kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

নবম-দশম শ্রেণি

বাংলা দ্বিতীয় পত্র

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক (বাংলা), আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

১৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেবাংলা দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

ক্রিয়াপদ

১।     ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে?

         ক) মুখ্য কর্ম             

         খ) গৌণ কর্ম

         গ) সমধাতুজ কর্ম  

         ঘ) ধাত্বর্থক কর্ম

২।     যে ক্রিয়ার কর্ম নেই, তা—

         ক) দ্বিকর্মক ক্রিয়া 

         খ) সমধাতুজ কর্ম

         গ) সকর্মক ক্রিয়া  

         ঘ) অকর্মক ক্রিয়া

৩।     ক্রিয়ার ভাব কত প্রকার?

         ক) প্রকারবিহীন              

         খ) দুই প্রকার        

         গ) তিন প্রকার       

         ঘ) চার প্রকার

৪।     কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

         ক) তুমি ঘুমিয়েই দিন কাটালে

         খ) আজ বেশ এক ঘুম ঘুমালে

         গ) এমন মেয়ে আর দেখিনি

         ঘ) আমার দিন কেটে গেল

৫।     প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?

         ক) নির্দেশক ভাব

         খ) অনুজ্ঞা ভাব      

         গ) সাপেক্ষ ভাব              

         ঘ) আকাঙ্ক্ষা ভাব

৬।     যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে কী বলে?

         ক) যৌগিক ক্রিয়া 

         খ) মিশ্র ক্রিয়া        

         গ) প্রযোজক ক্রিয়া

         ঘ) প্রযোজ্য ক্রিয়া

৭।     ‘সাইরেন বেজে উঠল’ এখানে কী বোঝাতে যৌগিক ক্রিয়াটির ব্যবহার হয়েছে?

         ক) আকস্মিকতা     

         খ) ব্যাপ্তি     

         গ) সমাপ্তি    

         ঘ) ক্রমশ

৮।     ‘তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম’ কোন ক্রিয়ার উদাহরণ?

         ক) যৌগিক ক্রিয়া

         খ) প্রযোজক ক্রিয়া  

         গ) মিশ্র ক্রিয়া    

         ঘ) অনুক্ত ক্রিয়া

৯।     একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে কোন ক্রিয়া বলা হয়?

         ক) ণিজন্ত ক্রিয়া     

         খ) যৌগিক ক্রিয়া    

         গ) মিশ্র ক্রিয়া                 

         ঘ) দ্বিকর্মক ক্রিয়া

১০। ‘প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়’ বাক্যে ‘উঠলে’ ক্রিয়াপদটি কোন ক্রিয়াপদ?

         ক) অসমাপিকা      

         খ) সমাপিকা

         গ) প্রযোজক

         ঘ) প্রযোজ্য

১১।   ‘ভালো করে পড়লে সফল হবে’ এখানে ক্রিয়ার কোন ভাব বিদ্যমান?

         ক) নির্দেশক ভাব খ) অনুজ্ঞা ভাব গ) আকাঙ্ক্ষা ভাব ঘ) সাপেক্ষ ভাব

১২।   ‘শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে’ বাক্যে কোন ধরনের ক্রিয়ার ব্যবহার রয়েছে?

         ক) নাম ধাতুর ক্রিয়া        

         খ) প্রযোজক ক্রিয়া           গ) যৌগিক ক্রিয়া             ঘ) মিশ্র ক্রিয়া

১৩।   বাক্যের অপরিহার্য পদ কোনটি?

         ক) নামপদ  

         খ) ক্রিয়াপদ

         গ) কর্মপদ   

         ঘ) কর্তৃপদ

১৪। কখনো বাক্যে ক্রিয়াপদ উহ্য বা অনুক্ত থাকতে পারে—কোনটি এর উদাহরণ?

         ক) কবির বই পড়ছে        

         খ) ছেলেটা কথা শোনে     

         গ) ইনি আমার ভাই

         ঘ) তোমার মা কেমন আছেন?

১৫।   ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায়?

         ক) তিন       খ) পাঁচ                 গ) সাত       ঘ) দুই

১৬।   দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে কী বলা হয়?

         ক) অপ্রধান কর্ম            

         খ) গৌণ কর্ম

         গ) ধাত্বর্থক কর্ম     

         ঘ) মুখ্য কর্ম

১৭।   বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ওই কর্মপদকে কী বলে?

         ক) দ্বিকর্মক ক্রিয়া  

         খ) গৌণ কর্ম

         গ) ধাত্বর্থক কম         

         ঘ) প্রযোজ্য কর্ম

১৮। ‘সমধাতুজ’ কর্মের অপর নাম কী?

         ক) পরোক্ষ কর্ম    

         খ) প্রযোজক কর্ম    

         গ) ধাত্বর্থক কর্ম              

         ঘ) প্রযোজ্য কর্ম

১৯। সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি?

         ক) লোকটি চোখে দেখে না         

         খ) ছেলেটি কথা বোঝে না

         গ) পাখি ওড়ে       

         ঘ) সে পথে পথে ভিক্ষা করে

২০।   কোন বাক্যটিতে সকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে?

         ক) মেয়েটি ফুল তোলে     

         খ) সে শোনে না     

         গ) শিশুরা খেলছে            ঘ) আমি পড়ব না

 

কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ

১।     ‘সাতাশ হতো যদি এক শ সাতাশ’ এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া?

         ক) নিত্যবৃত্ত অতীত

         খ) সাধারণ অতীত           গ) পুরাঘটিত অতীত                 ঘ) পুরাঘটিত বর্তমান

২।  স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে বলা হয়—

         ক) পুরাঘটিত বর্তমান কাল          খ) সাধারণ বর্তমান কাল   

         গ) নিত্যবৃত্ত বর্তমান কাল            ঘ) ঘটমান বর্তমান কাল

৩।     কোনটি ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?

         ক) প্রয়োগভেদে      খ) অর্থভেদে

         গ) বচনভেদে

         ঘ) বর্ণনাভেদে

৪।     ‘এ বছর আমি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’—এ বাক্যের ক্রিয়াপদটি কোন কালের?

         ক) ঘটমান বর্তমান           খ) পুরাঘটিত বর্তমান

         গ) ঘটমান অতীত            ঘ) সাধারণ অতীত

৫। ‘আমরা তখন রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম’—এটি কোন কালের বাক্য?

         ক) পুরাঘটিত বর্তমান       

         খ) ঘটমান অতীত

         গ) নিত্যবৃত্ত অতীত

         ঘ) পুরাঘটিত অতীত

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

ক্রিয়াপদ : ১. খ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. গ ৭. ক ৮. গ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. ক ২০. ক।

কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ : ১. ক ২. গ ৩. গ ৪. খ ৫. গ।

মন্তব্যসাতদিনের সেরা