kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

একাদশ-দ্বাদশ শ্রেণি ► হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেব হু  নি র্বা চ নী  প্র শ্ন

প্রথম অধ্যায়

অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব

১।        মূলধন তহবিল থেকে কোনটি বিয়োগ করা হয়?           

            ক) আয়াতিরিক্ত ব্যয়     খ) সমাপনী নগদ উদ্বৃত্ত

            গ) মোট আয়                ঘ) চাঁদা

২।        মূলধন তহবিল অব্যবসায় প্রতিষ্ঠানের জন্য একটি—      

            ক) বহিঃদায়     খ) অন্তর্দায়

            গ) সম্পত্তি       ঘ) আয়

৩।        হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তি লিপিবদ্ধ করা হয়? 

            ক) পূর্ণ প্রকাশ 

            খ) ঐতিহাসিক মূল্য

            গ) রক্ষণশীলতা           

            ঘ) বস্তুনিষ্ঠতা

৪।        আয়-ব্যয় হিসাবে কোনটি দেখানো হয় না?                   

            ক) লকার ভাড়া            খ) চাঁদা

            গ) প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ ঘ) প্রাঙ্গণ উন্নয়ন

৫।        কোনটি মূলধনজাতীয় ব্যয়?     

            ক) ভাড়া           খ) বেতন

            গ) আসবাবপত্র           

            ঘ) মনিহারি ক্রয়

৬।       নিচের কোন দফাটি প্রাপ্তি ও প্রদান হিসাবের অন্তর্ভুক্ত নয়?                              

            ক) অগ্রিম চাঁদা           

            খ) বকেয়া চাঁদা

            গ) অনুদান      

            ঘ) উইলকৃত ধনদৌলত

৭।        ঊষা সেবা সংঘের মোট সদস্য সংখ্যা ৮৯০ জন। বার্ষিক চাঁদার হার সদস্যপ্রতি ৫০ টাকা। চলতি বছরে ৯০ জন সদস্য এখনো চাঁদা প্রদান করেনি। আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখানো যাবে?                     

            ক) ৪০,০০০ টাকা         খ) ৪২,০০০ টাকা

            গ) ৪৪,৫০০ টাকা         ঘ) ৪৫,০০০ টাকা

৮।        অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর আয়ের প্রধান উৎস—

            ক) পণ্য বিক্রয়

            খ) সেবা প্রদান

            গ) চাঁদা            ঘ) অনুদান

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : . . . . . . . . গ।

মন্তব্যসাতদিনের সেরা