kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

ব হু নি র্বা চ নী প্র শ্ন

নবম-দশম শ্রেণি । বাংলা প্রথম পত্র

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকবিতা

ঝর্ণার গান

সত্যেন্দ্রনাথ দত্ত

[পূর্ব প্রকাশের পর]

১৬।   ‘ঝর্ণার গান’ কবিতার মূল বিষয় হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

          ক) ঝর্ণার বৈশিষ্ট্য  খ) ঝর্ণার ধ্বনি

          গ) ঝর্ণার গতি      

          ঘ) ঝর্ণার সৌন্দর্য

১৭।    কবিকে দৈত্যের মতো ভয় দেখায় কে?

          ক) পর্বত              

খ) ঝর্ণা

          গ) ঝুম-পাহাড়     

          ঘ) ঝিঁ ঝিঁর ডাক

১৮।   কার উদ্ভবে গিরির হিম ললাট থামল?

          ক) কবির             

খ) ঝর্ণার

          গ) বন-বাউলের   

          ঘ) পরীর

১৯।   ‘ঝর্ণার গান’ কবিতায় কবি কোনটিকে অন্তর্নিহিত গুরুত্ব হিসেবে দাঁড় করিয়েছেন?

          ক) বৃক্ষকে 

খ) পাহাড়কে

          গ) ঝর্ণাকে  

ঘ) পাখিকে

২০।   ‘শিথিল সব শিলার পর’ চরণে শিথিল দ্বারা বোঝানো হয়েছে—

          ক) শীতল বাতাস 

          খ) বরফ      গ) পাথর    

          ঘ) শান্ত পরিবেশ

২১।   কোনটি স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন একে দেয়?

          ক) পাখি      খ) ঝর্ণা

          গ) বৃক্ষলতা

          ঘ) ঝিঁ ঝিঁর ডাক

২২।   ঝর্ণার কোন দিকটিকে পরীর গানের সঙ্গে তুলনা করা হয়েছে?

          ক) ছুটে চলা                  

খ) সৌন্দর্য

          গ) নাচ                 

ঘ) পরোপকার

২৩।   ‘ঝর্ণার গান’ কবিতায় কবি ‘ফটিক জল’ দ্বারা বুঝিয়েছেন—

          ক) পানি পড়ার শব্দ       

খ) চাতক পাখি

          গ) ঝর্ণার পানি     

          ঘ) শীতল পানি     

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. খ।

মন্তব্যসাতদিনের সেরা