kalerkantho

রবিবার । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩১  মে ২০২০। ৭ শাওয়াল ১৪৪১

বৈশিষ্ট্য । ভাষা

পড়ালেখা ডেস্ক   

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবৈশিষ্ট্য । ভাষা

[মাধ্যমিক স্তরের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ে ভাষার কথা উল্লেখ আছে]

মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা। মানুষ তার কণ্ঠনিঃসৃত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে ভাব ও অনুভূতি অন্যের কাছে বোধগম্যভাবে পৌঁছে দেয় তাকে ভাষা বলে। আদিমকালে মানুষ যখন গুহাবাসী, বন্য ও অসভ্য ছিল, তখনো মানুষ নিজেদের মধ্যে ভাবের আদান-প্রদান করত। তখন ভাববিনিময়ের মাধ্যম ছিল ইশারা, ইঙ্গিত, অঙ্গভঙ্গি ইত্যাদি। এগুলো ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে বিবেচ্য ছিল। আদি মানবের যে ভাষা ছিল, কালের প্রবাহে তা পরিবর্তিত হয়ে বহু ভাষার জন্ম দিয়েছে। এ জন্য বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, যেমন—বাংলাদেশে ‘বাংলা ভাষা’, ইংল্যান্ডে ‘ইংরেজি ভাষা’, জাপানে ‘জাপানি ভাষা’, রাশিয়ায় ‘রুশ ভাষা’ ইত্যাদি। বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারের বেশি ভাষা প্রচলিত রয়েছে। আজ ভাষার কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো—

 

♦ ভাষা কণ্ঠনিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত

♦ ভাষার অর্থদ্যোতকতা গুণ বিদ্যমান

♦ ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত হয়

♦ ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি

♦ দেশ, কাল ও পরিবেশভেদে ভাষার পরিবর্তন ঘটে।

 

 

মন্তব্যসাতদিনের সেরা