প্রথম অধ্যায়
অব্যবসায়ী প্রতিষ্ঠানের
হিসাব
[পূর্ব প্রকাশের পর]
৯। ৯ মাসের অফিস ভাড়া প্রদত্ত হয়েছে ২৯,২৫০ টাকা। এক বৎসরে বকেয়া ভাড়ার পরিমাণ কত?
ক) ৮,৪৫০ টাকা
খ) ৯,৫৫০ টাকা
গ) ৯,৭৫০ টাকা
ঘ) ১০,২৫০ টাকা
১০। অব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ অবস্থা জানা যায় কোন হিসাবের মাধ্যমে?
ক) আয়-ব্যয় হিসাব
খ) প্রাপ্তি-প্রদান হিসাব
গ) মূলধন হিসাব
ঘ) উদ্বর্তপত্র
১১। পরবর্তী বছরের চাঁদা চলতি বছর পাওয়া গেলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে কী হিসাবে বিবেচিত হয়?
ক) আয় খ) ব্যয়
গ) সম্পদ ঘ) দায়
১২। চলতি বছরের প্রাপ্ত চাঁদা ২০,০০০ টাকা, যার মধ্যে বিগত বছরের ২,০০০ টাকা এবং পরবর্তী বছরের ৩,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। এ ছাড়া চলতি বছরের চাঁদা ৪,০০০ টাকা বকেয়া আছে। চলতি বছরের আয়-ব্যয় হিসাবে চাঁদা আয় কত টাকা দেখান হবে?
ক) ২১,০০০ টাকা খ) ১৯,০০০ টাকা
গ) ১৮,০০০ টাকা ঘ) ১১,০০০ টাকা
১৩। আজীবন সদস্য চাঁদা—
ক) মুনাফাজাতীয় আয়
খ) মূলধনজাতীয় আয়
গ) সম্পদ
ঘ) মুনাফাজাতীয় ব্যয়
১৪। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস নিচের কোনটি?
ক) ম্যাগাজিন বিক্রয় খ) অনুদান
গ) সদস্যদের চাঁদা ঘ) প্রবেশ ফি
১৫। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল নির্ণয় করতে নিচের কোন দফাটি বিয়োগ করতে হবে?
ক) বিগত বছর অগ্রিম প্রদত্ত বেতন ৩,৬০০ টাকা
খ) বিগত বছর সদস্যদের অপরিশোধিত চাঁদার পরিমাণ ৩,৬০০ টাকা
গ) বিগত বছর প্রদত্ত তিন মাসের অগ্রিম বীমার পরিমাণ ৩,৬০০ টাকা
ঘ) বিগত বছরের মনিহারি বাবদ অপরিশোধিত ৩,৬০০ টাকা
১৬। প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্রেডিট পার্শ্বে ৫% ঋণের ছয় মাসের সুদের পরিমাণ ৩,৯০০ টাকা। ঋণের পরিমাণ কত?
ক) ১,৫৬,০০০ টাকা খ) ৭৮,০০০ টাকা
গ) ১৯,৫০০ টাকা ঘ) ৯,৭৫০ টাকা
১৭। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী প্রভৃতি পেশাজীবীর প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠানের উদাহরণ?
ক) মুনাফাভোগী অব্যবসায়ী
খ) মুনাফাভোগী ব্যবসায়ী
গ) অমুনাফাভোগী অব্যবসায়ী
ঘ) অমুনাফাভোগী ব্যবসায়ী
১৮। প্রাপ্তি ও প্রদান হিসাবে মজুরি বাবদ প্রদান ৫০,০০০ টাকা, যার মধ্যে অগ্রিম মজুরি ২,০০০ টাকা। বছর শেষে মজুরির অংশ বকেয়া থাকলে সংশ্লিষ্ট মোট মজুরি ও বকেয়া মজুরির পরিমাণ হবে—
ক) ৫০,০০০ ও ১০,০০০ টাকা
খ) ৫০,০০০ ও ১২,৫০০ টাকা
গ) ৬০,০০০ ও ১০,০০০ টাকা
ঘ) ৬০,০০০ ও ১২,০০০ টাকা
১৯। ব্যয়াতিরিক্ত আয় হয়—
ক) মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হলে
খ) মোট ব্যয় মোট আয়ের চেয়ে বেশি হলে
গ) মোট মুনাফাজাতীয় আয় মোট মুনাফাজাতীয় ব্যয়ের চেয়ে বেশি হলে
ঘ) মোট মুনাফাজাতীয় ব্যয় মোট মুনাফাজাতীয় আয়ের চেয়ে বেশি হলে
২০। অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কোনটি?
