kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

সংক্ষিপ্ত প্রশ্ন

পঞ্চম শ্রেণি । বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ

৯ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেসপ্তম অধ্যায় : মানবাধিকার

১। জাতিসংঘ কত সালে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?

উত্তর : জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে।

২। মানবাধিকার কাকে বলে?

উত্তর : বিশ্বের সব দেশের সব মানুষের সমস্ত সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারকে মানবাধিকার বলে।

৩। শিক্ষাগ্রহণ কী ধরনের অধিকার?

উত্তর : শিক্ষাগ্রহণ একটি মৌলিক মানবাধিকার।

৪। মিলন নামের শিশুটিকে একটি চক্রের কয়েকজন লোক ধরে নিয়ে বিদেশে পাচার করে দিল। এটি কোন ধরনের কাজ?

উত্তর : শিশুপাচার একটি মানবাধিকারবিরোধী কাজ।

৫। প্রতিটি শিশু কেমন?

উত্তর : প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা।

৬। অটিজম কী ধরনের সমস্যা?

উত্তর : অটিজম মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা।

৭। অটিস্টিক শিশু শারীরিকভাবে কেমন?

উত্তর : অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।

৮। সাজিদের বয়স ১০ বছর। সে একটি কারখানায় কাজ করে। তার কাজটি কি হিসেবে গণ্য হবে?

উত্তর : সাজিদের কাজটি শিশুশ্রম হিসেবে গণ্য হবে।

৯। অন্যের স্পর্শে কোন শিশুরা আঁতকে ওঠে?

উত্তর : অন্যের স্পর্শে অটিস্টিক শিশুরা আঁতকে ওঠে।

১০। তোমাদের শ্রেণিতে একটি অটিস্টিক শিশু রয়েছে। তুমি তার সঙ্গে কিরূপ আচরণ করবে?

উত্তর : যেহেতু সে আমার সহপাঠী, তাই তার প্রতি সব সময় সদয় থাকব।

১১। বাংলাদেশে কত বছরের নিচে শিশুশ্রম বেআইনি?

উত্তর : বাংলাদেশে ১৮ বছরের নিচে শিশুশ্রম বেআইনি।

১২। অনেক শিশু কেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়?

উত্তর : পরিবারের অসচ্ছলতার কারণে অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়।

১৩। সাধারণত কাদের বিদেশে পাচার করা হয়?

উত্তর : নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়।

১৪। মানবাধিকার রক্ষায় তুমি কী কাজ করতে পার?

উত্তর : আমি নিজে মানবাধিকার রক্ষায় কাজ করব, এ বিষয়ে অন্যদের সচেতন করব এবং মানবাধিকারবিরোধী কাজ করতে দেখলে তার প্রতিবাদ করব।

১৫। চাকরির ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো কোন সুবিধাটি পায় না?

উত্তর : চাকরির ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না।

১৬। রুমি ও সুমি স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে। এটা তাদের কোন ধরনের অধিকারের অন্তর্ভুক্ত?

উত্তর : এটি তাদের মৌলিক মানবাধিকারের অন্তর্ভুক্ত।

১৭। কোন ধরনের শিশুদের দলীয় কাজ করতে সমস্যা হয়?

উত্তর : অটিস্টিক শিশুদের দলীয় কাজ করতে সমস্যা হয়।

১৮। কোন ধরনের শিশুরা দৈনিক কাজের রুটিন বদল হলে উত্তেজিত হয়ে যায়?

উত্তর : অটিস্টিক শিশুরা দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয়ে যায়।

১৯। অটিস্টিক শিশুরা কোনো খেলনা পেলে কী করে?

উত্তর : অটিস্টিক শিশুরা কোনো খেলনা পেলে তা দিয়ে খেলে না; বরং শক্ত করে ধরে বসে থাকে।

২০। আমরা কোথা থেকে মানবাধিকারগুলো পেয়ে থাকি?

উত্তর : আমরা পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে মানবাধিকারগুলো পেয়ে থাকি।

২১। শিশুশ্রম কী?

উত্তর : কোনো শিশুকে দিয়ে শ্রমের বিনিময়ে অর্থোপার্জনমূলক কাজ করানোই হলো শিশুশ্রম।

২২। মানবাধিকার কেন প্রয়োজন?

উত্তর : জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব দেশের সব মানুষের অধিকার রক্ষার জন্য মানবাধিকার প্রয়োজন।

২৩। মানবাধিকার লঙ্ঘন রোধের সবচেয়ে ভালো উপায় কোনটি?

উত্তর : মানবাধিকার লঙ্ঘন রোধের সবচেয়ে ভালো উপায় হলো জনসচেতনতা সৃৃষ্টি।

মন্তব্যসাতদিনের সেরা