kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

নবম-দশম শ্রেণি ► বাংলা দ্বিতীয় পত্র

মো. নূরুন্নবী বাবু, সহকারী শিক্ষক, শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৭ মিনিটেনবম-দশম শ্রেণি ► বাংলা দ্বিতীয় পত্র

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

প্রথম অধ্যায়

প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ

১।        ভাষার প্রধান উপাদান কোনটি?

            ক) ধ্বনি           খ) বর্ণ

            গ) বাক্য           ঘ) শব্দ

২।        ভাবের আদান-প্রদানের অন্তরায় কোনটি?

            ক) সাধুরীতি     খ) চলিতরীতি

            গ) আঞ্চলিক    ঘ) প্রমিতরীতি

৩।        নিচের কোনটি ফারসি বিবিধ শব্দের উদাহরণ?

            ক) নামাজ        খ) জিন্দা

            গ) দোকান       ঘ) দরবার

৪।        ‘পদ পরিবর্তন’ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

            ক) বাক্যতত্ত্ব     খ) শব্দতত্ত্ব

            গ) অর্থতত্ত্ব       ঘ) ধ্বনিতত্ত্ব

৫।        বাংলা ব্যাকরণের আলোচনার জন্য পণ্ডিতরা কতিপয় কোন ধরনের শব্দ ব্যবহার করেছেন?

            ক) বিদেশি        খ) মিশ্র

            গ) পারিভাষিক

            ঘ) প্রাতিপদিক

৬।       শব্দকে কয়টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়?

            ক) ২টি খ) ৩টি

            গ) ৪টি ঘ) ৫টি

৭।        ‘রাজা-বাদশা’ মিশ্র শব্দটিতে কোন দুটি ভাষার শব্দ রয়েছে?

            ক) তৎসম+ফারসি

            খ) ইংরেজি + ফারসি

            গ) ফারসি + আরবি

            ঘ) বাংলা + ফারসি

৮।        ভাষার কোন রীতি পরিবর্তনশীল?

            ক) চলিত          খ) কথ্য

            গ) সাধু ঘ) আঞ্চলিক

৯।        বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

            ক) ধ্বনিতত্ত্ব     খ) বাক্যতত্ত্ব

            গ) রূপতত্ত্ব       ঘ) অর্থতত্ত্ব

১০।      ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো?

            ক) সন্ধি, ণত্ব বিধান, পদ

            খ) শব্দ গঠন, বচন, ক্রিয়ার কাল

            গ) পদক্রম, পদ পরিবর্তন

            ঘ) ধ্বনির পরিবর্তন, বর্ণ, উচ্চারণ স্থান

১১।      ক্রিয়ার কাল কোন তত্ত্বের আলোচ্য বিষয়?

            ক) ধ্বনিতত্ত্ব     খ) রূপতত্ত্ব

            গ) বাক্যতত্ত্ব     ঘ) ছন্দতত্ত্ব

১২।      বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?

            ক) দুটি খ) তিনটি

            গ) চারটি          ঘ) পাঁচটি

১৩।      শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয়, তাকে কী বলা হয়?

            ক) বিভক্তি        খ) উপসর্গ

            গ) প্রত্যয়         ঘ) অনুসর্গ

১৪।      ব্যাকরণের প্রধান কাজ কী?

            ক) ভাষার বিশ্লেষণ

            খ) ভাষার উন্নতি

            গ) ভাষার নিয়ম-শৃঙ্খলা

            ঘ) ভাষার নিয়ম প্রতিষ্ঠা

১৫।      ‘বিপরীতার্থক শব্দ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

            ক) ধ্বনিতত্ত্ব     খ) রূপতত্ত্ব

            গ) বাক্যতত্ত্ব     ঘ) অর্থতত্ত্ব

১৬।     বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?

            ক) উইলিয়াম কেরী

            খ) মুহম্মদ শহীদুল্লাহ্

            গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

            ঘ) এন.বি. হ্যালহেড

১৭।      গঠনগত অনুসারে শব্দ কত প্রকার?

