কবিতা
ঝর্ণার গান
সত্যেন্দ্রনাথ দত্ত
[পূর্ব প্রকাশের পর]
২৪। ‘বিজন’ শব্দের অর্থ—
i. নির্জন
ii. জনশূন্য
iii. আপনজন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i ও ii
২৫। কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর কবিতায় যে শব্দের ব্যবহার করেছেন—
i. হিন্দি
ii. আরবি
iii. ফারসি
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) iii
গ) i ও ii ঘ) ii ও iii
২৬। ‘ঝর্ণার গান’ কবিতায় যে শব্দগুলো পাওয়া যায়—
i. পরীর গান, সব প্রাণ
ii. দোদুল মন, ঘুমায় বন
iii. ঝিলিক, দিগ্বিদিক
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৭। ‘ঝর্ণার গান’ কবিতা অনুযায়ী চকোর যা চায়—
i. সূর্যের আলো
ii. চাঁদের আলো
iii. লাইটের আলো
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৮। পাহাড়ের উচ্চ শিখরে জন্ম—
i. বৃক্ষের
ii. ঝর্ণার
iii. জলজ গুল্মের
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও ii ঘ) ii ও iii
২৯। ঝাঁপিয়ে যাই, লাফিয়ে ধাই এখানে যার যাওয়ার প্রতি ইঙ্গিত পাওয়া যায়—
i. পাখির
ii. ঝর্ণার
iii. বন্য পশুর
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i ও ii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ২৪. ঘ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. খ ২৯. খ।
মন্তব্য