kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

বহু নির্বাচনী প্রশ্ন

নবম-দশম শ্রেণি জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

২ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেনবম-দশম শ্রেণি জীববিজ্ঞান

তৃতীয় অধ্যায় : কোষ বিভাজন

বহু নির্বাচনী প্রশ্ন

 

 ১।       কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে?

            (ক) প্রোফেজ

            (খ) প্রোমেটাফেজ

            (গ) এনাফেজ

            (ঘ) ইন্টারফেজ

            চিত্র থেকে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২।        Q প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংঘটিত হয়?

            (ক) মূলে

            (খ) কাণ্ডে

            (গ) পরাগধানীতে

            (ঘ) ভ্রূণমুকুলে

৩।        P ও Q  উভয় প্রক্রিয়ায়—

            i. নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভাজন ঘটে

            ii. একাধিক নতুন কোষের সৃষ্টি হয়

            iii. জীবের গুণগত স্থিতিশীলতা বজায় থাকে

            নিচের কোনটি সঠিক?

            (ক) i ও ii           (খ) ii ও iii

            (গ) i ও iii          (ঘ) i, ii ও iii

            উদ্দীপকটি থেকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৪।        P চিত্রের কোষ বিভাজনে—

            i. মাতৃকোষ ও নতুন কোষ সমগুণসম্পন্ন

            ii. নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক

            iii. ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়

            নিচের কোনটি সঠিক?

            (ক) i ও ii           (খ) ii ও iii (গ) i ও iii      (ঘ) i, ii ও iii

৫।        Q এর ক্ষেত্রে প্রযোজ্য—

            i. অপত্য কোষের ক্রোমোজোম হ্যাপ্লয়েড

            ii. হ্রাসমূলক বিভাজন

            iii. দেহকোষে ঘটে

      নিচের কোনটি সঠিক?

            (ক) i ও ii           (খ) i ও iii (গ) ii I iii                              (ঘ) i, ii I iii

            উদ্দীপকের আলোকে নিচের ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৬।        উদ্দীপকের ই চিহ্নিত ক্রোমোজোমটির নাম কী?

            (ক) মেটাসেন্ট্রিক

            (খ) সাবমেটাসেন্ট্রিক

            (গ) অ্যাক্রোসেন্ট্রিক

            (ঘ) টেলোসেন্ট্রিক

৭।        এ ধরনের ক্রোমোজোম দেখা যায় নিচের কোন ধাপে?

            (ক) মেটাসেন্ট্রিক

            (খ) প্রোফেজ

            (গ) অ্যানাফেজ

            (ঘ) টেলোফেজ

৮।        নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন ফল কোনটি?

            (ক) অর্বুদ

            (খ) আলসার

            (গ) নিউমোনিয়া

            (ঘ) যক্ষ্মা

৯।        মিয়োসিস কোথায় ঘটে?

            (ক) P    (খ) Q

            (গ) R    (ঘ) S

১০।      ক্রোমোজোম সংখ্যা সমান থাকে—

            i.   P এ ii.  Q এ

            iii. R এ

            নিচের কোনটি সঠিক?

            (ক) i ও ii           (খ) i ও iii (গ) ii I iii                              (ঘ) i, ii I iii

            উদ্দীপকটির আলোকে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১১।  B চিত্রের কোষ বিভাজনে—

            i. ক্রোমোজোম একবার বিভাজিত হয়

            ii. মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষ সমগুণসম্পন্ন

            iii. নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক?

            নিচের কোনটি সঠিক?

            (ক) i ও ii           (খ) i ও iii (গ) ii I iii                              (ঘ) i, ii I iii

১২।      A, B ও C-এর মধ্যে ব্যতিক্রমধর্মী কোষ বিভাজনটিতে নিচের কোনটি ঘটে?

            (ক) জননকোষ সৃষ্টি হয়

            (খ) ক্ষতস্থান পূরণ করে

            (গ) অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটে

            (ঘ) আদিকোষবিশিষ্ট জীবে ঘটে

১৩।      কোলনের একটি অংশের কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধির জন্য কোন ভাইরাস দায়ী?

            (ক) এইচআইভি

            (খ) রোটা

            (গ) হেপাটাইটিস

            (ঘ) প্যাপিলোমা

            উদ্দীপকটি লক্ষ করো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৪।      A ও B চিহ্নিত স্থানগুলোতে ক্রোমোজোম সংখ্যা—

            (ক) ২৪ ও ২৪

            (খ) ২৪ ও ১২

            (গ) ১২ ও ১২

            (ঘ) ১২ ও ১৬

১৫।  উদ্দীপকে প্রদর্শিত কোষ বিভাজনের ফলে—

            i. প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা দেয়

            ii. প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখে

            iii. কোষের স্বাভাবিক আকার-আকৃতি বজায় রাখে

            নিচের কোনটি সঠিক?

            (ক) i ও ii           (খ) i ও iii (গ) ii I iii                              (ঘ) i, ii I iii

১৬।      চিত্রের X এর ক্রোমোজোম সংখ্যা ১৬ হলে এবং পূর্ণ বিভাজন দুবার হলে X2 তে ক্রোমোজোম সংখ্যা কত হবে?

            (ক) ১৬  (খ) ৮

            (গ) ৪    (ঘ) ২

১৭।      মিয়োসিস কোষ বিভাজনে—

            i. প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকে

            ii. মস উদ্ভিদের জাইগোটে ঘটে

            iii. অঙ্গজ প্রজনন সাধিত হয়

            নিচের কোনটি সঠিক?

            (ক) i ও ii           (খ) i ও iii (গ) ii I iii                              (ঘ) i, ii I iii

১৮।      মিয়োসিসের কারণে কোষে—

            i. ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে

            ii. হ্যাপ্লয়েডসংখ্যক গ্যামেট তৈরি হয়

            iii. গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে

            নিচের কোনটি সঠিক?

            (ক) i ও ii           (খ) রi ও iii (গ) র ও iii                            (ঘ) i, ii ও iii

            উত্তর : ১. ঘ ২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. ক ৯. গ ১০. ক ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. ক।

 

 

মন্তব্যসাতদিনের সেরা