kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

পঞ্চম শ্রেণি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ওয়াহিদা নার্গিস, প্রধান শিক্ষক, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা

১৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে[গতকালের পর] 

ষষ্ঠ অধ্যায়

জলবায়ু ও দুর্যোগ

সংক্ষিপ্ত প্রশ্ন

৮।     ‘ক’ নামক দেশের ২০ শতাংশ এলাকা ২০৫০ সালের মধ্যে সমুদ্রে তলিয়ে যেতে পারে। এটি কোন দেশ?

         উত্তর : বাংলাদেশ।

৯।     দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়গুলো কী কী?

         উত্তর : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

১০।   ২০০৭ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়, যার গতিবেগ ছিল ১৬০ কিলোমিটার, যা ৩৪৪৭ জনের প্রাণহানি ঘটায়। ঘূর্ণিঝড়টির নাম কী?

         উত্তর : ঘূর্ণিঝড় সিডর।

১১।   নদীভাঙনের একটি প্রাকৃতিক কারণ রয়েছে। সেটি কী?

         উত্তর : বন্যা।

১২।   নদীভাঙনের মানবসৃষ্ট দুটি কারণ লেখো।

         উত্তর : ক) নদী থেকে বালু উত্তোলন

         খ) নদীতীরবর্তী গাছপালা কেটে ফেলা।

১৩। কী কী কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়?

         উত্তর : মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়।

১৪। পানি উন্নয়ন বোর্ড নদীর পাড় রক্ষায় যেসব কাজ করে যাচ্ছে সেসবের দুটি লেখো।

         উত্তর : ক) বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি

         খ) সেচের জন্য কালভার্ট ও স্লুইস গেট নিয়ন্ত্রণ ব্যবস্থা।

১৫। খরার মানবসৃষ্ট দুটি কারণ লেখো।

         উত্তর :

         ক) গাছ কেটে ফেলা

         খ) কলকারখানার মাধ্যমে বায়ুদূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়।

১৬।   খরার দুটি ফলাফল লেখো।

         উত্তর : ক) খাবার পানির অভাব দেখা যায়;

         খ) মাঠে ফসল ফলাতে কষ্ট হয়।

১৭।   বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য কী কী?

         উত্তর : দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্পসংখ্যক নদী থাকার কারণে এসব অঞ্চলে খরার প্রবণতা বেশি।

মন্তব্যসাতদিনের সেরা