kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

জ্ঞান ও অনুধাবন

ষষ্ঠ শ্রেণি - বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপঞ্চম অধ্যায়

সালোকসংশ্লেষণ

 

[গতকালের পর]

৬।        সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান কী কী?

            উত্তর : সালোকসংশ্লেষণে প্রয়োজনীয় উপাদানগুলো হলো সৌরশক্তি, পানি, কার্বন ডাই-অক্সাইড ও ক্লোরোফিল।

 

৭।        উদ্ভিদকে স্বভোজী বলা হয় কেন?

            উত্তর : উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। খাদ্য উৎপাদনের জন্য উদ্ভিদ অন্য কোনো জীবের ওপর নির্ভরশীল নয়। সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদ পানি ও কার্বন ডাই-অক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে শর্করাজাতীয় খাদ্য তৈরি করে। এ জন্য উদ্ভিদকে স্বভোজী বলা হয়।

 

৮।       সালোকসংশ্লেষণে কোন গ্যাস উৎপন্ন হয়?

            উত্তর : সালোকসংশ্লেষণে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।

 

৯।        উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষণ হয় না কেন?

            উত্তর : উদ্ভিদের মূল সাধারণত বর্ণহীন ও মাটির নিচে থাকায় এতে ক্লোরোফিল থাকে না। সূর্যের আলোও পৌঁছাতে পারে না। তাই সূর্যের আলো ও ক্লোরোফিলের অভাবেই মূলে সালোকসংশ্লেষণ ঘটে না।

 

১০।      সালোকসংশ্লেষণ কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?

            উত্তর : সালোকসংশ্লেষণ দুটি পর্যায়ে সম্পন্ন হয়।

মন্তব্যসাতদিনের সেরা