kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

নবম-দশম শ্রেণি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মো. আবু সাঈদ, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা

১২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনবম অধ্যায়

জাতিসংঘ ও বাংলাদেশ

[গতকালের পর]

জ্ঞানমূলক প্রশ্ন

১০।   ভেটো শব্দের অর্থ কী?

         উত্তর : আমি এটা মানি না।

১১।   জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

         উত্তর : নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।

১২।   জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?

         উত্তর : আন্তোনিও গুতেরেস।

১৩। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তর : ১৯৭৪ সালে।

১৪।   বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

         উত্তর : ১৩৬তম।

১৫। অছি পরিষদের কাজ কী? উত্তর : জাতিসংঘের তত্ত্বাবধানে বিশেষ বিবদমান অঞ্চলের সমস্যার নিরসন করাই অছি পরিষদের মুখ্য উদ্দেশ্য।

মন্তব্য