kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

বহু নির্বাচনী প্রশ্ন

নবম-দশম শ্রেণি বাংলা দ্বিতীয় পত্র

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

২৯ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেনবম-দশম শ্রেণি বাংলা দ্বিতীয় পত্র

[পূর্ব প্রকাশের পর]

পদ প্রকরণ

৮।        কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?

            ক) যত গর্জে তত বর্ষে না

            খ) মরি মরি, কী সুন্দর

            গ) প্রভাতের রূপ 

            ঘ) অতিভক্তি চোরের লক্ষণ

৯।        ‘এ এক বিরাট সত্য’—এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?

            ক) বিশেষ্যরূপে   

            খ) অব্যয়রূপে

            গ) বিশেষণরূপে  

            ঘ) বিশেষণের বিশেষণরূপে

১০।      কোনটি জাতিবাচক বিশেষ্য?

            ক) পর্বত           

            খ) মাটি

            গ) জনতা          

            ঘ) বহর

১১।      ‘মরি! মরি! কী সুন্দর প্রভাতের রূপ’ এখানে অনন্বয়ী অব্যয়ে কী ভাব প্রকাশ পেয়েছে?

            ক) যন্ত্রণা           

            খ) উচ্ছ্বাস

            গ) বিরক্তি

            ঘ) সম্মতি

১২।      নিচের কোনগুলো খাঁটি বাংলা অব্যয় পদ?

            ক) আবার, আর   

            খ) যদি, তথা

            গ) খুব, খাসা

            ঘ) কুহু, ঘেউ

১৩।      ‘গীতাঞ্জলি’, ‘বিশ্বনবী’ কোন ধরনের বিশেষ্য পদ?

            ক) সংজ্ঞাবাচক    

            খ) গুণবাচক

            গ) বস্তুবাচক       

            ঘ) সমষ্টিবাচক

১৪।      কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?

            ক) সমিতি                       খ) দর্শন

            গ) বিশ্বনবী                      ঘ) ভোজন

১৫।      কোনটি গুণবাচক বিশেষ্য?

            ক) সৌন্দর্য         

            খ) দর্শন

            গ) লবণ            

            ঘ) ভোজন

১৬।      অনুসর্গ অব্যয় আর কোন নামে পরিচিত?

            ক) পদান্বয়ী অব্যয়

            খ) অনুকার অব্যয়

            গ) অনন্বয়ী অব্যয়

            ঘ) নিত্য সম্বন্ধীয় অব্যয়

১৭।      নবম শ্রেণি, প্রথমা কন্যা—এখানে নবম, প্রথমা কোন জাতীয় বিশেষণ?

            ক) ক্রমবাচক      

            খ) সমষ্টিবাচক

            গ) পরিমাণবাচক 

            ঘ) সংখ্যাবাচক

১৮।      অনুগামী সমুচ্চয়ী অব্যয় কোনগুলো?

            ক) এবং, ও, আর

            খ) কিংবা, অথবা, নতুবা

            গ) যে, যদি, যেন

            ঘ) কিন্তু, পরন্তু, অথচ

১৯।      কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে?

            ক) নাম বিশেষণ

            খ) ভাব বিশেষণ

            গ) সমাসসিদ্ধ বিশেষণ

            ঘ) উপসর্গযুক্ত বিশেষণ

২০।      কোন কোন পদের পুরুষ আছে?

            ক) বিশেষ্য, সর্বনাম ও অব্যয় 

            খ) বিশেষ্য, বিশেষণ ও অব্যয়

            গ) বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া

            ঘ) বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া

২১।      বিশেষ্য পদ কত প্রকার?

            ক) ছয়   খ) পাঁচ

            গ) সাত ঘ) চার

২২।      কোনটিতে উপমান সম্বন্ধ বিদ্যমান?

            ক) লোহার শরীর খ) বাটির দুধ

            গ) রুপার থালা   

            ঘ) গাছের ফল

২৩।      ‘সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে?’ এখানে ‘সুস্থ সবল’ কোন বিশেষণ?

            ক) ক্রিয়া বিশেষণ

            খ) বিশেষ্যের বিশেষণ

            গ) সর্বনামের বিশেষণ

            ঘ) ভাব বিশেষণ

২৪।      উপসর্গযুক্ত বিশেষণ কোনটি?

