kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি বিশেষ প্রস্তুতি । অর্থনীতি প্রথম পত্র

শেখ আবু সাঈদ আবদুল্লাহ, প্রভাষক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

২৯ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটে১। ব্যক্তিগত মূলধন কী?

উত্তর : কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীনে যেসব মূলধন থাকে তাকে ব্যক্তিগত মূলধন বলা হয়।

২। সংগঠন কী?

উত্তর : কাম্য উৎপাদনের লক্ষ্যে ভূমি, শ্রম ও মূলধনের যথাযথ সমন্বয়ের উদ্যোগ বা প্রচেষ্টাকে সংগঠন বলা হয়।

 

৩। সংগঠক বা উদ্যোক্তা কী?

উত্তর : অর্থনীতিতে যে ব্যক্তি উপকরণ সংগ্রহ, উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা, উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে তাকে সংগঠক বা উদ্যোক্তা বলা হয়।

৪। সমবায় প্রতিষ্ঠান কী?

উত্তর : কতিপয় ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে সম-অধিকারের ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে সমবায় প্রতিষ্ঠান বলে।

৫। সরকারি সংগঠন কী?

উত্তর : সরকার দ্বারা যেসব প্রতিষ্ঠান পরিচালিত হয় সেসব প্রতিষ্ঠানকে সরকারি সংগঠন বলা হয়।

৬। বেসরকারি সংগঠন কী?

উত্তর : একক উদ্যোগ, যৌথ উদ্যোগ কিংবা সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে যেসব প্রতিষ্ঠান পরিচালিত হয় সেসব প্রতিষ্ঠানকে বেসরকারি সংগঠন বলা হয়।

৭। খাজনা উদ্ভবের কারণ কী?

উত্তর : ভূমির উর্বরতা পার্থক্যের দরুন খাজনার উৎপত্তি হয়ে থাকে।

৮। খাজনা বলতে কী বোঝো?

উত্তর : অর্থনীতিতে খাজনা বলতে ভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য ভূমির মালিককে যে অর্থ প্রদান করতে হয় তাকে খাজনা বলে।

৯। অর্থনৈতিক/নিট খাজনা কী?

উত্তর : শুধু জমি ব্যবহার করার জন্য জমির মালিককে যে অর্থ প্রদান করতে হয়, তাকে মোট খাজনা বলা হয়।

১০। অনুপার্জিত আয় কী?

উত্তর : নিজস্ব প্রচেষ্টা ও বিনিয়োগ ভিন্ন কোনো কারণে জমির দাম বাড়লে মালিকের অতিরিক্ত যে আয় হয়, তাকে অনুপার্জিত আয় বলে।

১১। জাতীয় আয় কাকে বলে?

উত্তর : কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে মোট যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলা হয়।

 

১২। মোট দেশজ উৎপাদন (GDP) কাকে বলে?

উত্তর : একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) কোনো দেশের অভ্যন্তরে (ভৌগোলিক সীমারেখার ভেতরে) উৎপাদিত বস্তুগত ও অবস্তুগত চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (উেচ) বলে।

১৩। ব্যয়যোগ্য আয় কাকে বলে?

উত্তর : মানুষ তার আয়ের সবটুকু ব্যয় করে না। ব্যক্তিগত আয় থেকে কর এবং কর ছাড়া বিবিধ খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলা হয়।

১৪। ভোক্তার দামসূচক (Consumer’s Price Index/CPI) কাকে বলে?

উত্তর : ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের দামস্তরের যে পরিবর্তন হয়, এ দুইয়ের অনুপাতের শতকরা হারকে ভোক্তার দামসূচক বলা হয়।

মন্তব্যসাতদিনের সেরা