kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

ব হু নি র্বা চ নী প্র শ্ন

একাদশ-দ্বাদশ : জীববিজ্ঞান প্রথম পত্র

সুনির্মল চন্দ্র বসু ,সহকারী অধ্যাপক ,সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেপঞ্চম অধ্যায়

শৈবাল ও ছত্রাক

 

১।   অগ্নিশৈবাল (Fire Algae) নামে পরিচিত নিচের কোনটি?

     (ক) Euglenophyta  (খ) Pyrrhophyta

     (গ) Chrysophyta   (ঘ) Phacophyta

২।   কোনটি সিনোসাইটিক শৈবালের উদাহরণ?

     (ক) Ulothrix (খ) Botrydium

     (গ) Nostoc 

     (ঘ) Polysiphonia

৩।   ফ্ল্যাজেলাযুক্ত স্পোরকে বলে—

     (ক) জুস্পোর 

     (খ) অ্যাপ্লানোস্পোর

     (গ) হিপনোস্পোর    (ঘ) উত্তস্পোর

৪।   কোনটি শৈবালের অযৌন জনন?

     (ক) হরমোগোনিয়া    (খ) খণ্ডায়ন

     (গ) বাডিং  

     (ঘ) জুস্পোর

৫।   বহুকোষী ফিলামেন্টাস শৈবালের অঙ্গজ জননে ঘটে—

     (ক) কোষ বিভাজন   (খ) খণ্ডায়ন

     (গ) দ্বিবিভাজন (ঘ) স্পোর উৎপাদন

৬।   আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় নিচের কোনটিতে?

     (ক) Spirogyra     (খ) Oedogonium

     (গ) Volvox 

     (ঘ) Ulothrix

৭।   কোন উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড থাকে?

     (ক) Nostoc 

     (খ) Ulothrix

     (গ) Riccia 

     (ঘ) Cycas

৮।   Ulothrix-এর অযৌন জননের জুস্পোরে কতটি ফ্ল্যাজেলা থাকে?

     (ক) ১টি     (খ) ২টি

     (গ) ৩টি     (ঘ) ৪টি

৯।   Ulothrix sp-এ কোন প্রকার গ্যামিটের মিল?

     (ক) আইসোগ্যামাস   (খ) অ্যানাইসোগ্যামাস

     (গ) উগ্যামাস

     (ঘ) গ্যামিটোজেনেসিস

১০।  Ulothrix-এর নিষেক সম্পন্ন হয়—

     i. ‘+’ চিহ্নিত থ্যালাসে

     ii. ‘-’ চিহ্নিত থ্যালাসে

     iii. থ্যালাসের বাইরে

     নিচের কোনটি সঠিক?

     (ক) i (খ) ii

     (গ) iii      (ঘ) i ও ii

১১।  কোন উদ্ভিদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন?

     (ক) মস     (খ) ফার্ন

     (গ) শৈবাল   (ঘ) ছত্রাক

১২।  পরজীবী ছত্রাকের চোষক অঙ্গ হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

     (ক) রাইজোমর্ফ (খ) স্টাইপ (গ) অ্যানুলাস

     (ঘ) হস্টোরিয়াম

১৩।  ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য কোনটি?

     (ক) আলোর ওপর নির্ভরশীল 

     (খ) জননাঙ্গ বহুকোষী

     (গ) পরিবহন টিস্যু আছে     (ঘ) কোষপ্রাচীর কাইটিন নির্মিত

১৪।  শৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান—

     i. সঞ্চিত খাদ্য

     ii. বর্ণকণিকা

     iii. কোষপ্রাচীরের গঠন

     নিচের কোনটি সঠিক

     (ক) i ও ii    (খ) i ও iii

     (গ) ii ও iii  (ঘ) i, ii ও iii

১৫।  কোন ছত্রাকটি জলজ?

     (ক) ঝধঢ়ত্ড়ষবমহরধ  (খ) জযরুড়ঢ়ঁং

     (গ) অংঢ়বত্মরষষঁং   (ঘ) ঈবৎপড়ংঢ়ড়ত্ধ

     নিচের অনুচ্ছেদটির আলোকে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :

     আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়।

১৬।  রোগটির জীবাণু কোন জাতীয়?

     (ক) ভাইরাস

     (খ) ব্যাকটেরিয়া

     (গ) ছত্রাক (ঘ) শৈবাল

১৭।  রোগটির লক্ষণ হলো—

     i. পাতার কিনারায় পানি ভেজা দাগ

     ii. পচা দুর্গন্ধ বের হয়

     iii. দাগের কিনারায় সাদা তুলার মতো

     মাইসেলিয়াম দেখা যায় না

     নিচের কোনটি সঠিক

     (ক) i ও ii   (খ) ii ও iii (গ) i ও iii  (ঘ) i, ii ও iii     

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. খ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক।

মন্তব্য