ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭
নমুনা প্রশ্ন

এইচএসসি প্রস্তুতি : ইংরেজি প্রথম পত্র

  • মো. জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল, খিলগাঁও, ঢাকা
অন্যান্য
অন্যান্য
শেয়ার
এইচএসসি প্রস্তুতি : ইংরেজি প্রথম পত্র

Read the text and answer the questions below it.

21 February is a memorable day in our national history. We observe the day every year as international mother language day. The day is a national holiday.

On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. The struggle to achieve our language rights is known as the language movement.

The seed of the language movement was sown on 21 march 1948 when Mohammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. The declaration raised a storm of protest in the eastern part of the country. The protest continued nonstop, gathering movement day by day. It turn into a movement and reached its climax in 1952. The government outlawed all sorts of public meetings and rallies to stop it. The student of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21 February 1952. When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafique, Barkat and Jabbar. As a result, there were mass protests all over the country and the government had to declare Bangla as a state language. This kindled the sparks of independence movement of Bangladesh.    

1. Guess the meaning of the following words used in the text above. 1×7=7

 i) The martyrs of 21 February laid down lives to  ¾ .

 a) establish Bangla as a state language

b) establish Urdu as a state language

c) establish their political right

d) free the country from Pakistan

ii) What does the expression a ‘storm of protest’ reveal?

a) Moderate opposition b) Intense opposotion

c) Moderate demand d) Intense contest

iii) The word ‘outlaws’ refers to ¾ .

a) banned b) permitted c) enforced d) enacted

iv) The language movement inflamed the spark of ¾ .

a) mass movement b) six point launch movement

c) general election in 1970

d) independence movement

v) Which of the words is most relevant to the word ‘enkindled’ light of the passage?

a) lit b) kind c) spindle d) scandal

vi) Which of the words is closest to the word ‘climax’ in the passage?

a) bade b) peak c) track d) tide

vii) ‘Pay tribute to’ is a -----------.

a) noun phrase b) adjective c) verbal phrase

d) adverbial phrase

2. Answer the following questions.      2×5=10

Why is 21 February a memorable day in our national history?

How was the protest against the declaration of Mohammad Ali Jinnah?

Why did the government prohibit all sorts of public meetings and rallies?

Why was the government bound to declare Bengali as a state language?

‘The seed of independence was sown in 21 February, 1952.’ Do you agree with the comment? If yes, write the reason.

3. Read the following text and fill each gap with a suitable word based on the information of the text.          1×5=5

We live in society. And every society needs good citizens for its betterment. To be a good citizen, we have to prepare ourselves to do right works in society. Before discharging our duties towards society, we have to acquire knowledge. Today’s society is based on knowledge. We must have knowledge about our society, country and as a whole of the world. Then we have to gain the capability of applying our knowledge to do things properly. After acquiring the skills, we have to blend them into our behavior and the outcome will change our attitudes towards other people or things.

Today we live in knowledge (a) ¾ society. The other thing one (b) ¾ in society is skill. It should be applied for (c) ¾  purposes. Finally, knowing and doing things (d) ¾ about a change in a person’s behavior. This (e) ¾ change makes a man understand and feel others.

 

Answers

1.

(i) (a) establish Bangla as a state language

(ii) (b) Intense opposotion

(iii) (a) banned

(iv) (d) Independence movement

(v) (a) lit

(vi) (b) peak

(vii) (c) verbal phrase

2.

a) 21 February is a memorable day in our national history because on this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952.

b) The declaration of Mohammad Ali Jinnah raised a storm of protest in the eastern part of the country. This protest continued non-stop gathering momentum day by day. Consequently, this gathering turned into a movement and reached its climax in 1952.

c) The government prohibited all sorts of public meetings and rallies to stop mass movement against the declaration of Mohammad Ali Jinnah.

d) The government was bound to declare Bengali as a state language because mass protest against the declaration of Mohammad Ali Jinnah was spreading all over the country speedily.

e) Yes, I agree with the comment mentioned in the question because it was exactly known to all that Mohammad Ali Jinnah’s declaration on 21 March 1948 was ‘Urdu would be the only state language of Pakistan’. Later the declaration raised a storm of protest in the eastern part of the country. And this protest turned into a mass movement and reached its climax in 1952. At last, on the climax of protest, the government was bound to declare Bangla as a state language. So, it can be said that the seed of the independence was sown on 21 February in 1952.

