kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

ষষ্ঠ শ্রেণি ► বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজ্ঞা ন  ও  অ নু ধা ব ন মূ ল ক

ষষ্ঠ অধ্যায়

সংবেদি অঙ্গ

১। সংবেদি অঙ্গ কাকে বলে?

উত্তর : যেসব অঙ্গের দ্বারা আমরা স্বাদ গ্রহণ, গরম, ঠাণ্ডা, তাপ, চাপ ইত্যাদি অনুভব করি সেগুলোকে সংবেদি অঙ্গ বলে।

২। চোখের লেন্সের গঠন কেমন?

উত্তর : চোখের লেন্সের গঠন দ্বি-উত্তল।

৩। ত্বকের সাধারণ কাজগুলো লেখো।

উত্তর : ত্বকের সাধারণ কাজগুলো হলো—

ক) দেহের ভেতরের কোমল অংশকে বাইরের আঘাত, ঠাণ্ডা, গরম, রোদ ইত্যাদি থেকে রক্ষা করে।

খ) দেহে রোগজীবাণু ঢুকতে বাধা দেয়। 

গ) ঘাম বের করে দিয়ে শরীর ঠাণ্ডা ও সুস্থ রাখে।

ঘ) সূর্য রশ্মি থেকে দেহকে রক্ষা করে।

৪। পিনা কী?

উত্তর : মাংস ও কোমলাস্থি দিয়ে গঠিত কানের বাইরের অংশটি হলো পিনা।

৫। স্বাদ ইন্দ্রিয় কী কাজ করে তা লেখো।

উত্তর : স্বাদ ইন্দ্রিয় মানুষের জিহ্বায় থাকে। এটি বিভিন্ন স্বাদকোরকের সহায়তায় স্বাদ গ্রহণ করে থাকে। জিহ্বার অগ্রভাগ মিষ্টি ও নোনতা, পাশের অংশ লবণ ও টক এবং পেছনের অংশ তিক্ত স্বাদ অনুভব করে।

৬। ত্বক কী?

উত্তর : ত্বক হচ্ছে প্রাণী দেহের সর্ববৃহৎ বহিঃ আবরণ ও সংবেদনশীল অঙ্গ।

৭। স্যাকুলাস কী?

উত্তর : অন্তঃকন্দ্রের শামুকের মতো পেঁচানো নালিকার প্রকোষ্ঠই হলো স্যাকুলাস।

৮। কোথায় রড ও কোন নামের দুই ধরনের কোষ রয়েছে?

উত্তর : রেটিনায় রড ও কোন নামের দুই ধরনের কোষ রয়েছে।

৯। আইরিশ কী?

উত্তর : কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দাই হলো আইরিশ।

১০। নাসারন্ধ্র কাকে বলে?

উত্তর : নাকের যে ছিদ্র দিয়ে বাতাস ফুসফুসে ঢুকে তাকে নাসারন্ধ্র বলে।

১১। পিউপিল কী?

উত্তর : আইরিশের মাঝখানে অবস্থিত ছিদ্রকে বলা হয় পিউপিল।

মন্তব্যসাতদিনের সেরা