kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

বহু নির্বাচনী প্রশ্ন

অষ্টম শ্রেণি । বিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

৮ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেঅষ্টম শ্রেণি । বিজ্ঞান

 

প্রথম অধ্যায়

 

প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

১৫। কোন পর্বের পানি সংবহনতন্ত্র দেখা যায়?

    ক) অ্যানেলিডা        খ) নেমাটোডা

    গ) একাইনোডারমাটা    ঘ) কর্ডাটা

    চিত্রটি দেখে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৬। চিত্রের প্রাণীটি কোন পর্বভুক্ত?

    ক) কর্ডাটা          খ) পরিফেরা

    গ) অ্যানেলিডা        ঘ) নিডারিয়া

১৭। প্রাণীটির দেহে উপস্থিত—

    i. নটোকর্ড

    ii. নেফ্রিডিয়া

    iii. ফাঁপা মেরুরজ্জু

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii          খ) i ও iii

    গ) ii ও iii          ঘ) i, ii ও iii

    চিত্রটি দেখে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৮। কোন শ্রেণিতে উপরোক্ত চিত্রের প্রাণীটি অন্তর্ভুক্ত?

    ক) সাইক্লোস্টোমাটা খ) কনড্রিকথিস

    গ) অসিটকথিস       ঘ) উভচর

১৯। ওপরের চিত্রের প্রাণীটির—

    i. দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত

    ii. চোয়ালবিহীন

    iii. যুগ্ম পাখনা উপস্থিত

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii       ঘ) i, ii ও iii

২০। কোন মাছের দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত?

    ক) রুই            খ) হাঙ্গার

    গ) ইলিশ           ঘ) সি-হর্স

২১। উভচর প্রাণীগুলো—

          i. জীবনের প্রথম দশায় পানিতে বাস করে

          ii. জীবনের প্রথম দশায় ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়

    iii. পরিণত দশায় ডাঙায় বাস করে

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii              খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২২। Reptilia শ্রেণির প্রাণীরা—

    i. উষ্ণ রক্তবিশিষ্ট

    ii. ত্বক শুষ্ক ও আঁইশযুক্ত

          iii. বুকে ভর করে চলে

    নিচের কোনটি সঠিক?

    ক) i I ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২৩। উষ্ণ রক্তের প্রাণীর উদাহরণ হলো—

    i. দোয়েল      

    ii. সোনাব্যাঙ

    iii. উট

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii       ঘ) i, ii ও iii

    চিত্র দুটি দেখে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২৪। উদ্দীপকের  ই প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য—

    i. চার পায়ে ৫টি করে আঙুল আছে

    ii. এরা পানিতে ও স্থলে বাস করে

    iii. দেহত্বক আঁইশযুক্ত

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii          খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২৫। A ও B উভয় প্রাণী—

    i. ভার্টিব্রাটা শ্রেণিভুক্ত

    ii. অ দেহত্বক গ্রন্থিযুক্ত, ই আঁইশযুক্ত

    iii. অ ফুলকা ও ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii              খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

    উত্তর : ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. ঘ।

মন্তব্যসাতদিনের সেরা