ক) মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয়-বিক্রয় করা
খ) মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন ও বণ্টন করা
গ) সদস্যদের সেবা ও জনকল্যাণমূলক কাজ
ঘ) শেয়ার ও ঋণপত্র ক্রয়-বিক্রয় করা
২১। প্রাপ্তি ও প্রদান হিসাবে ভাড়া ৬০,০০০ টাকা এবং বছরের শেষ পর্যন্ত ভাড়া অংশ বকেয়া থাকলে মোট ভাড়ার পরিমাণ কত?
ক) ৪৫,০০০ টাকা খ) ৪৮,০০০ টাকা
গ) ৭২,০০০ টাকা ঘ) ৭৫,০০০ টাকা
২২। প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কী বুঝায়?
ক) ব্যয়াতিরিক্ত আয়
খ) আয়াতিরিক্ত ব্যয়
গ) হাতে নগদ ও ব্যাংকে জমার উদ্বৃত্ত
ঘ) ব্যাংক জমাতিরিক্ত
২৩। পুরনো সম্পদ বিক্রয় কী ধরনের আয়?
ক) মুনাফাজাতীয় আয় খ) মুনাফাজাতীয় প্রাপ্তি
গ) মূলধনজাতীয় প্রাপ্তি ঘ) মূলধনজাতীয় আয়
২৪। নিচের কোনটি মুনাফাজাতীয় খরচ?
ক) চাঁদা
খ) হলরুম ভাড়া
গ) লকার ভাড়া
ঘ) প্রাঙ্গণ রক্ষকের মজুরি
২৫। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল বলতে কী বোঝায়?
ক) একটি নির্দিষ্ট সময়ের আয় ও ব্যয়ের পার্থক্য
খ) একটি নির্দিষ্ট সময়ের সম্পদ ও দায়ের পার্থক্য
গ) একটি নির্দিষ্ট দিনের সম্পদ ও দায়ের পার্থক্য
ঘ) একটি নির্দিষ্ট দিনের প্রাপ্তি ও প্রদানের পার্থক্য
২৬। আয়-ব্যয় হিসাবের ক্রেডিট জের ব্যবসায় প্রতিষ্ঠানের কী হিসাবে গণ্য হয়?
ক) মোট লাভ
খ) মোট ক্ষতি
গ) নিট লাভ
ঘ) নিট ক্ষতি
২৭। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়—
ক) মাসের শেষে
খ) বছরের শেষে
গ) একটি নির্দিষ্ট তারিখে ঘ) ছয় মাস শেষে
২৮। প্রাপ্তি-প্রদান হিসাবের উদ্বৃত্ত বলতে কী বোঝায়?
ক) সম্পদ খ) দায়
গ) আয় ঘ) ব্যয়
২৯। প্রাপ্তি-প্রদান হিসাবে কোনটি অন্তর্ভুক্ত হয়?
ক) মূলধনজাতীয় প্রাপ্তি ও প্রদান
খ) মুনাফাজাতীয় প্রাপ্তি ও প্রদান
গ) মূলধন ও মুনাফা জাতীয় আয়-ব্যয়
ঘ) সব নগদপ্রাপ্তি ও নগদ প্রদান
৩০। একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি-প্রদান হিসাবের ডেবিট দিকে বিনিয়োগের সুদ দেওয়া আছে বার্ষিক ১৬% হারে ২,৪০০ টাকা। ক্রেডিট দিকে কোনো বিনিয়োগ নেই। প্রারম্ভিক বিনিয়োগ কত?
(ক) ১৫,০০০ টাকা (খ) ২৫,০০০ টাকা
(গ) ৩২,০০০ টাকা (ঘ) ৪৮,০০০ টাকা
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ৯. গ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. গ ২৪. ঘ ২৫. গ ২৬. গ ২৭. গ ২৮. ক ২৯. ঘ ৩০. ক।
মন্তব্য