kalerkantho

শুক্রবার । ১৩ ফাল্গুন ১৪২৭। ২৬ ফেব্রুয়ারি ২০২১। ১৩ রজব ১৪৪২

একাদশ-দ্বাদশ শ্রেণি ♦ ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র

মো. রবিউল আউয়াল, প্রভাষক, ফিন্যান্স বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা

২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেএকাদশ-দ্বাদশ শ্রেণি ♦ ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

একাদশ অধ্যায়

জীবন বীমা

১।   সাধারণত কত সময় পর সমর্পণ মূল্য পরিশোধ করা হয়?  

     ক) ২ বছর   খ) ৩ বছর    গ) ৫ বছর       ঘ) ৭ বছর

২।   মৃত্যুহারপঞ্জির উদ্ভাবক কে?

     ক) এম এন মিশ্র     খ) এডমন্ড হ্যালি    গ) ঘোষ ও আগারওয়াল    ঘ) লয়েড

৩। কোন বীমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়? 

     ক) জীবন বীমা      খ) নৌবীমা             

     গ) অগ্নিবীমা             ঘ) দুর্ঘটনা বীমা

৪।  কোন ধরনের জীবন বীমাপত্রে মৃত্যু ও মেয়াদপূর্তি উভয় ক্ষেত্রেই বীমা দাবি পরিশোধিত হয়?

     ক) সাময়িক   খ) মেয়াদি                  গ) আজীবন                     ঘ) বিশুদ্ধ মেয়াদি

৫।  জীবন বীমা চুক্তির অপরিহার্য উপাদান হচ্ছে—

     ক) মানবজীবনের সঙ্গে সংশ্লিষ্টতা 

     খ) বীমাযোগ্য স্বার্থ          গ) মনোনয়নযোগ্য          ঘ) হস্তান্তরযোগ্য

৬।   ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যকে কী বলে?  

     ক) প্রিমিয়াম   খ) বোনাস          গ) বৃত্তি    ঘ) নগদ

৭।  বীমাকৃত বিষয়বস্তুতে বীমাগ্রহীতার কোন স্বার্থ থাকে?

     ক) অর্থনৈতিক স্বার্থ                  খ) চুক্তিভিত্তিক স্বার্থ             গ) বৈধ আর্থিক স্বার্থ             ঘ) অনিশ্চিত স্বার্থ

৮।   কোন বীমার ক্ষেত্রে গ্রুপ বীমা প্রযোজ্য?

     ক) নৌবীমা   খ) শস্যবীমা      গ) অগ্নিবীমা   

     ঘ) জীবন বীমা

৯।  ব্যক্তিগত দুর্ঘটনা বীমার প্রিমিয়াম নির্ধারণের বিবেচ্য বিষয় হলো—

     ক) ব্যক্তির পেশা            

     খ) শিক্ষাগত যোগ্যতা                     গ) বয়স     

     ঘ) সামাজিক মর্যাদা

১০। জীবন বীমার দাবি উত্থাপনের জন্য প্রয়োজন—  

            i. পারিবারিক তথ্য     

            ii. বয়সের প্রমাণপত্র   

iii. মৃত্যু প্রমাণপত্র

     নিচের কোনটি সঠিক?       

 ক) i ও ii                   খ) i ও iii          গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১১। কোন ক্ষেত্রে দ্বৈত বীমা করা যায় না?        

     ক) নৌবীমা   খ)   অগ্নিবীমা            গ) শস্যবীমা

     ঘ) জীবন বীমা  

     জনাব নিহাল একটি জীবন বীমা পলিসি গ্রহণ করে ১০ বছর নির্দিষ্ট হারে প্রিমিয়াম প্রদান করেন। চুক্তির শর্ত অনুসারে নিহালের মৃত্যুর পর তাঁর স্ত্রী ১০ লাখ টাকা বীমা দাবি গ্রহণ করেন।

১২। জনাব নিহাল কোন ধরনের জীবন বীমা সংগ্রহ করেছিলেন?

     ক) মেয়াদি   খ) বিশুদ্ধ    গ)  আজীবন ঘ)   বৃত্তি

১৩। কোন ধরনের বীমাপত্রে বোনাস প্রদান করা হয়?

