kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

পঞ্চম শ্রেণি । প্রাথমিক গণিত

মো. মনজুরুল হক মজুমদার, সিনিয়র শিক্ষক, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১০ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতৃতীয় অধ্যায়

চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি

সংক্ষিপ্ত প্রশ্ন :

১।      এক ডজন লেবুর দাম ৬০ টাকা হলে, ৪টি লেবুর দাম কত?                        উত্তর : ২০ টাকা।

২।     দিয়ার বয়স ১০ বছর। তার বয়সের দ্বিগুণের সঙ্গে কত বছর যোগ করলে, যোগফল ২৪ বছর হবে?  

          উত্তর : ৪ বছর।

৩।     ৩১—(৩দ্ধ২) + ২৫ = কত? উত্তর : ৫০।

৪।      মুনা অপেক্ষা রীনার ৫০ টাকা বেশি আছে। রীনা অপেক্ষা রানার ২০ টাকা কম আছে। কার কাছে সবচেয়ে বেশি টাকা আছে?

          উত্তর : রীনার কাছে সবচেয়ে বেশি টাকা আছে।

৫।     পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?     উত্তর : ১।

৬।     ৫০গু২৫দ্ধ২ + ৫ = কত?        উত্তর : ৯।

৭।      একজন শ্রমিক সপ্তাহে ১৫৭৫ টাকা আয় করলে, ১ দিনে তার আয় কত হবে?     উত্তর : ২২৫ টাকা।

৮।     পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত কম?              উত্তর : ৮৯৯৯৯।

৯।     ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?      উত্তর : ১।

মন্তব্যসাতদিনের সেরা