kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

ব হু নি র্বা চ নী প্র শ্ন

একাদশ-দ্বাদশ শ্রেণি : জীববিজ্ঞান দ্বিতীয় পত্র

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রথম অধ্যায়

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস

 

[পূর্ব প্রকাশের পর]

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

পৃথিবীতে এক ধরনের মেরুদণ্ডী প্রাণী রয়েছে, যারা জীবনের প্রথম পর্যায়ে ফুলকা এবং পরবর্তী পর্যায়ে ফুসফুস দ্বারা শ্বসনকার্য সম্পন্ন করে।

২১।  উদ্দীপকে উল্লিখিত প্রাণী কোন শ্রেণিভুক্ত?

     ক) Amphibia খ) Aves        

     গ) Reptilia 

     ঘ) Mammalia

২২।  উদ্দীপকে উল্লিখিত শ্রেণির প্রাণীদের—

     i. রক্ত শীতল প্রকৃতির

     ii. আঙুল নখরযুক্ত

     iii. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   খ) i ও iii

     গ) ii ও iii   ঘ) i, ii ও iii

২৩।  আবং-এর বৈশিষ্ট্য হলো—

     i. উষ্ণ রক্তবিশিষ্ট

     ii. দেহ লোমে আবৃত

     iii. অস্থি বায়ুপূর্ণ

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii   খ) i ও iii

     গ) ii ও iii   ঘ) i, ii ও iii

২৪।  সম্পূর্ণ চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়?

     ক) টিকটিকি     খ) কুমির

     গ) কচ্ছপ      ঘ) সাপ

২৫।  গধসসধষরধ শ্রেণির প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে—

     i. দেহ লোমে আবৃত

     ii. ডায়াফ্রাম থাকে

     iii. লোহিত কণিকা নিউক্লিয়াসবিহীন

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    খ) i ও iii

     গ) ii ও iii    ঘ) i, ii ও iii

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. খ ২৫. ঘ।

মন্তব্যসাতদিনের সেরা