kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

এইচএসসি বিশেষ প্রস্তুতি । ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা

৩০ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবহু নির্বাচনী প্রশ্ন

১।      আর্থিক নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে সম্পাদিত চুক্তি কোনটি?

          ক) বৈধ চুক্তি        

          খ) লিখিত চুক্তি

          গ) বীমা চুক্তি       

          ঘ) সঞ্চয় চুক্তি

২।     বাংলাদেশে প্রচলিত বীমা আইন কত সালের?

          ক) ১৯৩৮   খ) ১৯৬৫

          গ) ১৯৯৪     ঘ) ২০১০

৩।     কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের নির্বাচনমূলক পদ্ধতি কোনটি?

          ক) খোলাবাজার নীতি

          খ) জমার হার পরিবর্তন নীতি

          গ) ব্যাংক হার নীতি

          ঘ) ঋণের বরাদ্দকরণ নীতি

৪।      কোনটির মাধ্যমে বীমার উদ্ভব হয়?

          ক) সাধারণ বীমা   খ) অগ্নিবীমা

          গ) নৌ বীমা ঘ) জীবন বীমা

৫।     ২০১২ সালের ১৫ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝে সি ট্রান্সপোর্ট কম্পানির জাহাজে বিভিন্ন গার্মেন্টসামগ্রীর প্রস্তুতকারকদের মাল রয়েছে। উপরোক্ত জাহাজের জন্য কোন বীমাপত্র সংগ্রহ করা হয়?

          ক) যাত্রার    খ) সময়

          গ) ভাসমান ঘ) মিশ্র

৬।     ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় কখন?

          ক) বিদেশি বিনিয়োগ কমলে

          খ) মুদ্রাস্ফীতি হলে

          গ) জনসংখ্যা বাড়লে

          ঘ) কেন্দ্রীয় ব্যাংক জমার হার বৃদ্ধি করলে

৭।      বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল—

          i. ট্রেজারি বিল      

ii. প্রত্যয় পত্র

          iii. ব্যাংক আজ্ঞাপত্র

          নিচের কোনটি সঠিক?

          ক) i ও ii       খ) i ও iii

          গ) ii ও iii      ঘ) i, ii ও iii

৮।     শফিক সাহেব একজন বেসরকারি চাকরিজীবী। তাঁর জন্য কোন হিসাব উপযোগী?

          ক) সঞ্চয়ী    খ) মেয়াদি

          গ) চলতি     ঘ) স্থায়ী

৯।     কোন হিসাব থেকে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায়?

          ক) বিশেষ সঞ্চয়ী হিসাব

          খ) বিশেষ স্থায়ী হিসাব

          গ) সঞ্চয়ী হিসাব   ঘ) স্থায়ী হিসাব

১০।    সমর্পণ মূল্য কোন ধরনের বীমার ক্ষেত্রে প্রযোজ্য হয়?

          ক) অগ্নিবীমা         খ) জীবন বীমা

          গ) নৌ বীমা ঘ) দুর্ঘটনা বীমা

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. খ  ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. খ

মন্তব্যসাতদিনের সেরা