kalerkantho

শনিবার । ১৪ ফাল্গুন ১৪২৭। ২৭ ফেব্রুয়ারি ২০২১। ১৪ রজব ১৪৪২

এসএসসি প্রস্তুতি ► বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আফরোজা বেগম, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল, খিলগাঁও, ঢাকা

২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেএসএসসি প্রস্তুতি ► বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মওলানা ভাসানী

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

দ্বিতীয় অধ্যায়

স্বাধীন বাংলাদেশ         

[পূর্ব প্রকাশের পর]

 

১৬।     বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ   আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয়?

            ক) ২ মার্চ, ১৯৭১

            খ) ৭ মার্চ, ১৯৭১

            গ) ১০ এপ্রিল, ১৯৭১

            ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১

১৭।      কে ভারতে অবস্থান করে বিভিন্ন দেশের প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থন দান ও পাশে দাঁড়ানোর আহ্বান জানান?   

            ক) মওলানা ভাসানী  

            খ) বিচারপতি আবু সাঈদ

            গ) মণি সিংহ          

            ঘ) তাজউদ্দীন আহমদ 

১৮।      স্বাধীন বাংলাদেশ সরকার শাসনক্ষমতা গ্রহণ করে কবে?

            ক) ১৭ এপ্রিল, ১৯৭১

            খ) ১৬ ডিসেম্বর, ১৯৭১

            গ) ২২ ডিসেম্বর, ১৯৭১

            ঘ) ১০ জানুয়ারি, ১৯৭২                      

১৯।      কোন রাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব করেছিল?     

            ক) ভারত 

            খ) সোভিয়েত ইউনিয়ন

            গ) চীন               

            ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র

২০। বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?

            ক) জাতিসংঘ         

            খ) ব্রিটিশ কমনওয়েলথ

            গ) ন্যাম           

            ঘ) ওআইসি                                       

২১।      শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধু সরকারের সাফল্য হলো—

            i. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণ

            ii. রাষ্ট্র কর্তৃক প্রাথমিক শিক্ষার দায়িত্ব গ্রহণ

            iii. বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতির রূপকল্প উপস্থাপন

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii             

            খ) i, iii   

            গ) ii, iii           

            ঘ) i, ii ও iii

২২।     বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনটি?

            ক) যুদ্ধ নয়, শান্তি চাই

            খ) সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে

            গ) সাম্য, শান্তি, শৃঙ্খলা

            ঘ) সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়          

২৩।     মেজর জিয়া কবে বিএনপি গঠন করে?

            ক) ১৯৭৭ সালের ১ আগস্ট

            খ) ১৯৭৭ সালের ১ সেপ্টেম্বর

            গ) ১৯৭৮ সালের ১ আগস্ট

            ঘ) ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর

২৪। বাংলাদেশে উপজেলা পদ্ধতি চালু করেন কে?

            ক) বঙ্গবন্ধু শেখ মুজিব     

            খ) জেনারেল এরশাদ

            গ) মেজর জিয়া            

            ঘ) আহসান উদ্দীন

২৫।     গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?

            ক) ১৯৭২ সালের ১১ জানুয়ারি

            খ) ১৯৭২ সালের ২৩ মার্চ

            গ) ১৯৭২ সালের ১০ এপ্রিল

            ঘ) ১৯৭২ সালের ১২ অক্টোবর

২৬।     কখন বিরোধী জোট ও দলগুলোর সচিবালয় ঘেরাও কর্মসূচি রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তোলে?

            ক) ১৯৯০ সালের ৮ অক্টোবর

            খ) ১৯৯০ সালের ৯ অক্টোবর

            গ) ১৯৯০ সালের ১০ অক্টোবর

            ঘ) ১৯৯০ সালের ১১ অক্টোবর

২৭।     ইনডেমনিটি অর্ডিন্যান্স সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বৈধতা লাভ করেছিল?

            ক) ৪র্থ খ) ৫ম    

            গ) ৭ম

            ঘ) ৮ম    

২৮।     জিয়াউর রহমান প্রথম কোন রাজনৈতিক দলটি গঠন করেছিলেন?

            ক) মুক্তিফ্রন্ট                    

            খ) জাগদল

            গ) গণতান্ত্রিক ঐক্যজোট       

            ঘ) বিএনপি

২৯। ১৯৭২ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার কত ছিল?

            ক) ৭০%          খ) ৭৬%  

            গ) ৭৮%           ঘ) ৮৬%

৩০। সরকার কত সালে জাতীয় শিশুনীতি প্রণয়ন করে?

            ক) ২০০২         খ) ২০০৬  

            গ) ২০১০          ঘ) ২০১১

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০. ঘ।

মন্তব্যসাতদিনের সেরা