kalerkantho

শুক্রবার । ২০ ফাল্গুন ১৪২৭। ৫ মার্চ ২০২১। ২০ রজব ১৪৪২

নবম-দশম শ্রেণি ♦ বিজ্ঞান

আবু জাফর সৈকত, সহকারী শিক্ষক, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ

২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেজ্ঞা ন মূ ল ক  প্র শ্ন

চতুর্থ অধ্যায়

নবজীবনের সূচনা

১।   বয়ঃসন্ধিকাল কাকে বলে?

     উত্তর : শৈশব থেকে কৈশোরে পদার্পণকালে শারীরিক ও মানসিক নানা রকম পরিবর্তন ঘটে। এ সময়টা হচ্ছে বয়ঃসন্ধিকাল।

২।   মানুষের শৈশবকালের মেয়াদ কত বছর?

     উত্তর : মানুষের শৈশবকালের মেয়াদ জন্মের পর থেকে পাঁচ বছর পর্যন্ত।

৩।   বয়ঃসন্ধিকালের সময় কত বছর?

     উত্তর : বয়ঃসন্ধিকালের সময় ১১-১৯ বছর।

৪।   অটোজোম কী?

     উত্তর : অটোজোম হলো মানুষের দেহকোষে থাকা ২২ জোড়া ক্রোমোজোম, যেগুলো নারী-পুরুষে একই রকম থাকে।

৫।   টেস্টটিউব বেবি কাকে বলে?

     উত্তর : কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে তা স্ত্রীলোকের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্টটিউব বেবি বলে।

৬।   বিবর্তন কী?

     উত্তর : ধীর অবিরাম ও গতিশীল পরিবর্তন দ্বারা কোনো সরলতর অংশ উদ বংশীয় জীবের পরিবর্তন দ্বারা জটিল ও উন্নততর নতুন কোনো প্রজাতির বা জীবের উদ্ভব ঘটার প্রক্রিয়াই হলো বিবর্তন।

৭।   জৈব বিবর্তন কী?

     উত্তর : সময়ের সঙ্গে কোনো জীবের পরিবর্তনের ফলে যখন নতুন কোনো প্রজাতি সৃষ্টি হয় তখন তাকে জৈব বিবর্তন বলে।

৮।   জীবন্ত জীবাশ্ম কাকে বলে?

     উত্তর : যে জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়া এখনো পৃথিবীতে বেঁচে আছে; কিন্তু তাদের সমসাময়িক জীবের বিলুপ্তি ঘটেছে, জীবন্ত সেই জীবগুলোকে জীবন্ত জীবাশ্ম বলে।

৯।   একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো।

     উত্তর : একটি জীবন্ত জীবাশ্মের নাম হলো লিমুলাস।

১০।  নিউক্লিওপ্রোটিন কাকে বলে?

     উত্তর : প্রোটিন ও নিউক্লিক এসিড সহযোগে গঠিত যৌগকে নিউক্লিওপ্রোটিন বলে।

১১।  সেক্স ক্রোমোজোম কাকে বলে?

     উত্তর : যে ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে তাকে সেক্স ক্রোমোজোম বলে।

১২।  RNA কী?

     উত্তর : RNA হলো জীবের এক সূত্রবিশিষ্ট এক ধরনের বংশগতিক বস্তু।

১৩।  ইভল্যুশন বা অভিব্যক্তি কী?

     উত্তর : পৃথিবীর উৎপত্তি ও জীবের উৎপত্তির ঘটনা প্রবাহই হলো ইভল্যুশন বা অভিব্যক্তি।

১৪।  নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে?

     উত্তর : জীবদেহে এমন কতগুলো অঙ্গ দেখা যায়, যেগুলো নির্দিষ্ট জীবদেহে সক্রিয় থাকে; কিন্তু সম্পর্কিত অপর জীবদেহে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এ অঙ্গগুলোকে নিষ্ক্রিয় অঙ্গ বলে।

১৫।  সমবৃত্তি অঙ্গ কী?

     উত্তর : বিভিন্ন প্রাণীর যে অঙ্গগুলোর উৎপত্তি, বিকাশ ও গঠন ভিন্ন হলেও কার্যগতভাবে এক, তাদের বলা হয় সমবৃত্তি অঙ্গ।

১৬।  হরমোন কী?

     উত্তর : হরমোন হলো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যা বয়ঃসন্ধিকালে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী।

১৭।  গর্ভপাত কী?

     উত্তর : মাতৃগর্ভের জরায়ু থেকে বৃদ্ধিরত ভ্রূণ স্বতঃস্ফূর্তভাবে বের হওয়াকে গর্ভপাত বলে।

১৮।  ইনভিট্রো ফার্টিলাইজেশন কাকে বলে?

     উত্তর : দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানোকে ইনভিট্রো ফার্টিলাইজেশন বলে।

১৯।  গর্ভধারণ কী?

     উত্তর : গর্ভধারণ হচ্ছে শরীরের একটি বিশেষ পরিবর্তন, যা একজন নারীর গর্ভে সন্তান এলেই শুধু শরীরে ঘটে।

মন্তব্যসাতদিনের সেরা