kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

পঞ্চম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ওয়াহিদা নার্গিস, প্রধান শিক্ষক, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

৭ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদশম অধ্যায়

গণতান্ত্রিক মনোভাব

 

সংক্ষিপ্ত প্রশ্ন :

১। গণতন্ত্রের অর্থ কী?

উত্তর : গণতন্ত্রের অর্থ জনগণের শাসন।

২। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কোনটি?

উত্তর : গণতন্ত্র।

৩। গণতান্ত্রিক মনোভাব বলতে কী বোঝো?

উত্তর : অন্যের মতামতকে সম্মান করা এবং বেশির ভাগের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে।

৪। বিভিন্ন কাজ করতে গিয়ে আমাদের কী করতে হয়?

উত্তর : নানা রকম সিদ্ধান্ত নিতে হয়।

৫। গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের ভালো দিকগুলো কী?

উত্তর : গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণে যেহেতু সবার মতামত নেওয়া হয়, বেশির ভাগের মতানুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এতে কোনো পক্ষপাতিত্ব হয় না, সেহেতু সবাই তা মেনে নেয়।

৬। কতজন শ্রেণিনেতা হতে ইচ্ছা প্রকাশ করল?

উত্তর : মোট পাঁচজন।

৭। গণতান্ত্রিক মনোভাব কোন ধরনের গুণ?

উত্তর : সামাজিক।

৮। শিক্ষক কী সম্পর্কে জানতে চাইলেন?

উত্তর : কারা শ্রেণিনেতা হতে ইচ্ছুক।

৯। শ্রেণিতে কিসের নির্বাচন করা হবে?

উত্তর : শ্রেণিনেতা নির্বাচন।

১০। শ্রেণিনেতা হবে কতজন?

উত্তর : দুজন।

১১। কাগজ ভাঁজ করে কোথায় রাখা হলো?

উত্তর : বাক্সে।

১২। যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাকে কী হিসাবে মনোনীত করা হলো?

উত্তর : প্রথম শ্রেণিনেতা।

 

মন্তব্যসাতদিনের সেরা