kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

সপ্তম শ্রেণি ► বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজ্ঞা ন মূ ল ক  প্র শ্ন

দশম অধ্যায়

বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা

১।        চৌম্বক পদার্থ কাকে বলে?

            উত্তর : যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রভাবিত হয়, তাদের চৌম্বক পদার্থ বলে। যেমন—লোহা, নিকেল ইত্যাদি।

 

২।        স্থির তড়িৎ কাকে বলে?

            উত্তর : আধান বা চার্জ যখন কোন বস্তুতে আবদ্ধ থাকে, তখন তাকে স্থির তড়িৎ বলে। ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়।

 

৩।        বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কিসের তার ব্যবহার করা হয়?

            উত্তর : বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়।

 

৪।        অপরিবাহী কী?

            উত্তর : যেসব পদার্থের ইলেকট্রনগুলো এক পরমাণু থেকে অন্য পরমাণুতে যেতে পারে না, সেসব পদার্থকে অপরিবাহী পদার্থ বলে।

 

৫।        বৈদ্যুতিক বাল্বের ভেতরে কোন গ্যাস ব্যবহার করা হয়?

            উত্তর : বৈদ্যুতিক বাল্বের ভেতরে সামান্য নাইট্রোজেন বা নিষ্ক্রীয় গ্যাস ব্যবহার করা হয়।

৬।       বর্তনী কী?

            উত্তর : বিদ্যুৎ প্রবাহ চলার নির্দিষ্ট পথকে বর্তনী বলে।

 

৭।        চুম্বক কাকে বলে?

            উত্তর : যেসব পদার্থ চৌম্বক পদার্থকে আকর্ষণ করে তাকে চুম্বক বলে।

মন্তব্যসাতদিনের সেরা