ব হু নি র্বা চ নী প্র শ্ন
প্রথম অধ্যায়
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
[পূর্ব প্রকাশের পর]
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর
দাও :
রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো।
১৭। উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো—
i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃতি
ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল
iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক) Sarcopterygii
খ) Actinopterygii
গ) Chondrichlhyes
ঘ) Cephalaspidomorphi
১৯। Scoliodon laticaudus-এর আঁইশ কোন ধরনের?
ক) সাইক্লয়েড খ) প্ল্যাকয়েড
গ) টিনয়েড ঘ) গ্যানয়েড
২০। Sarcopterygii শ্রেণির বৈশিষ্ট্য হলো—
ক) গ্যানয়েড আঁইশ খ) সাইক্লয়েড আঁইশ
গ) হোমোসার্কাল লেজ ঘ) হেটেরোসার্কাল লেজ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
পৃথিবীতে এক ধরনের মেরুদণ্ডী প্রাণী রয়েছে, যারা জীবনের প্রথম পর্যায়ে ফুলকা এবং পরবর্তী পর্যায়ে ফুসফুস দ্বারা শ্বসনকার্য সম্পন্ন করে।
২১। উদ্দীপকে উল্লিখিত প্রাণী কোন শ্রেণিভুক্ত?
ক) Amphibia খ) Aves গ) Reptilia
ঘ) Mammalia
২২। উদ্দীপকে উল্লিখিত শ্রেণির প্রাণীদের—
i. রক্ত শীতল প্রকৃতির
ii. আঙুল নখরযুক্ত iii. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. ক ২১. ক ২২. খ।
মন্তব্য