kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

পঞ্চম শ্রেণি

বাংলা

মো. নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিপরীত শব্দ এবং তা বাক্যে প্রয়োগ

[গতকালের পর]

    আরম্ভ—শেষ। আজ নওশিনার পরীক্ষা শেষ হলো।

    গরম—ঠাণ্ডা। শীতকালে খুব ঠাণ্ডা লাগে।

    কঠিন—সহজ। কাজটি খুব সহজ।

    শান্তি—অশান্তি। খারাপ লোকটির কারণে তার অশান্তি লেগেই আছে।

    সভ্য—অসভ্য। লোকটি খুব অসভ্য।

    ধ্বনি—প্রতিধ্বনি। উঁচু দালানে ধ্বনির প্রতিধ্বনি শোনা যায়।

    শক্তিশালী—দুর্বল। মেয়েটি খুব দুর্বল।

    দুরন্ত—শান্ত। শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে।

    অসীম—সসীম। দুনিয়ার সুখ সসীম।

    বীর—ভীরু। লোকটি ভীরু প্রকৃতির।

    সুনাম—দুর্নাম। মন্দ কাজ করলে দুর্নাম হয়।

    জয়—পরাজয়। পরাজয় থেকে শিক্ষা নিতে হয়।

    জীবন—মরণ। জীবনে মরণ থাকবেই।

    সুখ—দুঃখ। মা-বাবার মনে কখনো দুঃখ দেওয়া ঠিক নয়।

    মায়া—নির্দয়। ভালো মানুষ কারো সঙ্গে নির্দয় আচরণ করে না।

    স্বাদ—বিস্বাদ। জ্বর হলে খাবার বিস্বাদ লাগে।

    কষ্ট—আরাম। রাতে আরাম করে ঘুমাও।

    নকল—আসল। আসল জিনিস দেখে কেনাকাটা করতে হয়।

    রানি—রাজা। রাজা ভালো হলে রাজ্য ভালো চলে।

    অসুন্দর—সুন্দর। মেয়েটি হাতের লেখা খুব সুন্দর।

    খুশি—অখুশি। মা-বাবাকে অখুশি কোরো না।

    তেতো—মিষ্টি। মধু খেতে খুব মিষ্টি।

    পরাস্ত—জয়ী। খেলায় একদল জয়ী হয়।

    দুর্বল—সবল। খেলাধুলা করলে শরীর সবল হয়।

    আনন্দ—বেদনা। জীবনে বেদনা এলেও হতাশ হতে নেই।

    জন্ম—মৃতু। জন্ম হলে মৃত্যু হয়।

    কান্না—হাসি। আমরা আনন্দে হাসি।

    ভরা—খালি। খালি কলসি বাজে বেশি।

    যুদ্ধ—শান্তি। যুদ্ধ নয় শান্তি চাই।

    দূর—নিকট। তার নিকট অনেক টাকা আছে।

    শুকনো—ভেজা। বৃষ্টিতে ভেজা উচিত নয়।

মন্তব্যসাতদিনের সেরা