kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

নবম-দশম শ্রেণি ► বাংলা প্রথম পত্র

মো. সুজাউদ দৌলা সহকারী অধ্যাপক রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকা

২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেব হু  নি র্বা চ নী  প্র শ্ন

গল্প

অভাগীর স্বর্গ

শরৎচন্দ্র  চট্টোপাধ্যায়

 

[গতকালের পর]

১৬।     ‘বাবু বলিল বুঝেছ উপেন এ জমি লইব কিনে।’ উদ্দীপকের সমান্তরাল ভাবের পরিচয় আছে যে রচনায়—

            ক) দেনা-পাওনা

            খ) অভাগীর স্বর্গ           গ) ফুলের বিবাহ           ঘ) সুভা

১৭।      ‘জমিদার শিবনারায়ণ বাবুর কাছে গফুর তার মহেশের জন্য খড় চাইতে গিয়েছিল। কিন্তু জমিদার তাকে খড় দেয়নি।’

            উদ্দীপকের গফুরের সঙ্গে ‘অভাগীর স্বর্গ’ গল্পের যার সাদৃশ্য রয়েছে—

            ক) অভাগী      

            খ) কাঙালী   

            গ) রসিক দুলে     

            ঘ) বিন্দির পিসি

১৮।      ‘রহিমের চাচা তিন দিন ধরে অসুস্থ। রহিম ডাক্তারকে ডাকতে গিয়েছিল। কিন্তু সে আসেনি।’

            —উদ্দীপকের ডাক্তারের সঙ্গে ‘অভাগীর স্বর্গ’ গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো—

            ক) ঠাকুরদাস মুখোপাধ্যায়        খ) অধর রায়

            গ) কবিরাজ     

            ঘ) পুরোহিত

১৯।      ‘রেহানার বাবা আজ প্রায় বিশ বছর ঘরে রেহানার মা ও তাদের খোঁজখবর নেয় না।’

            —উদ্দীপকের রেহানার বাবার সঙ্গে ‘অভাগীর স্বর্গ’ রচনার সাদৃশ্যপূর্ণ চরিত্রটি কোনটি?

            ক) ঠাকুরদাস মুখোপাধ্যায়        খ) রসিক দুলে

            গ) বাঘা বাগদী  ঘ) ঈশ্বর নাপিত

২০।     ‘অভাগীর স্বর্গ’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হলো—

            ক) নিচু শ্রেণির মানুষের দুঃখ-দুর্দশা     

            খ) অভিজাত শ্রেণির প্রকৃত রূপ

            গ) তৎকালীন ধর্মীয় সংস্কার ঘ) তৎকালীন সামাজিক সংস্কার

২১।      ‘অভাগীর স্বর্গ’ গল্পে যে বিশেষ দিকটি প্রকাশ পেয়েছে—

            ক) সতীদাহ প্রথার নির্মম রূপ  

            খ) সামন্তবাদের নির্মম রূপ

            গ) পণপ্রথার নির্মম রূপ            ঘ) বহুবিবাহের নির্মম রূপ

২২।     ‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালীর মায়ের দূরে দাঁড়িয়ে বামুন-মার মৃতদেহের সৎকার দেখায় কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?

            ক) পুঁজিবাদ                 খ) বর্ণবাদ       

            গ) সাম্যবাদ                  ঘ) সামন্তবাদ

২৩।     কাঙালী মায়ের কথা অবিশ্বাস করেনি যে কারণে—

            i. কখনো মিথ্যা বলেনি  ii. মাকে বিশ্বাস করাই তার অভ্যাস

            iii. ছোটকাল থেকে মাকে বিশ্বাস করতে শিখেছে

            নিচের কোনটি সঠিক?

            ক) i      খ) ii     গ) iii    ঘ) ii ও iii

২৪।     কাঙালীর স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হচ্ছিল যে কারণে—

            i. গল্প শুনে                       ii. জমিদারের অত্যাচারের কথা ভেবে

            iii. বাবার কথা শুনে

            নিচের কোনটি সঠিক?

            ক) i      খ) ii     গ) i ও ii           ঘ) i, ii ও iii

২৫।     কাঙালী মায়ের গলা জড়িয়ে ধরে তার বুকের মধ্যে মিশে যাচ্ছে যে কারণে—

            i. ভয়ে              ii. বিস্ময়ে      

            iii. পুলকে

            নিচের কোনটি সঠিক?

            ক) i      খ) i ও iii

            গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২৬।     কাঙালীর মা ছেলের প্রতি রাগ করেছিল যে কারণে—

            i. তাকে না জানিয়ে ঘটি বাঁধা দেওয়া

            ii. ঘটি বাঁধা দিয়ে ওষুধ আনায়

            iii. কবিরাজকে ডাকতে যাওয়ায়

            নিচের কোনটি সঠিক?

            ক) i      খ) ii ও iii         

            গ) i ও ii                       ঘ) i, ii ও iii      

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. গ।

মন্তব্যসাতদিনের সেরা