ব হু নি র্বা চ নী প্র শ্ন
নমুনা প্রশ্ন
১। যৌগিক স্বরধ্বনির চিহ্ন কোনটি?
ক) অ খ) আ গ) ঐ ঘ) ঋ
২। ‘সূক্ষ্ম’ শব্দে সংযুক্ত বর্ণগুলো কী?
ক) ক্্ + ষ্্ + ম খ) ক্্ + ষ্্ + ণ গ) ক্ + ষ্ + ন ঘ) ষ্ + ক্্ + ণ
৩। অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় এবং তা রেফ (র্ ) রূপে পরবর্তী বর্ণের সঙ্গে লেখা হয়? এর উদাহরণ কোনটি?
ক) শীতার্ত খ) দেবর্ষি গ) ভয়ার্ত ঘ) গঙ্গোর্মি
৪। কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়—এর উদাহরণ কোনটি?
ক) পুরুষ লোক—মেয়েলোক খ) গয়লা—গয়লা বউ গ) দুলহা—দুলহিন ঘ) কবি—মহিলা কবি
৫। দ্বিরুক্ত শব্দ-জোড়ার দ্বিতীয় শব্দটির আংশিক পরবর্তন হয়েছে কোনটিতে?
ক) ধন-দৌলত
খ) লেন-দেন
গ) গল্প-সল্প
ঘ) খোঁজ-খবর
৬। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৭। যে ধরনের শব্দে ‘রা’ যুক্ত হয়, সে ধরনের শেষে কোনো কোনো সময় কী যুক্ত হয়?
ক) গুলো খ) টা গ) বৃন্দ ঘ) এরা
৮। নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা কী হয়?
ক) নির্দিষ্ট খ) অনির্দিষ্ট গ) সুনির্দিষ্ট ঘ) নিরর্থক
৯। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে কী বলে?
ক) দ্বন্দ্ব সমাস
খ) দ্বিগু সমাস গ) কর্মধারয় সমাস ঘ) বহুব্রীহি সমাস
১০। আধা বা প্রায় অর্থে ‘আড়’ উপসর্গের উদাহরণ কোনটি?
ক) আড়কোলা খ) আড়কাঠি
গ) আড়গড়া
ঘ) আড়মোড়া
১১। বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর, দে, পা, খা, ছাড়্ ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয়, তাকে কী বলে?
ক) কর্মবাচ্যের ধাতু খ) সংযোগমূলক ধাতু গ) প্রযোজক ধাতু ঘ) নাম ধাতু
১২। কোন চিহ্নটি ব্যবহার করলে ‘প্রকৃতি’ শব্দটি লেখার প্রয়োজন হয় না?
ক) > খ) < গ) ( ঘ) =
১৩। বৃত্তি বা ব্যবসায় অর্থে ‘ই’ প্রত্যয়ের উদাহরণ কোনটি?
ক) বাহাদুরি খ) দোকানি গ) ব্যাপারি ঘ) রেশমি
১৪। যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি?
ক) রাজপুত খ) প্রবীণ গ) চিকামারা ঘ) মধুর
১৫। ক্রমবাচক নাম বিশেষণের উদাহরণ কোনটি?
ক) হাজার লোক খ) প্রথমা কন্যা গ) সিকিপথ
ঘ) বিঘাটেক জমি
১৬। ধাত্বর্থক কর্পপদের উদাহরণ কোনটি?
ক) ছেলেটা কানে শোনে না খ) আমি রাতে ভাত খাব না গ) আর কত খেলা খেলবে ঘ) সাপুড়ে সাপ খেলায়
১৭। নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগের উদাহরণ কোনটি?
ক) চার আর তিনে সাত হয় খ) এখন তবে আসি
গ) তিনি গতকাল হাটে যাননি
ঘ) চিন্তা কোরো না, কালই আসছি
১৮। অনন্তরতা বা পর্যায় বোঝাতে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ কোনটি?
ক) ঢাকা গিয়ে বাড়ি যাব খ) হাত-মুখ ধুয়ে পড়তে বস
গ) বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয় ঘ) কাটিতে কাটিতে ধান এলো বরষা
১৯। তুচ্ছার্থক/ঘনিষ্ঠার্থক সর্বনামের বিভক্তির রূপ কোনটি?
ক) শূন্য খ) উক গ) ও ঘ) অ
২০। ‘মুচড়া’—এর আদিগণ কোনটি?
ক) উপচা খ) দুমড়া গ) উলটা ঘ) মুচড়া
২১। ‘প্রভুর সেবা’ কথাটি কারকের কোন সম্বন্ধ প্রকাশ করছে?
ক) কর্তৃ সম্বন্ধ
খ) কর্ম সম্বন্ধ গ) করণ সম্বন্ধ ঘ) অধিকার সম্বন্ধ
২২। স্বল্প বিরতি অর্থে অনুসর্গের উদাহরণ কোনটি?
ক) সন্ধ্যা অবধি অপেক্ষা করব
খ) এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না
গ) শরতের পরে আসে বসন্ত ঘ) নিমেষ মাঝেই সব শেষ
২৩। ভাষার বিচার বাক্যের কয়টি গুণ থাকা চাই?
ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
২৪। মৃতের মতো অবস্থা যার— এককথায় কী হবে?
ক) মুমুর্ষ খ) মুমুর্ষু গ) মূমুর্ষু ঘ) মুমূর্ষু
২৫। ‘দায়িত্ব গ্রহণ’ অর্থে ‘মাথা’ শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ কোনটি?
ক) মাথা দেওয়া খ) মাথা ব্যথা গ) মাথা ধরা ঘ) মাথা পিছু
২৬। ‘আকাশে তোলা’ বাগধারাটির অর্থ কী?
ক) দীর্ঘসূত্রতা খ) ভীষণ বিপদে পড়া গ) অতিরিক্ত প্রশংসা করা ঘ) সীমার বাইরে পদক্ষেপ
২৭। ‘অম্বু’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক) আকাশ খ) চোখ গ) তীর ঘ) পানি
২৮। ‘গৃহী’ শব্দটির সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক) সন্নাসী খ) সন্ন্যাসী গ) সন্যাসী
ঘ) সন্যাস
২৯। কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়—এর উদাহরণ কোনটি?
ক) কোথা থেকে আসা হচ্ছে? খ) আমার খাওয়া হলো না
গ) রবীন্দ্রনাথ কর্তৃক ‘গীতাঞ্জলি’ লিখিত হয়েছে ঘ) এ রাস্তা আমার চেনা নেই
৩০। কোনো বর্ণবিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য কোন লোপ চিহ্নটি দেওয়া হয়?
ক) সেমিকোলন খ) বিস্ময় চিহ্ন গ) ইলেক ঘ) কমা
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. গ ২১. খ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. ঘ ২৮. খ ২৯. ক ৩০. গ।
মন্তব্য