ব হু নি র্বা চ নী প্র শ্ন
তৃতীয় অধ্যায়
(ষষ্ঠ-একাদশ পরিচ্ছেদ)
১। ‘সমাস’ শব্দের অর্থ কী?
ক) মিলন, সংক্ষেপ ও বিপরীতকরণ
খ) সংক্ষেপ, মিল ও নির্দিষ্টকরণ
গ) সংক্ষেপ, মিলন ও একপদীকরণ
ঘ) সংক্ষেপ, একপদীকরণ ও পদের ধারণা
২। অর্থসংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কী?
ক) সমাস খ) কারক
গ) বাচ্য ঘ) বচন
৩। সমাসের রীতি কোন ভাষা হতে আগত?
ক) আরবি
খ) ফারসি
গ) সংস্কৃত
ঘ) ইংরেজি
৪। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক) বৌ-ভাত
খ) তুষার শুভ্র
গ) মহানবী
ঘ) কুসুম কোমল
৫। ‘জমা-খরচ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) জমার খরচ খ) জমাকে খরচ
গ) জমা হতে খরচ ঘ) জমা ও খরচ
৬। ‘চিরসুখী’র ব্যাসবাক্য কোনটি?
ক) চিরসুখী যে খ) চিরদিনের সুখী
গ) চিরকাল ব্যাপিয়া সুখী ঘ) চিরকালের সুখ
৭। কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস?
ক) দুধে-ভাতে খ) খাতা-পত্র
গ) ভাই-বোন ঘ) জমা-খরচ
৮। ‘নীল যে পদ্ম=নীলপদ্ম’ কোন সমাস?
ক) দ্বিগু সমাস খ) প্রাদি সমাস
গ) বহুব্রীহি সমাস ঘ) কর্মধারয় সমাস
৯। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?
ক) পূর্ব পদ খ) দক্ষিণ পদ
গ) উত্তর পদ ঘ) প্রধান পদ
১০। ব্যাসবাক্যের অপর নাম কী?
ক) বিগ্রহবাক্য খ) যৌগিক বাক্য
গ) সরল বাক্য ঘ) জটিল বাক্য
১১। উপসর্গের কাজ কী?
ক) বর্ণ সংস্করণ খ) যতি সংস্থাপন
গ) নতুন শব্দ গঠন ঘ) ভাবের পার্থক্য নিরূপণ
১২। উপসর্গ কী?
ক) ভাষায় ব্যবহৃত সর্বনাম
খ) ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ
গ) ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ঘ) ভাষায় ব্যবহৃত বিশেষণ
১৩। বাংলা উপসর্গের সংখ্যা কয়টি?
ক) ২০টি খ) ২১টি
গ) ২২টি ঘ) ২৫টি
১৪। বাংলা উপসর্গের মধ্যে কোন চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়?
ক) অ, অঘা, অজ, অনা খ) আ, সু, বি, নি
গ) আ, উপ, অপ, অভি ঘ) ইতি, কদ, কু, নি
১৫। ‘নিম্’ কোন ভাষার উপসর্গ?
ক) আরবি খ) হিন্দি
গ) ফারসি ঘ) উর্দু
১৬। যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোকে বলা হয়—
ক) মৌলিক ধাতু খ) যৌগিক ধাতু
গ) সাধিত ধাতু
ঘ) সংযোগমূলক ধাতু
১৭। পড়,্ চল্—এ দুটি কোন ধাতু?
ক) খাঁটি বাংলা খ) স্বয়ংসিদ্ধ
গ) সংস্কৃত মূল ঘ) সাধিত ধাতু
১৮। ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?
ক) যতি খ) ধাতু
গ) উক্তি ঘ) প্রকৃতি
১৯। কোন ধাতুটির উৎস আমাদের কাছে অজ্ঞাত রয়েছে?
ক) হৃ খ) টান
গ) হের ঘ) কহ্
২০। মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে?
ক) সাধিত ধাতু
খ) সংযোগমূলক ধাতু
গ) নাম ধাতু
ঘ) প্রযোজক ধাতু
২১। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
ক) ভাষা সংক্ষেপণ খ) শব্দের মিলন
গ) নতুন শব্দ গঠন ঘ) বাক্যে অলংকরণ
২২। ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক) স্ত্রী প্রত্যয় খ) কৃৎ প্রত্যয়
গ) সংস্কৃত প্রত্যয় ঘ) তদ্ধিত প্রত্যয়
২৩। কৃৎ প্রত্যয় সাধিত পদকে কী বলে?
ক) ক্রিয়াপদ খ) প্রকৃতি
গ) ক্রিয়া প্রকৃতি ঘ) কৃদন্ত পদ
২৪। বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ কোনটি?
ক) জমিদার খ) নিমাই
গ) চাষ ঘ) কাঁদন
২৫। কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে?
ক) নিমাই খ) কেষ্টা
গ) মুটে ঘ) কানাই
২৬। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক) নিমাই খ) চালক
গ) কান্না ঘ) পড়ুয়া
২৭। কোনটি উপজীবিকা অর্থে ‘ইয়া’ প্রত্যয়যোগে গঠিত শব্দ?
ক) জেলে খ) মেছো
গ) টেকো ঘ) গেছো
২৮। নিচের কোন তদ্ধিতান্ত পদটি ‘ইমন’ প্রত্যয়যোগে গঠিত?
ক) মেঘলা খ) গুনিন
গ) নীলিমা
ঘ) কুলীন
২৯। ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) মহি + মা খ) মহা + ইমা
গ) মহা + ইমন ঘ) মহৎ + ইমন
৩০। অর্থগতভাবে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
৩১। মৌলিক শব্দ কোনটি?
ক) গায়ক
খ) গোলাপি
গ) গোলাপ
ঘ) হরিণ
৩২। মিষ্টান্ন অর্থে ‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ?
ক) যৌগিক খ) রূঢ়ি
গ) দেশি ঘ) যোগরূঢ়
৩৩। যোগরূঢ় শব্দ কোনটি?
ক) বাঁশি খ) পাঞ্জাবি
গ) রাজপুত ঘ) বাবুয়ানা
৩৪। যে শব্দ প্রত্যয় বা মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য অর্থ জ্ঞাপন করে তাদের কী বলে?
ক) মৌলিক শব্দ খ) যোগরূঢ় শব্দ
গ) রূঢ়ি শব্দ ঘ) যৌগিক শব্দ
৩৫। ‘জলধি’ এ যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে?
ক) জলাশয়
খ) জল রাখার পাত্র
গ) সমুদ্র
ঘ) কলসি
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. গ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. ঘ ২৪. ঘ ২৫. খ ২৬. ক ২৭. ক ২৮. গ ২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. গ ৩৪. গ ৩৫. গ।
মন্তব্য