            ক) ২ প্রকার      খ) ৩ প্রকার

            গ) ৪ প্রকার      ঘ) ৫ প্রকার

১৮।      বাংলা ভাষার ব্যবহৃত ফারসি শব্দের সঙ্গে কাদের আগমনের সম্পর্ক রয়েছে?

            ক) আরবীয়দের

            খ) ইরাকিদের

            গ) তুর্কিদের

            ঘ) ইরানিদের

১৯।      ভাষার মূল ভিত্তি কী?

            ক) ধ্বনি           খ) বাক্য

            গ) বর্ণ  ঘ) শব্দ

২০।     মানুষ কিসের সাহায্যে মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাব প্রকাশ করতে পারে?

            ক) বাক্য           খ) ভাষা

            গ) ধ্বনি            ঘ) শব্দ

২১।      লিঙ্গ, বচন, কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

            ক) ভাষাতত্ত্বে   খ) বাক্যতত্ত্বে

            গ) ধ্বনিতত্ত্বে  ঘ) রূপতত্ত্বে

২২।     কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন?

            ক) ভাষা শিক্ষার জন্য

            খ) ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য

            গ) ভাষা বিষয়ে জ্ঞান দানের জন্য

            ঘ) ভাষার বিকাশের জন্য

২৩।     ছন্দ ও অলংকার ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

            ক) উচ্চতর ব্যাকরণ

            খ) অর্থতত্ত্ব      

            গ) বাক্যতত্ত্ব

            ঘ) শব্দতত্ত্ব

২৪।     মানুষের বাকপ্রত্যঙ্গজাত ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাকপ্রবাহের বিশেষ বিশেষ অংশকে কী বলে?

            ক) ভাষা           খ) শব্দ

            গ) বর্ণ  ঘ) বাক্য

২৫।     বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?

            ক) অপিনিহিতি

            খ) পারিভাষিক শব্দ

            গ) রূঢ়ি শব্দ

            ঘ) তৎসম শব্দ

২৬।     ‘হাসপাতাল’ কোন শ্রেণির শব্দ?

            ক) খাটি উচ্চারণের ইংরেজি শব্দ

            খ) পরিবর্তিত উচ্চারণের ইংরেজি শব্দ

            গ) পারিভাষিক শব্দ

            ঘ) পর্তুগিজ শব্দ

২৭।     কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী?

            ক) চলিত ভাষা

            খ) সাধু ভাষা

            গ) মিশ্র ভাষা

            ঘ) উপজাতীয় ভাষা

২৮।     সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে?

            ক) আঞ্চলিক      খ) সাধু

            গ) চলিত       ঘ) মৌখিক

২৯।     ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?

            ক) ধ্বনি           খ) ভাষা

            গ) শব্দ ঘ) বাক্য

৩০।     ‘হরতাল’ কোন ভাষার শব্দ?

            ক) ওলন্দাজ     খ) তুর্কি

            গ) হিন্দি           ঘ) গুজরাটি

৩১।      উৎস বা উৎপত্তি অনুযায়ী বাংলা ভাষার শব্দগুলোকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?

            ক) তিনটি         খ) চারটি

            গ) পাঁচটি          ঘ) ছয়টি

৩২।     কোনগুলো প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ?

            ক) ঈমান, হারাম

            খ) গুনাহ, দোজখ

            গ) আমদানি, রপ্তানি

            ঘ) কিতাব, খারিজ

৩৩।     কিভাবে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?

            ক) ভাষার উন্নয়নের মাধ্যমে

            খ) ভাষার বিকাশের মাধ্যমে

            গ) অঞ্চলভেদে

            ঘ) দেশ, কাল ও পরিবেশভেদে

৩৪।     কোন জেলার শিক্ষিত শিষ্টজনের মুখের ভাষারীতিই সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে প্রসার লাভ করে?

