ব হু নি র্বা চ নী প্র শ্ন
চতুর্থ অধ্যায়
যৌথ মূলধনী কম্পানির মূলধন
[পূর্ব প্রকাশের পর]
২৬। বিলীকৃত মূলধনের যে অংশের অর্থ পরিশোধের জন্য শেয়ার মালিকদের নির্দেশ দেওয়া হয়, তাকে কী বলে?
ক) তলবকৃত মূলধন খ) আদায়কৃত মূলধন
গ) ইস্যুকৃত মূলধন ঘ) সংরক্ষিত মূলধন
২৭। সরকারি কম্পানিতে মালিকানার কমপক্ষে কত ভাগ সরকারের কাছে থাকে?
ক) ৪৫ ভাগ
খ) ৫১ ভাগ
গ) ৬৫ ভাগ
ঘ) ৭৫ ভাগ
২৮। ঋণপত্র কম্পানির কোন ধরনের দায়?
ক) চলতি দায়
খ) স্বল্পমেয়াদি দায়
গ) বহিঃদায়
ঘ) অন্তঃদায়
২৯। কাদের রাইট শেয়ার ইস্যু করা হয়?
ক) সাধারণ শেয়ার মালিকদের নিকট
খ) শেয়ার মালিক বাদে অন্যান্য জনগণের নিকট
গ) কম্পানির পরিচালকদের নিকট
ঘ) ঋণপত্রধারীদের নিকট
৩০। কোথায় সর্বপ্রথম যৌথ মূলধনী কম্পানির উদ্ভব হয়?
ক) জাপানে
খ) ইংল্যান্ডে
গ) আমেরিকায়
ঘ) রাশিয়ায়
৩১। আবির কম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ হলো ১০০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার। ইস্যুকৃত মূলধনের পরিমাণ ৮০% এবং বিলীকৃত মূলধনের পরিমাণ ৭০%। আবির কম্পানির বিলীকৃত মূলধনের পরিমাণ কত টাকা?
ক) ৫,৬০,০০০
খ) ৭,০০,০০০
গ) ৮,০০,০০০
ঘ) ১০,০০,০০০
৩২। জনাব মারুফ ১০০ টাকা মূল্যের প্রতিটি শেয়ার ১২০ টাকা দরে ২৫০টি শেয়ার ক্রয় করেন। তাঁর দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ?
ক) ৫,০০০ টাকা
খ) ২৫,০০০ টাকা
গ) ৩০,০০০ টাকা ঘ) ৫৫,০০০ টাকা
৩৩। শেয়ার ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ বাট্টার হার কত?
ক) ১০% খ) ১৫% গ) ২০% ঘ) ২৫%
৩৪। রাইট বা অধিকার ইস্যু কাদের মধ্যে বণ্টন করা হয়?
ক) পুরনো শেয়ারহোল্ডারদের মধ্যে
খ) নতুন শেয়ারহোল্ডারদের মধ্যে
গ) পরিচালকদের মধ্যে
ঘ) কর্মচারীদের মধ্যে
৩৫। শেয়ার বলতে কী বোঝায়?
ক) যৌথ মূলধনী কম্পানির মালিক
খ) যৌথ মূলধনী কম্পানির মোট মূলধন
গ) যৌথ মূলধনী কম্পানির মূলধনের একক
ঘ) যৌথ মূলধনী কম্পানিতে শেয়ার মালিকদের মোট দাবি
৩৬। যে পরিমাণ মূলধনের ঘোষণা দিয়ে একটি কম্পানি নিবন্ধিত হয় তাকে কী বলে?
ক) ইস্যুকৃত মূলধন খ) বিলীকৃত মূলধন
গ) অনুমোদিত মূলধন ঘ) যৌথ মূলধন
৩৭। শেয়ার অবহার নিচের কোন দফাটির আওতাভুক্ত?
ক) মালিকানাস্বত্ব
খ) ব্যয়
গ) সম্পদ
ঘ) আয়
৩৮। লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়?
ক) অগ্রাধিকার শেয়ার খ) রাইট শেয়ার
গ) প্রাথমিক শেয়ার ঘ) বোনাস শেয়ার
৩৯। কম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কী বলে?
ক) IPO
খ) MPO
গ) RPO
ঘ) SEC
৪০। যারা কম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদের বলে—
ক) নিবন্ধক খ) দালাল
গ) কমিশন এজেন্ট ঘ) অবলেখক
৪১। প্রতিটি শেয়ারের অধিকারী কম্পানির কী?
ক) পরিচালক
খ) ব্যবস্থাপক
গ) মালিক
ঘ) কর্মকর্তা
৪২। কম্পানির সমস্ত শেয়ারের মূল্যকে কী বলা হয়?
ক) প্রারম্ভিক মূলধন খ) শেয়ার মূলধন
গ) কার্যকর মূলধন ঘ) সমাপনী মূলধন
৪৩। কম্পানি আইনের কত ধারায় বলা হয়েছে, ‘শেয়ার বলতে কম্পানি মূলধনের কোনো অংশকে বুঝাবে?’
