জ্ঞা ন মূ ল ক প্র শ্ন
তৃতীয় অধ্যায়
হৃদযন্ত্রের যত কথা
[গতকালের পর]
৯। হার্ট অ্যাটাক কাকে বলে?
উত্তর : হৃৎপিণ্ডের করোনারি ধমনি কোনো কারণে বন্ধ হয়ে গেলে হৃৎপেশির রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে যে রোগ সৃষ্টি হয় তাকে হার্ট অ্যাটাক বলে।
১০। LDL কী?
উত্তর : LDL হলো—Low Density Lipoprotein এর সংক্ষিপ্ত রূপ।
১১। Rh ফ্যাক্টর কী?
উত্তর : Rh ফ্যাক্টর হলো রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকায় অবস্থিত এক ধরনের অ্যাগ্লুটিনোজেন।
১২। থ্যালাসেমিয়া কী?
উত্তর : থ্যালাসেমিয়া এক প্রকার বংশগত রোগ, যে রোগে আক্রান্ত ব্যক্তিদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্তশূন্যতার সৃষ্টি হয়।
১৩। পারপুরা কী?
উত্তর : পারপুরা হলো রক্তের এমন একটি অস্বাভাবিক অবস্থা, যে অবস্থায় অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়।
১৪। পরিসাইথিমিয়া কী?
উত্তর : লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে তাকে পরিসাইথিমিয়া বলে।
১৫। কোলেস্টেরল কী?
উত্তর : কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েড এর প্রকৃষ্ট উদাহরণ।
১৬। ডায়াস্টোল কী?
উত্তর : হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল বলে।
১৭। কৈশিক জালিকা কী?
উত্তর : ধমনি ও শিরার সংযোগস্থলে অবস্থিত এক স্তরবিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালি জালকের আকারে বিন্যস্ত থাকে সেগুলোই কৈশিক জালিকা।
মন্তব্য