            ক) বর্ধমান জেলা

            খ) মেদিনীপুর জেলা

            গ) নদীয়া জেলা

            ঘ) মুর্শিদাবাদ জেলা

৩৫।     কোন শব্দটি তামিল ভাষা থেকে এসেছে?

            ক) কুচ্ছিত       খ) পেট

            গ) কুড়ি            ঘ) ডিপো

৩৬।     কথ্যরীতির কয়টি রীতি?

            ক) ২টি খ) ৩টি

            গ) ৪টি ঘ) ৫টি

৩৭।     নিচের কোনটি তদ্ভব শব্দ?

            ক) হাত            খ) ঝাঁটা

            গ) চন্দ             ঘ) ভবন

৩৮।     প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?

            ক) চারটি          খ) পাঁচটি

            গ) ছয়টি           ঘ) সাতটি

৩৯।     কোনটি পারিভাষিক শব্দ?

            ক) মসজিদ

            খ) হাসপাতাল

            গ) সমীকরণ

            ঘ) হরতন

৪০।     ভাষার চলিত রীতির অনুসৃতি কষ্টসাধ্য কেন?

            ক) এ রীতি কৃত্রিমতা বর্জিত বলে

            খ) এ রীতির লিখিত কোন ব্যাকরণ নেই বলে

            গ) এ রীতে তাদের প্রাধান্য পাবে বলে

            ঘ) এ রীতি পরিবর্তনশীল বলে

৪১।      বাংলা ভাষার চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?

            ক) পদবিন্যাস সুনিয়ন্ত্রিত

            খ) পদবিন্যাস সুনির্দিষ্ট

            গ) নাটকের উপযুক্ত নয়

            ঘ) কাঠামো পরিবর্তনশীল

৪২।     বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?

            ক) প্রাচীন যুগে

            খ) মধ্যযুগে

            গ) ইংরেজ আগমনের পরে

            ঘ) আধুনিক যুগে

৪৩।     কোনটি পর্তুগিজ শব্দ?

            ক) আফিম       খ) পেনসিল

            গ) আলপিন    

            ঘ) দোয়াত

৪৪।     নিচের কোনটি তুর্কি শব্দ?

            ক) রসদ           খ) দারোগা

            গ) বাকি            ঘ) চাবি

৪৫।     ফারসি শব্দ নয় কোনটি?

            ক) রোজা         খ) খোদা

            গ) জেলা          ঘ) গুদাম

৪৬।     কোনটি দেশি শব্দের উদাহরণ?

            ক) ঢেঁকি           খ) হাত

            গ) চামার          ঘ) ধর্ম

৪৭।     ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত?

            ক) পঞ্চম         খ) চতুর্থ

            গ) তৃতীয়          ঘ) দ্বিতীয়

৪৮।     নিচের কোনগুলো চলিত ভাষার উদাহরণ?

            ক) জুতা, পূর্বেই, সম্মুখে

            খ) জুতো, পুবেই, সামনে

            গ) জুতো, আগেই, সামনে

            ঘ) জুতো, আগেই, সম্মুখে

৪৯।     ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?

            ক) বাগধারার

            খ) অঙ্গ-প্রত্যঙ্গের

            গ) বাগযন্ত্রের

            ঘ) চক্ষু ও কর্ণে

৫০।     কোনটি দেশি শব্দ নয়?

            ক) চন্দ             খ) ডাগর

            গ) কুলা            ঘ) ডাব

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর. . . . .    . . . . ১০. খ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯.   ২০. ২১.   ২২.   ২৩.   ২৪. ২৫. ২৬.    ২৭. ২৮. ২৯. ৩০. ৩১.   ৩২.   ৩৩. ৩৪. ৩৫. ৩৬. ৩৭. ৩৮. ৩৯.   ৪০.   ৪১.   ৪২.   ৪৩. ৪৪. ৪৫.   ৪৬.    ৪৭.   ৪৮.   ৪৯. ৫০. ক।

মন্তব্যসাতদিনের সেরা