3. (a) based; (b) acquires/gains/ needs; (c) various; (d) bring; (e) social/knowledgeable.

মন্তব্য

সম্পর্কিত খবর

পঞ্চম শ্রেণি : প্রাথমিক গণিত

    সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ
শেয়ার
পঞ্চম শ্রেণি : প্রাথমিক গণিত

পঞ্চম অধ্যায়

গুণিতক এবং গুণনীয়ক

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

১৭।       ৮ এর গুণনীয়ক নিচের কোনগুলো?

ক. ২, ৪, ৬, ৮   
খ. ১, ২, ৪, ৮

গ. ৪, ৮, ১২, ১৬      
ঘ. ৮, ১৬, ২৪, ৩২

উত্তর : খ. ১, ২, ৪, ৮

১৮।       ৭ এবং ১৭ এর গসাগু কত?

ক. ১         খ. ২

গ. ৩            ঘ. ৪

উত্তর : ক. ১

১৯।       যেকোনো সংখ্যার গুণিতক থাকে

ক. ২টি           
খ. ৩টি                
গ. ৪টি         
ঘ. অসংখ্য

উত্তর : ঘ. অসংখ্য

২০।

       দুটি মৌলিক সংখ্যার গসাগু কত?

ক. ১            খ. ২                 
গ. ৩           ঘ. ৪

উত্তর : ক. ১

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১।        লসাগু কাকে বলে?

উত্তর : সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে।

২।        গসাগু কাকে বলে?

উত্তর : সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গসাগু বলে।

৩।        গুণনীয়ক কাকে বলে?

উত্তর : যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তাকে গুণনীয়ক বলে।

৪।        লসাগু-এর পূর্ণ রূপ কী?

উত্তর : লসাগু-এর পূর্ণ রূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক।

 

মন্তব্য

দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

    এস এম জিহাদ, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ মিরপুর সরকারি মহিলা কলেজ, ঢাকা
শেয়ার
দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

অষ্টম অধ্যায়

মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি

 

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

৩৮। কোন পদ্ধতিতে মজুদ মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করে এককপ্রতি মূল্য বের করা হয়?

ক. সরল গড় পদ্ধতি    খ. ভারযুক্ত গড় পদ্ধতি

গ. FIFO পদ্ধতি  ঘ. LIFO পদ্ধতি

৩৯।       বিন কার্ড সংরক্ষণ করেন কে?

ক. গুদামরক্ষক খ. ক্যাশিয়ার

গ. ফোরম্যান ঘ. হিসাবরক্ষক

৪০।       চলতি বছরের সমাপনী মজুদকে পরবর্তী বছরের কী হিসেবে গণ্য করা হয়?

ক. ক্রয়কৃত পণ্য  খ. সমাপনী মজুদ পণ্য

গ. অবিক্রীত পণ্য ঘ. প্রারম্ভিক মজুদ পণ্য

৪১।

      চলতি বছরে কোন পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়?

ক. বিক্রীত পণ্যের ব্যয়

খ. অবিক্রীত পণ্যের ব্যয়

গ. ক্রয়কৃত পণ্যের ব্যয়

ঘ. নিট অর্জন ব্যয়

৪২।       বিন কার্ডের বৈশিষ্ট্য হলো

i. কাঁচামালের ক্রয় ও ইস্যু লিপিবন্ধকরণ

ii. মজুদ মালের হিসাবরক্ষণ

iii. বিক্রয়মূল্য লিপিবদ্ধকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ii    খ. iiii

গ. iiiii  ঘ. i, ii iii

৪৩।       ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে ৫০০ একক মাল ১০ টাকা দরে এবং ৫ই জানুয়ারি ৮০০ একক মাল ১১ টাকা দরে ক্রয় করা হয়। ৬ই জানুয়ারি তারিখে ৭০০ একক মাল ইস্যু করা হলে এবং আগের দর আগে ছাড় পদ্ধতিতে অনুসরণ করা হলে ইস্যুকৃত মালের মূল্য কত হবে?

