জ্ঞা ন মূ ল ক প্র শ্ন
সপ্তম অধ্যায়
পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব
১। পদার্থ কী?
উত্তর : যা জায়গা দখল করে, যার ওজন আছে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে এমন সবই পদার্থ।
২। স্ফুটনাঙ্ক কী?
উত্তর : যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয়, সেই তাপমাত্রাকেই ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়।
৩। সাধারণ লবণের গলনাঙ্ক কত?
উত্তর : সাধারণ লবণের গলনাঙ্ক ৮০১ ডিগ্রি সেলসিয়াস।
৪। পানি কয়টি অবস্থায় থাকতে পারে?
উত্তর : পানি তিন অবস্থায় থাকতে পারে।
৫। পানির গলনাঙ্ক কত?
উত্তর : পানির গলনাঙ্ক শূন্য (০০) ডিগ্রি সেলসিয়াস।
৬। শব্দ পদার্থ নয় কেন?
উত্তর : আমরা জানি, যা জায়গা দখল করে এবং যার ওজন আছে তাই পদার্থ। শব্দ জায়গা দখল করে না এবং শব্দের ওজন নেই। তাই শব্দ এক প্রকার শক্তি, পদার্থ নয়।
৭। আয়তন কী?
উত্তর : কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটিই ওই বস্তুর আয়তন।
মন্তব্য