরফা দাখিলা পদ্ধতি কে উদ্ভাবন করেন?

     ক) ডাব্লিউ জনসন          খ) এফ পিক্সলি

     গ) লুকা প্যাসিওলি         ঘ) এল এইচ হ্যানি 

৯।   হিসাব খাত ডেবিট হবে—

            i. সম্পদ বৃদ্ধি পেলে

            ii. আয় হ্রাস পেলে

            iii. মালিকানাস্বত্ব বৃদ্ধি পেলে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                     খ) i ও iii          গ) ii ও iii        ঘ) i, ii ও iii  

১০। ‘ব্যয় নিয়ন্ত্রণ’ দুই তরফা দাখিলা পদ্ধতির কী?

           ক) বৈশিষ্ট্য    খ) মূলনীতি

           গ) উদ্দেশ্য   ঘ) সুবিধা 

১১। দুই তরফা দাখিলা পদ্ধতি হলো—

            i. নির্ভরযোগ্য পদ্ধতি  

            ii. বিজ্ঞানসম্মত পদ্ধতি 

            iii. পূর্ণাঙ্গ পদ্ধতি

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                                       খ) i ও iii     গ) ii ও iii       ঘ) i, ii ও iii  

১২। হিসাববিজ্ঞানে দুই তরফা দাখিলা পদ্ধতি কত সালে উদ্ভাবিত হয়েছিল?

     ক) ১৪৮৪    খ) ১৩৯৪    গ) ১৪৪৯    ঘ) ১৪৯৪ 

১৩। দুই তরফা দাখিলা পদ্ধতিতে যে হিসাব সুবিধা গ্রহণ করা হয় তাকে কী বলে?

     ক) ক্রেডিটর   খ) ডেটর    গ) নিট লাভ ঘ) আয়-ব্যয় 

১৪। লুকা প্যাসিওলি কী ছিলেন?

     ক) বিজ্ঞানী  

     খ) হিসাববিজ্ঞানী          গ) গণিতবিদ             ঘ) ব্যবসায়ী 

১৫। আর্থিক বিবরণীর খসড়াস্বরূপ কী প্রস্তুত করা হয়?

     ক) রেওয়ামিল       খ) সমন্বয় দাখিলা

           গ) সমাপনী দাখিলা              ঘ) কার্যপত্র 

১৬। দুই তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি?

     ক) ৪টি      খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি

১৭। নিচের কোনটি ক্রেডিট উদ্বৃত্ত হবে?

     ক) মূলধনের সুদ          খ) উত্তোলনের সুদ

           গ) ঋণের সুদ            ঘ) শিক্ষানবিশ ভাতা

১৮। মালিকানাস্বত্বকে প্রভাবিত করে—

            i. সম্পদ      ii. আয়       iii. ব্যয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii                    খ) i ও iii          গ) ii ও iii    ঘ)  i,ii ও iii

১৯। ‘সঞ্চিতি তহবিল’ কোন ধরনের হিসাব? 

     ক) সম্পদ    খ) ব্যয় 

     গ) মালিকানাস্বত্ব    ঘ) আয় 

২০। দুই তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি?

     ক) ৮টি      খ) ১০টি 

     গ) ১২টি     ঘ) ১৩টি

২১। হিসাবচক্রের অষ্টম ধাপে কী প্রস্তুত করা হয়?

     ক) খতিয়ান  

     খ) রেওয়ামিল

     গ) কার্যপত্র              ঘ) আর্থিক বিবরণী

     নিচের উদ্দীপকটি পড়ে  ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     জনাব হাসান ২০২১ সালের ১ জানুয়ারি নগদ ২,০০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। জানুয়ারির ৫ তরিখে জাহিদের নিকট ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন।

২২। জনাব হাসানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?

    ক) ১,০০,০০০ টাকা       খ) ১,৫০,০০০ টাকা

     গ) ৫০,০০০ টাকা         ঘ) ২,০০,০০০ টাকা 

২৩। ৩০,০০০ টাকার লেনদেনের ফলে—

            i. সম্পদ বৃদ্ধি পাবে

            ii. দায় হ্রাস পাবে

            iii. মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    

খ) i ও iii  

     গ) ii ও iii

     ঘ) i, ii ও iii  

২৪। লুকা প্যাসিওলি কোন দেশের অধিবাসী ছিলেন?

     ক) যুক্তরাজ্য 

     খ) যুক্তরাষ্ট্র   গ) ইতালি    ঘ) সুইডেন  

২৫। হিসাবচক্রের ধাপ নয় কোনটি?

     ক) জাবেদা   খ) খতিয়ান 

     গ) রেওয়ামিল       ঘ) বাজেট প্রণয়ন  

২৬। বিনিয়োগ কোন শ্রেণির হিসাব?

     ক) সম্পদ    খ) দায়     গ) ব্যয়     ঘ) আয় 

২৭।  নিচের কোনটি দ্বারা মালিকানাস্বত্ব হ্রাস পায়?

     ক) শিক্ষানবিশ সেলামি       খ) আয়কর

           গ) ভাড়াপ্রাপ্তি            ঘ) সাধারণ সঞ্চিতি           

২৮।  কোনটি মুনাফা অর্জনে সহায়তা করে?

     ক) মূলধন   

     খ) দায়

     গ) সম্পদ   

     ঘ) পাওনাদার

২৯। প্রাথমিক হিসাবের বই কোনটি?

     ক) জবেদা   

     খ) খতিয়ান  

     গ) রেওয়ামিল

     ঘ) নগদান বই

৩০। একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটির গুরুত্ব দেওয়া হয় না?

     ক) মূলধন ও উত্তোলন       খ) সম্পদ ও দায়

     গ) দায় ও মালিকানাস্বত্ব           ঘ) আয় ও ব্যয়

৩১। হিসাবচক্রের ধাপ কয়টি?

     ক) ৭টি      খ) ৮টি      গ) ৯টি      ঘ) ১০টি 

৩২। পেপারওয়েট ক্রয় করলে কোন হিসাব ডেবিট হবে?

     ক) ক্রয় হিসাব            খ) অফিস সাপ্লাইজ হিঃ 

     গ) অফিস সরঞ্জাম হিসাব    ঘ) মনিহারি হিসাব 

৩৩। বিনা মূল্যে পণ্য বিতরণ করলে কোন হিসাব ক্রেডিট হবে?

     ক) ক্রয়     খ) বিজ্ঞাপন   গ) মনিহারি

     ঘ) বিবিধ হিসাব

৩৪। পণ্য ফেরত এলে ডেবিট হয় কোনটি?

     ক) ক্রয় হিসাব            খ) বিক্রয় হিসাব

           গ) ক্রয়ফেরত হিসাব             ঘ) বিক্রয়ফেরত হিসাব

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. গ ৩. খ ৪. গ ৫. ক ৬. ক ৭. খ ৮. গ  ৯. ক  ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. খ ২১. ঘ  ২২. ক ২৩. খ ২৪. গ ২৫. ঘ ২৬. ক ২৭. খ  ২৮. গ ২৯. ক ৩০. ঘ ৩১. ঘ ৩২. খ ৩৩. ক ৩৪. ঘ

মন্তব্যসাতদিনের সেরা