kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

সপ্তম শ্রেণি

বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা

২১ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেবিজ্ঞান

ষষ্ঠ অধ্যায়

পদার্থের গঠন

১।  লোহার প্রতীক কী?

    ক) ঋব           খ) ঋ    

    গ) ও                ঘ) ইব

২।  প্রাকৃতিক মৌলিক পদার্থ কয়টি?

    ক) ৯০          খ) ৯৮  

    গ) ১০৮         ঘ) ১১৮

৩।  জন ডাল্টন পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে কত সালে মতবাদ প্রকাশ করেন?

    ক) ১৮০১         খ) ১৮০২  

    গ) ১৮০৩         ঘ) ১৮০৪

৪।  আধান নিরপেক্ষ কণা কোনটি?

    ক) ইলেকট্রন        খ) প্রোটন  

    গ) নিউট্রন         ঘ) মূলক

৫।  যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কী বলে?

    ক) অণু           খ) পরমাণু  

    গ) মূলক          ঘ) মৌল

৬। সোডিয়াম মৌলের প্রতীক কোনটি?

    ক) SO           খ) Na  

    গ) N            ঘ) S

৭।  হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে কয়টি নিউট্রন থাকে?

    ক) ৩            খ) ২   

    গ) ১            ঘ) ০

৮।  চিনি কয়টি উপাদান নিয়ে তৈরি?

    ক) ১            খ) ২    

    গ) ৩            ঘ) ৪

৯।  নিচের কোনটি মৌলিক পদার্থ?

    ক) চক               খ) চিনি   

    গ) তামা          ঘ) পানি

১০।     O2 দ্বারা অক্সিজেনের কী বোঝায়?

    ক) প্রতীক         খ) সংকেত  

    গ) যৌগ          ঘ) মূলক

১১। সর্বজনীন দ্রাবক বলা হয় কোনটিকে?

    ক) কার্বন ডাই-অক্সাইড    খ) সালফার ডাই-অক্সাইড

    গ) নাইট্রোজেন ডাই-অক্সাইড     ঘ) পানি

১২।     অক্সিজেনের পরমাণুতে কয়টি ইলেকট্রন রয়েছে?

    ক) ২                খ) ৪   

    গ) ৬            ঘ) ৮

১৩। কোনটি যৌগিক পদার্থ?

    ক) চক          খ) ক্লোরিন   

    গ) নাইট্রোজেন      ঘ) লেড

১৪। কোন বিজ্ঞানী পর্যায় সারণি প্রবর্তন করেন?

    ক) মেন্ডেলিফ      খ) ডাল্টন

    গ) বোর          ঘ) রাদারফোর্ড

১৫। পানির সংকেত কোনটি?

    ক) H2O          খ) HO  

    গ) 2HO          ঘ) H2O2

১৬। গ্রিক শব্দ অ্যাটমস অর্থ—

    i. অবিভাজ্য 

    ii. বিভাজ্য

    iii. এমন বস্তু, যা ভাঙা যায় না

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii       খ) i ও iii

    গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৭। খাবার লবণের রাসায়নিক উপাদান—

    i. সোডিয়াম

    ii. ক্যালসিয়াম

    iii. ক্লোরিন

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii       খ) i ও iii

    গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৮। সংকেত ব্যবহৃত হয়—

    i. মৌলের ক্ষেত্রে

    ii. যৌগের ক্ষেত্রে

    iii. পরমাণুর ক্ষেত্রে

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii       খ) i ও iii

    গ) ii ও iii     ঘ)  i, ii ও iii

১৯। পরমাণুর কেন্দ্রে থাকে—

    i. ইলেকট্রন       

    ii. প্রোটন

    iii. নিউট্রন

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii       খ) i ও iii

    গ) ii ও iii     ঘ)  i, ii ও iii

২০। যৌগিক পদার্থের উদাহরণ—

    i. কয়লা 

    ii. চক

    iii. চিনি

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii       খ) i ও iii

    গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. ক ২. খ ৩. গ ৪. গ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. গ  ৯. গ ১০. খ  ১১. ঘ ১২. ঘ   ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. খ  ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ।

মন্তব্যসাতদিনের সেরা