kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

বহু নির্বাচনী প্রশ্ন

সপ্তম শ্রেণি । বিজ্ঞান

আবু জাফর সৈকত, সহকারী শিক্ষক, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ

৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসপ্তম শ্রেণি । বিজ্ঞান

পঞ্চম অধ্যায়

পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র

 

[গতকালের পর]

১৬. নিচের কোনটি প্রকৃতপক্ষে কোনো রোগ নয়?

    ক) গ্যাস্ট্রাইটিস      

    খ) অ্যামিবিক আমাশয়  

    গ) ব্যাসিলারি আমাশয়  

    ঘ) কোষ্ঠকাঠিন্য

১৭. রক্তে শতকরা কত ভাগ রক্তরস?

    ক) ৪৫    খ) ৫৫   

    গ) ৬৫    ঘ) ৭৫

১৮. দেহে প্রহরীর মতো কাজ করে কোনটি?

    ক) লোহিত রক্তকণিকা  

    খ) শ্বেত রক্তকণিকা

    গ) অণুচক্রিকা   

    ঘ) প্লেটলেট

১৯. শিরা কোন বর্ণের নালি?

    ক) লাল      খ) নীল

    গ) সবুজ      ঘ) হলুদ

২০. কোষ্ঠকাঠিন্য দূর করার উপায়—

    i. নিয়মিত মলত্যাগ  

    ii. আঁশযুক্ত খাবার খাওয়া   

    iii. নিয়মিত শাকসবজি খাওয়া

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii 

    খ) i ও iii

    গ) ii ও iii        

    ঘ) i, ii ও iii

২১. হৃপিণ্ড কয় স্তরে গঠিত?

    ক) ২     খ) ৩

    গ) ৪     ঘ) ৫

২২. নিচের কোনটির প্রাচীর পাতলা?

    ক) নিলয়   খ) অলিন্দ 

    গ) ধমনি   ঘ) শিরা

২৩. প্রতি মিনিটে হৃপিণ্ড সাধারণত কতবার সংকুচিত ও প্রসারিত হয়?

    ক) ৬০    খ) ৬৬   

    গ) ৭২    ঘ) ৭৮

    উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    আপেল কাটতে গিয়ে মিনার আঙুল কেটে গেল। তার আঙুল থেকে ফোঁটা ফোঁটা লাল রঙের তরল পদার্থ পড়তে লাগল।

২৪. তরল পদার্থটি লাল কেন?

    ক) হেমাটোসিস্টের কারণে

    খ) হিমোগ্লোবিনের কারণে

    গ) অণুচক্রিকার কারণে 

    ঘ) শ্বেত রক্তকণিকার কারণে

২৫. মিনার আঙুল থেকে গড়িয়ে পড়া তরল পদার্থটি কাজ করে—

    i. অক্সিজেন পরিবহনে  

    ii. এনজাইম পরিবহনে   

    iii. তাপমাত্রা নিয়ন্ত্রণে

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii 

    খ) i ও iii  

    গ) ii ও iii        

    ঘ) i, ii ও iii

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. খ।

মন্তব্যসাতদিনের সেরা