ব হু নি র্বা চ নী প্র শ্ন
দ্বিতীয় অধ্যায়
স্বাধীন বাংলাদেশ
১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে—
i. চরমপত্র
ii. জল্লাদের হাসি
iii. জল্লাদের দরবার
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
২। বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীসমূহ
সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল ঘোষিত হয়েছে?
ক) ৫ম, ৬ষ্ঠ, ৭ম
খ) ৪র্থ, ৯ম, ১০ম
গ) ৫ম, ৭ম, ১৩শ
ঘ) ৬ষ্ঠ, ৭ম, ১৩শ
৩। জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয় কবে?
ক) ৪ ডিসেম্বর, ১৯৯১
খ) ৬ ডিসেম্বর, ১৯৯২
গ) ১৩ মার্চ, ১৯৯৬
ঘ) ২৬ মার্চ, ১৯৯৬
৪। গত চার দশকে বাংলাদেশে শিশুমৃত্যুর হার প্রতি এক হাজারে কমে কতজনে দাঁড়িয়েছে?
ক) ৪৮ জন খ) ৮৫ জন
গ) ১৪৮ জন ঘ) ১৮৫ জন
৫। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মূল বিষয় কী ছিল?
ক) স্বাধীনতার ঘোষণা
খ) সম্মুখযুদ্ধের নির্দেশ
গ) মুক্তি আন্দোলনের দিকনির্দেশ
ঘ) মুক্তিযুদ্ধের প্রচারণা
৬। কত সালে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন?
ক) ১৯৮৫ খ) ১৯৮৬
গ) ১৯৮৭ ঘ) ১৯৮৯
৭। বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে
নিচের কোন কারণে?
i. সৃজনশীল পদ্ধতির মূল্যায়ন ব্যবস্থার ফলে
ii. নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের ফলে
iii. শিক্ষক প্রশিক্ষণের ফলে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৮। জেনারেল এরশাদ কাকে সরিয়ে নিজেকে রাষ্ট্রপতি পদে আসীন করেন?
ক) বিচারপতি আহসান উদ্দিন
খ) বিচারপতি আবদুস সাত্তার
গ) বিচারপতি হাবিবুর রহমান
ঘ) বিচারপতি আহসান আলম
৯। মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে?
ক) জিয়াউর রহমান
খ) খন্দকার মোশতাক
গ) তাজউদ্দীন আহমদ
ঘ) শেখ মুজিবুর রহমান
১০। জাতীয় গণহত্যা দিবস কবে?
ক) ২১ ফেব্রুয়ারি খ) ২৫ মার্চ
গ) ২৬ এপ্রিল ঘ) ১৪ ডিসেম্বর
১১। বাংলাদেশে পুনরায় গণতান্ত্রিক ধারা চালু হয় ১৯৯১ সালের—
ক) ৩ ডিসেম্বর
খ) ৬ ডিসেম্বর
গ) ২৭ ফেব্রুয়ারি ঘ) ৩০ মার্চ
১২। ২০১০ সালের শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত হয়েছে—
i. সৃজনশীল ব্যবস্থা
ii. শিক্ষাক্ষেত্রে তথ্য-প্রযুক্তির ব্যবহার
iii. বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১৩। বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল—
i. দেশকে নেতৃত্বশূন্য করা
ii. দেশকে পরাধীন করা
iii. পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১৪। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকায় হরতাল পালিত হওয়ার মূল কারণ কী ছিল?
ক) অধিবেশন আহ্বান
খ) অধিবেশন স্থগিত
গ) নির্বাচনে কারচুপি
ঘ) ক্ষমতা হস্তান্তরে বিলম্ব
১৫। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সব স্থানে প্রচারিত হয়েছিল?
ক) পুলিশ বাহিনী
খ) সেনাবাহিনী
গ) ইপিআর
ঘ) বিডিয়ার
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. গ।
মন্তব্য