            ক) ঠাণ্ডা হাওয়া   

            খ) আচ্ছা মানুষ

            গ) নির্জলা মিথ্যা  

            ঘ) সুন্দর সকাল

২৫।      ভাব বিশেষণ কত প্রকার?

            ক) তিন প্রকার    

            খ) চার প্রকার

            গ) পাঁচ প্রকার     

            ঘ) ছয় প্রকার

 

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ

১।        বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কত প্রকার?

            ক) দুই                           খ) তিন                         

            গ) চার                           ঘ) পাঁচ

২। পতি ও পত্নীবাচক শব্দ কোনটি?

            ক) খোকা-খুকী                খ) ভেড়া-ভেড়ী               

            গ) দেওর-ননদ                ঘ) দেওর-জা

৩।        নী—প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ কোনটি?

            ক) ভাগনি                      

            খ) জেলেনী                    

            গ) ভিখারিনী                   

            ঘ) ঠাকুরানী

৪।        ‘শুক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

            ক) সারি                          খ) সারী                         

            গ) সারিনী                      

            ঘ) শারী

৫।        সাধারণ অর্থে আ-যোগে স্ত্রীবাচক শব্দ কোনটি?

            ক) অজা                                     খ) কোকিলা                   

            গ) ক্ষত্রিয়া                      

            ঘ) মৃতা

৬।        ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?

            ক) নায়িকা                     

            খ) সেবিকা                     

            গ) নাটিকা                      

            ঘ) অধ্যাপিকা

৭।        যেসব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে কী হয়?

            ক) ত্রী                খ) তী   

            গ) নী                 ঘ) অ

৮। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?

            ক) খানম                                    খ) সতীন                       

            গ) শ্রোত্রী                                    ঘ) জেনানা

৯।        শুধু পুরুষ বোঝায় কোন শব্দটি?

            ক) শিক্ষিত                     

            খ) গুণবান                     

            গ) কবিরাজ                    

            ঘ) শিক্ষক

১০।      বৃহদর্থে আনী প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?

            ক) ইন্দ্রানী                     

            খ) মাতুলানী                   

            গ) আচার্যানী                  

            ঘ) অরণ্যানী

১১।      পুরুষবাচক শব্দের শেষে ঈ থাকলে স্ত্রীবাচক শব্দে নী হয় এবং আগের ঈ ই হয়—এরূপ উদাহরণ কোনটি?

            ক) কুমার—কুমারনী          খ) ভিখারি—ভিখারিনী

            গ) মজুর—মজুরনী           ঘ) ভাগনে—ভাগনি

১২।      বিদেশি স্ত্রীবাচক শব্দ কোনটি?

            ক) জেনানা                    

            খ) অর্ধাঙ্গিনী

            গ) শ্রীমতী                      

            ঘ) অরক্ষণীয়া

১৩।      জাতি বা শ্রেণিবাচক অর্থে ঈ প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?

            ক) কিশোর—কিশোরী        খ) সুন্দর—সুন্দরী

            গ) ব্রাহ্মণ—ব্রাহ্মণী           ঘ) ষোড়শ—ষোড়শী

১৪।      জাতি বা শ্রেণিবাচক অর্থে আ-যোগে গঠিত শব্দ কোনটি?

            ক) কোকিল-কোকিলা         খ) বিবাহিত-বিবাহিতা

            গ) মলিন-মলিনা               ঘ) মাননীয়-মাননীয়া

১৫।      কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রী দুই-ই বোঝায়—এরূপ শব্দ কোনটি?

            ক) শিক্ষিত         

            খ) কবিরাজ

            গ) ঢাকী            

            ঘ) অকৃতদার

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

পদ প্রকরণ :  ৮. ক ৯. ক ১০.  ক ১১. খ ১২.  ক ১৩.  ক ১৪.  গ ১৫.  ক ১৬.  ক ১৭.  ক ১৮.  গ ১৯.  খ ২০. ঘ ২১.  ক ২২.  ক ২৩.  খ ২৪. গ ২৫.  খ।

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ : ১. ক ২. ঘ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. খ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. ক।

 

মন্তব্যসাতদিনের সেরা