     ক) জীবন    খ)   নৌ        গ) অগ্নি     ঘ) শস্য

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও : 

     মি. সালেহিন একটি বীমা পত্রের আওতায় তাঁর কারখানার শ্রমিকদের জীবন বীমা করতে চান। মালিক এ ধরনের বীমা করতে চাচ্ছেন জেনে শ্রমিকরা খুশি।

১৪।  মি. সালেহিন কোন ধরনের বীমা করতে চাচ্ছেন?

     ক) যুগ্ম      খ) গ্রুপ  

     গ) দ্বৈত     ঘ) আজীবন 

১৫।  এ ধরনের বীমার খবরে শ্রমিকরা খুশি, এর কারণ—

            i. এতে মালিকের দায়মুক্তি ঘটবে  

            ii. নিজের পকেট থেকে তাদের কোনো প্রিমিয়াম দিতে হবে না  

            iii. দুর্ঘটনাজনিত কারণে আর্থিক দুর্দশা লাঘব ঘটবে 

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii         খ) ii ও iii  

     গ) i ও iii         ঘ) i, ii ও iii    

১৬। বর্তমানে বাংলাদেশে কতটি বিদেশি জীবন বীমা কম্পানি রয়েছে?

     ক) ১ খ)   ২       গ) ৩    ঘ)   ৪

১৭।  জীবন বীমার বৈশিষ্ট্য হলো—

            i. আর্থিক নিশ্চয়তা         ii. প্রিমিয়াম

            iii. প্রতিস্থাপন

     নিচের কোনটি সঠিক?        

 ক) i ও ii                                  খ)i ও iii       গ) ii ও iii         ঘ) i, ii ও iii

১৮। সাময়িক বীমাপত্রের মধ্যে অন্তর্ভুক্ত—

            i. নবায়ন  

            ii. রূপান্তরযোগ্য

            iii. যৌথ জীবন

     নিচের কোনটি সঠিক?        

 ক) i ও ii                     খ) i ও iii            গ) ii ও iii                ঘ i, ii ও iii

১৯। ঝুঁকি গ্রহণের বিনিময়মূল্যকে কী বলে?

     ক) প্রিমিয়াম   খ)   বোনাস        গ) বৃত্তি    ঘ)   নগদ টাকা

২০। কোন বীমা মানুষকে বীমা পলিসি খুলতে উৎসাহিত করে?

     ক) দুর্ঘটনা    খ)   অগ্নি   গ) জীবন    ঘ)   নৌ

২১। কোন বীমাপত্রে সঞ্চয় সুবিধা পাওয়া যায়?

     ক) আজীবন   খ)   মেয়াদি

     গ) সাময়িক   ঘ)   যৌথ

২২। যে বীমাপত্রের মেয়াদ উত্তীর্ণ হলে বীমাদাবি পরিশোধ করা হয়; কিন্তু মেয়াদকালীন বীমাগ্রহীতা মারা গেলে বীমাদাবি পরিশোধ করা হয় না, তাকে কোন ধরনের বীমাপত্র বলে?

     ক) সাধারণ মেয়াদি        খ) বিশুদ্ধ মেয়াদি

     গ) নির্দিষ্ট মেয়াদি        

     ঘ) যৌথ মেয়াদি

২৩। সাময়িক জীবন বীমাপত্রের মেয়াদ সর্বনিম্ন কত সময়ের জন্য হতে পারে?

     ক) ১ মাস   খ)   ৩ মাস

     গ) ৬ মাস   ঘ)   ৯ মাস

২৪। নিচের কোন উপাদানটি জীবন বীমার ক্ষেত্রে উপযুক্ত হয় না?

     ক) বীমাযোগ্য স্বার্থ          খ) চূড়ান্ত সদ্বিশাস

     গ) স্থলাভিষিক্তকরণ           ঘ) আর্থিক নিশ্চয়তা

২৫। নিম্নোক্ত কোন বীমাপত্রের ক্ষেত্রে বীমাগ্রহীতা নিজে বীমাদাবি ভোগ করতে পারে না?

            i. সাময়িক    

            ii. আজীবন

            iii. মেয়াদি

     নিচের কোনটি সঠিক?         

ক) i ও ii                      খ) i ও iii            গ) ii ও iii                 ঘ i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২. খ ৩. ক ৪. খ    ৫. ক ৬. ক ৭. গ ৮. ঘ   ৯. ক  ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. খ  ১৬. ক  ১৭. ক ১৮. ক  ১৯. ক ২০. গ ২১. খ ২২. খ  ২৩. খ ২৪. গ ২৫. ক। 

মন্তব্যসাতদিনের সেরা