ক. ৫,০০০ টাকা খ. ৭,২০০ টাকা

গ. ৫০,০০০ টাকা ঘ. ৫৪,৫০০ টাকা

৪৪।

      মজুদ মূল্যায়ন পদ্ধতি

i. আগের দরে আগে ছাড় পদ্ধতি

ii. শেষের দরে শেষে ছাড় পদ্ধতি

iii. শেষের দর আগে ছাড় পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i ii    খ. iiii

গ. iiiii  ঘ. i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ থেকে ৪৬ নম্বর  প্রশ্নের উত্তর দাও :

একটি কারখানায় ২০২৫ সালের জানুয়ারি মাসে ৬ তারিখে ১,০০০ একক, ১০ তারিখে ১,২০০ একক এবং ২০ তারিখে ২,০০০ একক মাল ১০০ টাকা, ১০৫ টাকা এবং ১১০ টাকা দরে ক্রয় করা হয়। উক্ত মাসের ৮ তারিখে ১,৩০০ একক মাল এবং ২৫ তারিখে ৮০০ একক মূল ইস্যু করা হয়। প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল ৬০০ একক মাল, যার মোট মূল্য ছিল ৫৭,০০০ টাকা।

৪৫।

উক্ত মাসের মোট ক্রয়ের পরিমাণ কত?

ক. ৫,৫৬,০০০ টাকা

খ. ৪,৪৬,০০০ টাকা

গ. ৫০,০০০ টাকা

ঘ. ৫৪,৫০০ টাকা

৪৬।       আগের দর আগে ছাড় পদ্ধতিতে মোট ইস্যুকৃত পণ্যের মূল্য কত?

ক. ৫,৪৬,০০০ টাকা

খ. ২,০৯,৫০০ টাকা

গ. ৫,৫০,০০০ টাকা

ঘ. ৫,৯৪,৫০০ টাকা

৪৭। শেষের দর আগে ছাড় পদ্ধতিতে ৮ তারিখের ইস্যুর মূল্য কত?

ক. ১,২৪,০০০ টাকা

খ. ১,২৮,৫০০ টাকা

গ. ৫০,০০০ টাকা

ঘ. ৫৪,৫০০ টাকা

৪৮। বিন কার্ডে সংরক্ষণ করা হয় পণ্যের

ক. মূল্য     খ. পরিমাণ

গ. মূল্য ও পরিমাণ    ঘ. গুণাগুণ

৪৯।       গাড়ির ফুয়েলিং স্টেশনে কোন পদ্ধতিতে হিসাব রাখা হয়?

ক. আগে আসে আগে যায়

খ. পরে আসে আগে যায়

গ. সাধারণ গড়  ঘ. ভারযুক্ত গড়

৫০।

       অস্থিতিশীল ও বাজারমূল্য ঊর্ধ্বগামী হলে নির্গত মালের মূল্যায়নে কোন পদ্ধতি সুবিধাজনক?

ক. FIFO পদ্ধতি  খ. LIFO পদ্ধতি

গ. সাধারণ গড় পদ্ধতি

ঘ. ভারযুক্ত গড় পদ্ধতি

 

উত্তর : ৩৮. খ ৩৯. ক ৪০. ঘ ৪১. ক
৪২. ক ৪৩. খ ৪৪. খ ৪৫. খ ৪৬. খ
৪৭. খ ৪৮. খ ৪৯. খ ৫০. খ।

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : অর্থনীতি

    জাহাঙ্গীর আলম , সহকারী শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল, মুন্সীগঞ্জ
শেয়ার
নবম ও দশম শ্রেণি : অর্থনীতি
কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বাঁধ। ছবি : সংগৃহীত

দ্বিতীয় অধ্যায়

অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাগুলো

বহু নির্বাচনী প্রশ্ন

১।        S=Y-C; এটি কিসের সূত্র?

ক. বিনিয়োগ  খ. মূলধন

গ. সঞ্চয়    ঘ. সুদ

২।        কোনটি অবস্তুগত সম্পদ?

ক. ডাক্তারের সেবা খ. টিভি

গ. বাড়ি    ঘ. আসবাবপত্র

৩।        নিচের কোনটি মধ্যবর্তী দ্রব্য?

