kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

এইচএসসি প্রস্তুতি ► জীববিজ্ঞান প্রথম পত্র

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদ্বিতীয় অধ্যায়

কোষবিজ্ঞান    

            [পূর্ব প্রকাশের পর]

            উদ্দীপকটি দেখো এবং ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২০।     উদ্দীপকের অ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য—

            i. পিতা ও মাতা থেকে প্রাপ্ত ক্রমোজমের মধ্যে ঘটে

            ii. সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে

            iii. বংশগতীয় বৈশিষ্ট্যের বিনিময় ঘটে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii

            গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২১।      উদ্দীপকসংশ্লিষ্ট বিভাজনদ্বয়ের সাদৃশ্য হলো—

            ক) বৈচিত্র্য তৈরি করে   খ) সিন্যাপসিস ঘটে

            গ) বংশরক্ষায় ভূমিকা রাখে       ঘ) কোষচক্র ঘটে

২২। কোন উপধাপে ক্রসিংওভার ঘটে?

            ক) লেপ্টোটিন খ) জাইগোটিন

            গ) প্যাকাইটিন  ঘ) ডিপ্লোটিন

            সঠিক উত্তর : ২০. ২১. ২২. গ।

মন্তব্যসাতদিনের সেরা