জ্ঞা ন মূ ল ক প্র শ্ন
দ্বিতীয় অধ্যায়
জীবনের জন্য পানি
[গতকালের পর]
১৫। বৈশ্বিক উষ্ণতা কী?
উত্তর : বৈশ্বিক উষ্ণতা হলো পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়া।
১৬। আর্সেনিক কী?
উত্তর : আর্সেনিক হলো একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ, যার দ্বারা পানি দূষিত হলে আর্সেনিকোসিস, ত্বক ও ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর রোগ ইত্যাদি হয়।
১৭। মিঠা পানি কী?
উত্তর : নদ-নদী, খাল-বিল, পুকুর, হ্রদ ও ভূ-গর্ভস্থ পানিকে বলা হয় মিঠা পানি।
১৮। উভধর্মী পদার্থ কাকে বলে?
উত্তর : যে পদার্থ কখনো এসিড, কখনো ক্ষার হিসেবে কাজ করে তাকে উভধর্মী পদার্থ বলে।
১৯। বিশুদ্ধ পানির pH কত?
উত্তর : বিশুদ্ধ পানির pH এর মান ৭।
২০। গ্রাফাইট কী?
উত্তর : গ্রাফাইট হলো কার্বনের একটি রূপ।
তৃতীয় অধ্যায়
হৃদযন্ত্রের যত কথা
১। হিমোগ্লোবিন কী?
উত্তর : রক্তের লোহিত কণিকায় বিদ্যমান লৌহঘটিত প্রোটিন জাতীয় পদার্থই হলো হিমোগ্লোবিন।
২। সিরাম কী?
উত্তর : সিরাম হলো রক্ত জমাট বাঁধার পর রক্তের জমাট অংশ থেকে নিঃসৃত হালকা হলুদ বর্ণের এক ধরনের স্বচ্ছ রস।
৩। রক্ত কাকে বলে?
উত্তর : প্রাণিদেহে এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ও ক্ষারধর্মী তরল যোজক কলাকে রক্ত বলে।
৪। রক্তচাপ কাকে বলে?
উত্তর : হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনির মধ্য দিয়ে প্রবাহকালে ধমনির প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয়, তাকে রক্তচাপ বলে।
৫। রক্তকণিকা কাকে বলে?
উত্তর : রক্ত রসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্তকণিকা বলে।
৬। প্লাজমা কী?
উত্তর : প্লাজমা হলো প্রায় ৯০% পানি ও ১০% বিভিন্ন রকমের জৈব ও অজৈব পদার্থসমৃদ্ধ রক্তের তরল অংশ।
৭। আর্টারি বা ধমনি কাকে বলে?
উত্তর : যে রক্তনালির মাধ্যমে অক্সিজেনসমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে আর্টারি বা ধমনি বলে।
৮। শিরা কাকে বলে?
উত্তর : যেসব রক্তনালির মাধ্যমে সাধারণত কার্বন ডাই-অক্সাইডসমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসে তাদের শিরা বলে।
মন্তব্য