kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

সপ্তম শ্রেণি

বিজ্ঞান

১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদ্বিতীয় অধ্যায়

উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন

বহু নির্বাচনী প্রশ্ন

১। একটি আদর্শ উদ্ভিদকোষ প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত?

ক) ১    খ) ২

গ) ৩    ঘ) ৪

২। প্রোটোপ্লাজমে সাধারণত শতকরা কত ভাগ পানি থাকে?

ক) ৪০-৫০ ভাগ

খ) ৫৫-৭০ ভাগ

গ) ৬৭-৯০ ভাগ

ঘ) ৭০-৮০ ভাগ

৩। নিচের কোনটি অ্যাস্টার গঠন করে?

ক) রাইবোজোম

খ) প্লাস্টিড

গ) মাইটোকন্ড্রিয়া

ঘ) সেন্ট্রিওল

৪। সবুজ রংয়ের প্লাস্টিডকে কী বলে?

ক) ক্লোরোপ্লাস্ট

খ) ক্রোমোপ্লাস্ট

গ) লিউকোপ্লাস্ট

ঘ) ক্যারোটিনয়েড

৫। সাধারণত প্রাণিকোষে কোনটি থাকে না?

ক) প্লাস্টিড

খ) মাইটোকন্ড্রিয়া

গ) রাইবোজোম

ঘ) নিউক্লিয়াস

৬।   উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে কোন টিস্যু থাকে?

ক) স্থায়ী টিস্যু

খ) ভাজক টিস্যু

গ) স্নায়ু টিস্যু

ঘ) কার্ডিয়াক টিস্যু

৭।  স্নায়ুকোষের গঠন ও কাজের একককে কী বলে?

ক) নিউরন     খ) নেফ্রন

গ) প্লুরা   ঘ) ডেনড্রন

৮। প্রতিটি নিউরনে কয়টি অংশ থাকে? 

ক) ২  খ) ৩  গ) ৪  ঘ) ৫

৯। মানবদেহে কোন পেশির সংখ্যা বেশি?

ক) ঐচ্ছিক খ) অনৈচ্ছিক

গ) কার্ডিয়াক

ঘ) কোনোটিই নয়

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. খ ৯. ক।

 

গ্রন্থনা : জুবায়ের আহম্মেদ

মন্তব্যসাতদিনের সেরা