ক. সরাসরি ভোগে ব্যবহৃত হয়                                খ. প্রকৃতিতে অবাধলভ্য

গ. চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়                         ঘ. একাধিকবার ব্যবহার করা যায়

৪।

       জারিন বিনতে জাহাঙ্গীর ব্যবসা করার জন্য দোকানঘর ভাড়া নিল। এখানে দোকানঘর কোন ধরনের সম্পদ?

ক. প্রাকৃতিক সম্পদ    খ. জাতীয় সম্পদ

গ. উৎপন্ন সম্পদ ঘ. ব্যক্তিগত সম্পদ

৫।        বাংলাদেশে পানির উৎস প্রধানত কতটি?

ক. ৩টি     খ. ৫টি

গ. ৪টি     ঘ. ২টি

৬।        সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, তখন তাকে কী বলে?

ক. মূলধন   খ. সঞ্চয়

গ. বিনিয়োগ  ঘ. আয়

৭।

       উৎপত্তির ভিত্তিতে সম্পদকে কত ভাগে ভাগ করা যায়?

ক. ২      খ. ৩

গ. ৪      ঘ. ৫

৮।        সাংগঠনিক ক্ষমতা কোন ধরনের  সম্পদ?

ক. প্রাকৃতিক সম্পদ    খ. মানবিক সম্পদ

গ. উৎপন্ন সম্পদ ঘ. ব্যক্তিগত সম্পদ

৯।        বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী?

ক. কয়লা    খ. খনিজ তেল

গ.প্রাকৃতিক গ্যাস  ঘ. চুনাপাথর

১০।       রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

ক. সিমেন্ট   খ. চীনামাটি

গ. প্রাকৃতিক গ্যাস ঘ. চুনাপাথর

১১।

       সেন্ট মার্টিন দ্বীপে কোন খনিজদ্রব্য মজুদ রয়েছে?

ক. চুনাপাথর  খ. চীনামাটি

গ. গন্ধক    ঘ. সিলিকা বালু

১২।       কোন জেলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি পাওয়া যায়?

ক. গাইবান্ধা  খ. সিলেট

গ. খুলনা    ঘ. জয়পুরহাট

১৩।       সম্প্রতি কোথায় খনিজ তেল পাওয়া গেছে?

ক. সিলেটের হরিপুরে                         
খ. শাহজিবাজারে

গ. তামাবিল  ঘ. কুতুবদিয়া দ্বীপে

১৪।       নিচের কোন উৎস থেকে বাংলাদেশে এখনো শক্তির উৎপাদন শুরু করা সম্ভব হয়নি?

ক. কয়লা    খ. খনিজ তেল

গ. পানি    ঘ. আণবিক শক্তি

১৫।       বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত?

ক. ভেড়ামারা খ. ঘোড়াশাল

গ. আশুগঞ্জ  ঘ. কাপ্তাই

১৬।

      যে জিনিস বা দ্রব্য পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয় তাকে কী বলে?

ক. সম্পদ    খ. দ্রব্য

গ. শক্তি    ঘ. মূল্য

১৭।       মোট শ্রমশক্তির কত ভাগ কৃষিতে নিয়োজিত?

ক. ১৩.৩৫  খ. ১৩

গ. ৪০.৬২  ঘ. ৬৩.৩৫

১৮।       বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

ক. কয়লা    খ. সিলিকা বালু

গ. তামা    ঘ. চুনাপাথর

১৯।       মানবদেহের পুষ্টির চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে

ক. প্রাণিজ সম্পদ খ.পানি সম্পদ

গ. শক্তি সম্পদ  ঘ. বনজ সম্পদ

২০।       বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে শক্তি সম্পদ উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার শুরু হয়েছে

i. বায়ুপ্রবাহ  ii. সৌর তাপ

iii. জৈব গ্যাস

নিচের কোনটি সঠিক?

ক. iii       খ. iiii                     
গ.
iiiii  ঘ. i, iiiii

২১।       শিল্প খাতে নিযুক্ত শ্রমশক্তির বড় অংশ কোন শিল্পে নিয়োজিত?

ক. বস্ত্র     খ. সিমেন্ট

গ. পোশাক  ঘ. সার

২২।       অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কয়টি?

