kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

বহু নির্বাচনী প্রশ্ন

এইচএসসি বিশেষ প্রস্তুতি । পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

মো. ইমরুল কায়েস, সিনিয়র প্রভাষক, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা

২৯ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেএইচএসসি বিশেষ প্রস্তুতি । পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

[পূর্ব প্রকাশের পর]

২১। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কাজ হলো—

    i. হিসাব সম্পর্কিত রিপোর্ট পেশ করা      

          ii. সরকারি কর্মকর্তাদের নথি সংরক্ষণ করা

    iii. পদোন্নতির শর্তাবলী নির্ধারণ

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii  খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

২২। ‘দুর্নীতি দমন কমিশন’ কত সালে গঠিত হয়?

    ক) ২০০১  খ) ২০০৪ 

    গ) ২০০৩  ঘ) ২০০৯

২৩। বাংলাদেশের নির্বাচনে কোন ব্যবস্থা প্রচলিত?

    ক) এক ব্যক্তি, এক ভোট

    খ) এক ব্যক্তি, দুই ভোট

    গ) একাধিক ব্যক্তি, এক ভোট 

ঘ) দুই ব্যক্তি, এক ভোট

২৪। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো—

    i. রাষ্ট্রের স্বাভাবিক পরিস্থিতি   

    ii. শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি   

iii. সুন্দর জলবায়ু ও নির্মল আকাশ

 

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii  খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

২৫। ইউরোপের একক মুদ্রা হিসেবে ‘ইউরো’ চালু হয় কত সালে?

    ক) ৭ ফেব্রুয়ারি, ১৯৯২

    খ) ১ নভেম্বর, ১৯৯৩ 

    গ) ১ জানুয়ারি, ১৯৯৯

    ঘ) ১ ডিসেম্বর, ২০০৯

২৬। প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

    ক) কাঠমাণ্ডু খ) নয়াদিল্লি গ) ঢাকা   ঘ) করাচি

২৭। বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

    ক) ১৯৭২  খ) ১৯৭৩ 

    গ) ১৯৭৪  ঘ) ১৯৭৫

২৮। কোন সংস্থা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয়?

    ক) ইউএনডিপি      

    খ) ইউরোপীয় ইউনিয়ন 

    গ) ইউনেসকো  

    ঘ) কমনওয়েলথ

    নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    সম্প্রতি ‘ক’ কলেজের একজন ছাত্রী বখাটে দ্বারা আক্রান্ত হওয়ায় তার সহপাঠীরা প্রতিবাদের ঝড় তোলে।

    প্রশাসনের হস্তক্ষেপে বখাটে ছেলেটি গ্রেপ্তার হয়। সবাই উক্ত ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

২৯। উদ্দীপকে ছাত্রীর আক্রান্ত হওয়াকে কী বলে?

    ক) সন্ত্রাস 

    খ) ইভটিজিং    

    গ) রাহাজানি    

    ঘ) ছিনতাই

৩০। উদ্দীপকের ঘটনা প্রতিরোধে প্রয়োজন—

    i. ধর্মীয় অনুশাসনের চর্চা 

    ii. পারিবারিক ও সামাজিক সচেতনতা সৃষ্টি

    iii. নারীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii  ক) ii ও iii ক) i ও iii  ক) i, ii ও iii

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ২১. ক ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. গ ২৭. গ ২৮. গ ২৯. খ ৩০. ক।

মন্তব্যসাতদিনের সেরা