kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

পঞ্চম শ্রেণি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ওয়াহিদা নার্গিস, প্রধান শিক্ষক, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেষষ্ঠ অধ্যায়

জলবায়ু ও দুর্যোগ

সংক্ষিপ্ত প্রশ্ন

১।     আবহাওয়া কাকে বলে?

         উত্তর : কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে।

২।     জলবায়ু বলতে কী বোঝো?

         উত্তর : সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়।

৩।     বাংলাদেশে দুর্যোগের ২টি প্রাকৃতিক কারণ লেখো।

         উত্তর : ক) প্রাকৃতিক অবস্থান ও

         খ) জলবায়ুগত কারণ।

৪।     দুটি মানবসৃষ্ট দূষণের নাম লেখো।

         উত্তর : শিল্পকারখানা ও যানবাহনের ধোঁয়া।

৫।     বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ কী?

         উত্তর : মানবসৃষ্ট দূষণের ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে।

৬।     জলাশয় শুকিয়ে যাচ্ছে কেন?

         উত্তর : বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং জলাশয় শুকিয়ে যাচ্ছে।

৭।     বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ২টি প্রভাব লেখো।

         উত্তর : ক) ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে

         খ) গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা