kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

বহু নির্বাচনী ও জ্ঞানমূলক প্রশ্ন

সপ্তম শ্রেণি । বিজ্ঞান

৯ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেসপ্তম শ্রেণি । বিজ্ঞান

[পূর্ব প্রকাশের পর]

সপ্তম অধ্যায়

শক্তির ব্যবহার

 

বহু নির্বাচনী প্রশ্ন

 

৬।     যে শক্তির উৎস বারবার ব্যবহার করা যায় তাকে কী বলে?

          ক) তাপশক্তি        

          খ) গতিশক্তি         

          গ) নবায়নযোগ্য শক্তি     ঘ) শব্দশক্তি

৭।      নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

          ক) তেল      খ) গ্যাস       গ) বাতাস    ঘ) কয়লা

৮।     কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস?

          ক) কয়লা    খ) সূর্য        

          গ) বাতাস   

          ঘ) পানির স্রোত

৯।     নিচের কোনটি কাজের একক?

          ক) জুল       খ) ওহম       গ) কেলভিন         ঘ) ওয়াট

১০।    ক্ষমতার একক কোনটি?

          ক) নিউটন  খ) জুল        গ) মিটার     ঘ) ওয়াট

১১। খাদ্য ও জ্বালানিতে কোন শক্তি জমা থাকে?

          ক) তাপশক্তি   খ) বায়ুশক্তি      

          গ) রাসায়নিক শক্তি        ঘ) বিদ্যুত্শক্তি

১২। অনবায়নযোগ্য জ্বালানি পোড়ালে নিচের কোনটি উৎপন্ন হয়?

          ক) অক্সিজেন      

          খ) কার্বন ডাই-অক্সাইড গ) নাইট্রোজেন    

          ঘ) হিলিয়াম

১৩। শক্তির জোগান দিতে ব্যর্থ হলে কোনটির সৃষ্টি হয়?

          ক) শক্তির উন্নতি            খ) শক্তির সংকট  

          গ) শক্তির বিনাশ  

          ঘ) শক্তির প্রাচুর্য

১৪। নিচের কোনটিতে কাজ সংঘটিত হচ্ছে?

          ক) একজন দাঁড়িয়ে আছে        খ) একজন বসে টিভি দেখছে

          গ) একজন বারান্দায় হাঁটছে     ঘ) একজন চেয়ারে বসে পত্রিকা পড়ছে

১৫। ওষুধ কারখানায় জীবাণু ধ্বংস করতে কী ব্যবহৃত হয়?

          ক) শব্দোত্তর তরঙ্গ         খ) শব্দ তরঙ্গ       

          গ) শব্দহীন তরঙ্গ            ঘ) স্বশব্দ তরঙ্গ

১৬। শক্তির নিত্যতা বলতে কী বোঝায়?

          ক) শক্তির মোট পরিমাণ নির্দিষ্ট        

          খ) শক্তির সৃষ্টি বা বিনাশ নেই

          গ) শক্তির পরিমাণ অপরিবর্তনীয়     

          ঘ) সবগুলো প্রযোজ্য

১৭। চাঁদ নিচের কোনটিকে প্রভাবিত করে থাকে?

          ক) ঘূর্ণিঝড় 

          খ) জোয়ার-ভাটা  

          গ) নাব্যতা  

          ঘ) বন্যা

১৮। টেলিফোনে কথা বলার মাধ্যমে কিভাবে শক্তির রূপান্তর ঘটে?

          ক) গতি থেকে শব্দশক্তি খ) বিদ্যুৎ থেকে তাপশক্তি

          গ) যান্ত্রিক থেকে বিদ্যুত্শক্তি    ঘ) বিদ্যুৎ থেকে শব্দশক্তি

১৯। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ—

          ক) কমতে থাকে  

          খ) বেড়েই চলছে  

          গ) অপরিবর্তনীয়            ঘ) পরিবর্তনীয়

২০। বাংলাদেশে কোনটি শক্তির সবচেয়ে বড় উৎস?

          ক) প্রাকৃতিক গ্যাস         খ) পারমাণবিক চুল্লি       গ) বিদ্যুৎ প্লান্ট               ঘ) কয়লা

 

          সঠিক উত্তর : ৬. গ ৭. গ ৮. ক ৯. ক ১০. ঘ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. ক।

 

জ্ঞানমূলক প্রশ্ন

 

১।   কাজ কাকে বলে?

          উত্তর : কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার ফলে উক্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হলেই তাকে কাজ বলে।

২।     শক্তির সংরক্ষণশীলতা কী?

          উত্তর : বিশ্বের সামগ্রিক শক্তির কোনো তারতম্য ঘটে না; অর্থাৎ এই বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল, আজও সেই পরিমাণ শক্তিই আছে।

৩।     শক্তির প্রধান উৎস কী?

          উত্তর : শক্তির প্রধান উৎস সূর্য।

৪।      অনবায়নযোগ্য শক্তি কী?

          উত্তর : যে শক্তি একবার ব্যবহার করলে তা থেকে আর শক্তি উৎপন্ন হয় না, তা-ই অনবায়নযোগ্য শক্তি।

৫।     শক্তির একক কী?

          উত্তর : শক্তির একক জুল।

৬।     গতিশক্তি কাকে বলে?

          উত্তর : কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, তা-ই ওই বস্তুর গতিশক্তি।

৭।      আলোকশক্তি কাকে বলে?

          উত্তর : কোনো আলোক উৎস থেকে প্রাপ্ত বিকীর্ণ আলো থেকে যে শক্তি পাওয়া যায়, তাকে আলোকশক্তি বলে।

৮।     সূর্য থেকে সরাসরি আমরা কোন দুটি শক্তি পাই?

          উত্তর : তাপ ও আলোক শক্তি।

গ্রন্থনা : আল সানি

মন্তব্যসাতদিনের সেরা