ক. ২টি     খ. ৩টি

গ. ৪টি     ঘ. ৫টি

২৩।       বাংলাদেশের মোট বনভূমি মোট ভূখণ্ডের শতকরা কত ভাগ?

ক. ২৫     খ. ২২.৭

গ. ১৭.৬২  ঘ. ১৫.৬২

 

উত্তর : ১. গ ২. ক ৩. গ ৪. গ ৫. ক ৬. গ
৭. খ ৮. খ ৯. গ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক
১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. গ ১৯. ক
২০. ঘ ২১. গ ২২. গ ২৩. গ।

 

 

মন্তব্য

স্পোকেন ইংলিশ

শেয়ার
স্পোকেন ইংলিশ

Use of ‘supposed to + V1’ (for expectation/obligation/arrangement)

 

কোনো প্রত্যাশা, নিয়ম, চুক্তি বা পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একটি কাজ করা উচিত বা করার কথা বোঝাতে আমরা সাধারণত আলোচ্য কাঠামোটি ব্যবহার করি।

 

Example

1.     You are supposed to submit the report by noon.
দুপুরের মধ্যে তোমার প্রতিবেদন জমা দেওয়ার কথা।

2.     He is supposed to pick up the keys. চাবিগুলো তুলে নেওয়ার কথা তার।

3.             We are supposed to meet at 7 PM. সন্ধ্যা ৭টায় আমাদের সাক্ষাত্ করার কথা

 

Structure
Subject + to be verb + supposed + to + V1 + object/extension.

 

Translate the following sentences into Bangla.

1. I am supposed to work today, but I feel sick.

2. She is supposed to be here by now.

3. They are supposed to follow the instructions carefully.

4. What are we supposed to do next?

5. He is not supposed to disclose confidential information.

6. You are supposed to pay your rent on the first of the month.

7. We are supposed to have a meeting this afternoon.

8. Are you supposed to bring anything to the party?

9. The Train is supposed to arrive in five minutes.

10.                  He is supposed to be an expert in this field.

 

Answer

১.        আজ আমার কাজ করার কথা, কিন্তু আমার অসুস্থ লাগছে।

২.        এতক্ষণে তার এখানে থাকার কথা।

৩.        তাদের নির্দেশাবলি সাবধানে অনুসরণ করার কথা।

৪.        আমাদের এরপর কী করার কথা?

৫.        গোপন তথ্য প্রকাশ করার কথা নয় তার।

৬.        মাসের প্রথম তারিখে তোমার ভাড়া পরিশোধ করার কথা।

৭.        আজ বিকেলে আমাদের একটি মিটিং হওয়ার কথা।

৮.        পার্টিতে তোমার কিছু আনার কথা আছে কি?

৯.        ট্রেনটি পাঁচ মিনিটের মধ্যে আসার কথা।

১০.       এই ক্ষেত্রে তাকে একজন বিশেষজ্ঞ মনে করা হয়।

 

Translate the following sentences into English.

১.        তোমাকে সাহায্য করার কথা আমার।

২.        তার প্রতিদিন অনুশীলন করার কথা।

৩.        তাদের এই কাজ শেষ করার কথা।

৪.        আমাকে ফোন করার কথা ছিল তোমার।

৫.        আমাদের কোনো গোপন কথা বলার কথা নয়।

৬.        তার একটি নতুন গাড়ি কেনার কথা।

৭.        আমার আজ তাড়াতাড়ি ঘুমানোর কথা।

৮.        এই ওষুধ তোমাকে ভালো অনুভব করানোর কথা।

৯.        তাদের নিয়ম ভঙ্গ করার কথা নয়।

১০.       আমাদের সেখানে ১০টায় পৌঁছানোর কথা।


Answer

1. I am supposed to help you.

2. He is supposed to practice daily.

3. They are supposed to finish this work.

4. You were supposed to call me.

5. We are not supposed to tell a secret.

6. He is supposed to buy a new car.

7. I am supposed to sleep early tonight.

8. This medicine is supposed to make you feel better.

9. They are not supposed to break the rules.

10.                  We are supposed to arrive there at ten o'clock.

 

সুমন ভূইয়া

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