kalerkantho

শুক্রবার । ১৩ ফাল্গুন ১৪২৭। ২৬ ফেব্রুয়ারি ২০২১। ১৩ রজব ১৪৪২

এসএসসি প্রস্তুতি ♦ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আফরোজা বেগম, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল খিলগাঁও, ঢাকা

২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেব হু  নি র্বা চ নী  প্র শ্ন

চতুর্থ অধ্যায়

বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু

 

১।   জানুয়ারি মাসে বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকে?

     ক) ১৪.৭    খ) ১৫.৭

     গ) ১৬.৭         ঘ) ১৭.৭

২।   ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে নিচের কোন জেলাটির অবস্থান?

     ক) চট্টগ্রাম   খ) রংপুর

     গ) ঢাকা     ঘ) সিলেট

৩।   লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে অবস্থিত—

     ক) ৫ কিমি পূর্বে          

     খ) ৬ কিমি দক্ষিণে

     গ) ৭ কিমি উত্তরে        

     ঘ) ৮ কিমি পশ্চিমে

৪।   টারশিয়ারি যুগের পাহড়গুলো গঠিত হয়েছিল—

            i. কর্দম     

            ii. শিলপাথর

            iii. বালি ও কংকর দ্বারা

      নিচের কোনটি সঠিক?

      ক) i ও ii       খ) i ও iii   গ) ii ও iii ঘ) i, ii ও iii

৫।   টারশিয়ারি যুগের পাহাড় হলো—

            i. কেওক্রাডং

            ii. লালমাই

            iii. চিকনাগুল

     নিচের কোনটি সঠিক?

     ক)  i ও ii    খ)  i ও iii   গ)  ii ও iii      ঘ) i, ii ও iii

৬।   বদ্বীপ সমভূমি বাংলাদেশের কোন কোন জেলা নিয়ে গঠিত?

     ক) রংপুর-দিনাজপুর       

     খ) দিনাজপুর-ফরিদপুর

     গ) ফরিদপুর-যশোর       

     ঘ) যশোর-রংপুর

৭।   সাধারণত কত বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয়?

     ক) ১০০     খ) ১৫০   

     গ) ২০০     ঘ) ২৫০

৮।   বাংলাদেশের জলবায়ু কেমন?

     ক) মোটামুটি শীতল ও চরমভাবাপন্ন

     খ) মোটামুটি উষ্ণ, শীতল ও চরমভাবাপন্ন

     গ) মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন

     ঘ) শীতল, আর্দ্র ও সমভাবাপন্ন

৯।   বর্ষাকালে কোন মৌসুমি বায়ুর প্রভাবে মিয়ানমারে প্রচুর বৃষ্টিপাত হয়?

     ক) উত্তর-পূর্ব              খ) দক্ষিণ-পূর্ব

     গ) উত্তর-পশ্চিম           ঘ) দক্ষিণ-পশ্চিম

১০। বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

     ক) নভেম্বর   খ) ডিসেম্বর

     গ) জানুয়ারি   ঘ) ফেব্রুয়ারি

১১। খুলনা, পটুয়াখালী, বরিশাল জেলার কিয়দংশ নিয়ে গঠিত হয়—

     ক) প্লাবন সমভূমি         

     খ) বদ্বীপ সমভূমি

     গ) স্রোতজ সমভূমি        

     ঘ) উপকূলীয় সমভূমি

১২। কালবৈশাখী ঝড়ের বৈশিষ্ট্য হলো—

            i. বায়ু শুষ্ক ও শীতল থাকে

            ii. পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়

            iii. দেশের উষ্ণতম ঋতুতে এটি সংঘটিত হয়

      নিচের কোনটি সঠিক?

     ক)  i ও ii    খ)  i ও iii  

     গ)  ii ও iii     ঘ) i, ii ও iii

১৩।  জলবায়ু পরিবর্তনের ফলে—

            i. মানুষের পেশাগত পরিবর্তন ঘটেছে

            ii. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে      iii. বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে

     নিচের কোনটি সঠিক?

     ক)  i ও ii       খ)  i ও iii     গ)  ii ও iii   ঘ) i, ii ও iii

১৪। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কোন তিনটি নদীর অববাহিকায় অবস্থিত?

     ক) পদ্মা, মেঘনা, যমুনা

     খ) গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা

     গ) গঙ্গা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী

     ঘ) পদ্মা, যমুনা, কর্ণফুলী

১৫। কোন পাহাড়চূড়ার উচ্চতা ৯১৫ মিটার?

     ক) তাজিংডং          

     খ) মোদকমুয়াল

     গ) পিরামিড           

     ঘ) চিকনাগুল

১৬। আনুমানিক কত বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলা হয়?

     ক) ২০০০    খ) ২৫০০  

     গ) ২৫০০০   ঘ) ২৫০০০০

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. গ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. গ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬.গ।  

মন্তব্যসাতদিনের সেরা