জ্ঞানমূলক প্রশ্ন
১। গলনাঙ্ক কাকে বলে?
উত্তর : যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে।
২। স্ফুটনাঙ্ক কী?
উত্তর : নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় তাই স্ফুটনাঙ্ক বলে।
৩। সর্বজনীন দ্রাবক কাকে বলে?
উত্তর : যেসব দ্রাবক বেশির ভাগ অজৈব যৌগ ও অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে তাদের সর্বজনীন দ্রাবক বলে।
৪। লোনা পানি কাকে বলে? (Marine water)
উত্তর : সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে বলে সমুদ্রের পানিকে লোনা পানি বলে।
৫। পানির পুনঃ আবর্তন কাকে বলে?
উত্তর : প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে পানি পুনরায় ব্যবহার উপযোগী হওয়ার প্রক্রিয়াকে পানির পুনঃ আবর্তন বলে।
৬। পরিস্রাবণ কী?
উত্তর : তরল বা কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে পরিস্রাবণ বলে।
৭। মরা নদী কাকে বলে?
উত্তর : যেসব নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের স্বল্পতার কারণে বসবাসকারী মাছসহ সব প্রাণী মারা যায় এবং এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকে সেসব নদীকে মরা নদী বলে।
৮। ETP কী?
উত্তর : ETP বা Effluent Treatment Plant বর্জ্য পরিশোধনের বিশেষ ব্যবস্থা, যা বিভিন্ন শিল্প-কারখানায় স্থাপন করা বাধ্যতামূলক।
৯। হিউমাস কী?
উত্তর : মাটিতে বিদ্যমান জৈব পদার্থই হলো হিউমাস।
১০। pH কী?
উত্তর : pH হলো এমন একটি রাশি, যার দ্বারা বোঝা যায় পানি বা জলীয় দ্রবণ অ্যাসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ।
১১। ব্লিচিং পাউডারের সংকেত কী?
উত্তর : ব্লিচিং পাউডারের সংকেত Ca(OCl)Cl
১২। ক্লোরিনেশন কী?
উত্তর : ক্লোরিনেশন হলো পানিকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ করার একটি কৌশল।
১৩। মরা হ্রদ কী?
উত্তর : যেসব হ্রদ প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে প্রাণীশূন্য, সেসব হ্রদই মরা হ্রদ।
১৪। সর্বজনীন দ্রাবক কাকে বলে?
উত্তর : যেসব পদার্থ বেশির ভাগ অজৈব যৌগ ও অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে তাদের সর্বজনীন দ্রাবক বলে।
মন্তব্য