ক) ১৯৯৪ সালের
২(১ ধারা)
খ) ১৯৯৪ সালের
১ (২ ধারা)
গ) ১৯৯৪ সালের
১(৩ ধারা)
ঘ) ১৯৯৪ সালের
২ (২ ধারা)
৪৪। যৌথ মূলধনী কারবারের শেয়ারকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
৪৫। কারা কম্পানির প্রকৃত মালিক?
ক) সাধারণ শেয়ার মালিকরা
খ) অগ্রাধিকার শেয়ার মালিকরা
গ) বিলম্বিত দাবি শেয়ার মালিকরা
ঘ) স্থায়ী মালিকরা
৪৬। সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশের পরিমাণ কেমন?
ক) নির্দিষ্ট খ) অনির্দিষ্ট গ) লিখিত ঘ) নিশ্চিত
৪৭। সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশপ্রাপ্তির পূর্বে কারা লভ্যাংশ পেয়ে থাকে?
ক) বন্ড মালিকরা
খ) স্টক মালিকরা
গ) ডিবেঞ্চার মালিকরা ঘ) অগ্রাধিকার শেয়ার মালিকরা
৪৮। প্রকৃতি ও সুযোগ-সুবিধার ভিত্তিতে শেয়ারকে প্রধানত কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
৪৯। যে শেয়ার মালিকরা সাধারণত লভ্যাংশপ্রাপ্তির ক্ষেত্রে এবং অবসায়নের ক্ষেত্রে অগ্রাধিকার ভোগ করে থাকে তাকে কী বলে?
ক) সাধারণ শেয়ার খ) অগ্রাধিকার শেয়ার
গ) বোনাস শেয়ার ঘ) অধিকার শেয়ার
৫০। নগদ অর্থের অভাব কিংবা বিশেষ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মুনাফা নগদ লভ্যাংশরূপে বিলি না করে যে শেয়ার ইস্যু করা হয় তাকে কী বলে?
ক) সাধারণ শেয়ার খ) অগ্রাধিকার শেয়ার
গ) বোনাস শেয়ার ঘ) অধিকার শেয়ার
৫১। অগ্রাধিকার শেয়ার সাধারণত কয়ভাগে ভাগ করা যায় হয়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৮ ভাগে
৫২। সঞ্চয়ের ভিত্তিতে অগ্রাধিকার শেয়ারকে ভাগ করা যেতে পারে—
ক) ১ ভাবে খ) ২ ভাবে গ) ৩ ভাবে ঘ) ৪ ভাবে
৫৩। যে শেয়ার মালিকানায় কম্পানির লাভ বা লোকসান যাই হোক, শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে তাকে কী বলে?
ক) সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার
খ) অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার
গ) পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার
ঘ) অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার
৫৪। পরিশোধের ভিত্তিতে অগ্রাধিকার শেয়ারকে কত ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
৫৫। যে অগ্রাধিকার শেয়ারের মূল্য একটি নির্দিষ্ট সময় পর ফেরত দেওয়া হয়, তাকে কী বলে?
ক) সাধারণ অগ্রাধিকার শেয়ার
খ) অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার
গ) পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার
ঘ) সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার
৫৬। অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ারের মূল্য ফেরত দেওয়া হয়—
ক) একটি নির্দিষ্ট সময় পর খ) ৫ বছর পর
গ) বিলোপসাধনের পূর্বে ঘ) বিলোপসাধনের পরে
৫৭। মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে অগ্রাধিকার শেয়ারকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ১ ভাগে
খ) ২ ভাগে
গ) ৩ ভাগে
ঘ) ৪ ভাগে
৫৮। বিলম্বিত দাবিযুক্ত শেয়ার সাধারণত কাদের মধ্যে বিলি করা হয়?
ক) উদ্যোক্তাদের মধ্যে
খ) পরিচালকদের মধ্যে
গ) ব্যবস্থাপকদের মধ্যে
ঘ) কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে
৫৯। যে শেয়ারের মালিকগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার পরও বাকি মুনাফাতে অংশ পাওয়ার অধিকারী হয় তাকে কী বলে?
ক) পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার
খ) সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার
গ) রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার
ঘ) অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার
৬০। কোন শ্রেণির শেয়ার মালিকদের পুঁজি বিনিয়োগ ঝুঁকি বেশি?
ক) সাধারণ অগ্রাধিকার শেয়ার
খ) বোনাস শেয়ার
গ) সাধারণ শেয়ার ঘ) অধিকার শেয়ার
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. খ ৩১. খ ৩২. খ ৩৩. ক ৩৪. ক ৩৫. গ ৩৬. গ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. ক ৪০. ঘ ৪১. গ ৪২. খ ৪৩. ক ৪৪. গ ৪৫. ক ৪৬. খ ৪৭. ঘ ৪৮. ক ৪৯. খ ৫০. গ ৫১. ক ৫২. খ ৫৩. ক ৫৪. ক ৫৫. গ ৫৬. ঘ ৫৭. খ ৫৮. ক ৫৯. ঘ ৬০. গ।
মন্তব্য