kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

একাদশ-দ্বাদশ হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

মুহাম্মদ নাঈমুর রহমান, প্রভাষক (হিসাববিজ্ঞান) ব্যবসায় শিক্ষা বিভাগ নটর ডেম কলেজ, ঢাকা

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতৃতীয় অধ্যায়

নগদ প্রবাহ বিবরণী

 

১।        নগদ অর্থের আগমন ও নির্গমন দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয়—

            ক) বিশদ আয় বিবরণী       খ) নগদ প্রবাহ বিবরণী

            গ) আর্থিক অবস্থার বিবণী   ঘ) আয়-ব্যয় বিবরণী

২।        নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার পদ্ধতি কয়টি?

            ক) একটি            খ) দুটি   গ) তিনটি            ঘ) চারটি

৩।        পরোক্ষ পদ্ধতিতে প্রবাহ বিবরণী প্রস্তুত করতে কয়টি ধাপ অনুসরণ করা হয়?

            ক) একটি            খ) দুটি   গ) তিনটি            ঘ) চারটি

৪।        পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহ বিবরণীতে নিচের কোনটি অন্তর্ভুক্ত হয় না?

            ক) শেয়ার ইস্যু                 খ) চলতি সম্পত্তি হ্রাস        গ) চলতি দায় হ্রাস            ঘ) অবচয়

৫।        কোনটি অনগদী কার্যক্রম?

            ক) লভ্যাংশ প্রদান            খ) বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর

            গ) বিশদ আয় বিবরণী       ঘ) নগদ প্রবাহ বিবরণী

৬।        আন্তর্জাতিক হিসাব মান-৭ অনুযায়ী কোন বিবরণী প্রস্তুত করা হয়?

            ক) আয় বিবরণী   খ) সংরক্ষিত আয় বিবরণী

            গ) নগদ প্রবাহ বিবরণী      ঘ) উদ্ধৃতপত্র

৭।        ইরারা লিমিটেডের নিট লাভ ১২,০০০ টাকা, বিনিয়োগ বিক্রয়জনিত লাভ ৫০০ টাকা, স্থায়ী সম্পদের অবচয় ১,৫০০ টাকা। ইরারা লিমিটেডের পরিচালন কর্মকাণ্ড থেকে নগদ প্রবাহের পরিমাণ কত টাকা?

            ক) ১১,০০০         

            খ) ১২,০০০       

            গ) ১৩,৫০০         

            ঘ) ১৪,০০০

৮।        বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের উদাহরণ কোনটি?

            ক) বেতন প্রদান               খ) লভ্যাংশ প্রদান গ) মেশিন ক্রয়                 ঘ) শেয়ার ইস্যু

৯।        নিচের কোনটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতে বিনিয়োগ কার্যক্রমে যোগ করতে হবে?

            ক) সরঞ্জাম ক্রয়                খ) অন্য কম্পানির শেয়ার ক্রয়         

            গ) লভ্যাংশ প্রদান             ঘ) কলকবজা বিক্রয়

১০। মেঘনা লিমিটেডের পরিচালন খরচ ছিল ১,০০,০০০ টাকা। চলতি বছরের অগ্রিম খরচাবলি হ্রাস হয়েছিল ৭,৬০০ টাকা এবং বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছিল ৩,৪০০ টাকা। পরিচালনসংক্রান্ত খরচাবলির নগদ প্রদানের পরিমাণ কত?

            ক) ৭১,০০০ টাকা            খ) ৮১,০০০ টাকা            গ) ৮৯,০০০ টাকা            ঘ) ৯২,০০০ টাকা

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. খ ২. খ ৩. গ ৪. ক ৫. খ ৬.গ ৭. গ ৮. গ ৯. ঘ   ১০. গ।

মন্তব্যসাতদিনের সেরা